এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর যান চলাচল
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

রাজধানীতে এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল। ঈদের ছুটি শেষ হয়ে আসলেও রাজধানীতে কাটেনি ছুটির আমেজ। ফলে নগরের সড়কে যাত্রীর স্বল্পতায় কমেছে যানবাহন চলাচলও। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র। দেশজুড়ে একযোগে পালিত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবকে কেন্দ্র করে টানা ৯ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছে নগরবাসী। টানা এই ছুটি শেষ হচ্ছে শনিবার। সব পর্যায়ের অফিস আদালত খুলবে রোববার থেকে শুরু হবে।
সরেজমিনে রাজধানীর মালিবাগ, মগবাজার ডেমরা, মিরপুর, কল্যাণপুর, শ্যমলী, আগারগাঁও, কলেজগেট, আসাদগেট এলাকা ও গুগল ম্যপের সহযোগিতায় জনবহুল লোক চলাচলের স্থানগুলোয় দেখা গেছে, সড়কে গণপরিবহনের চলাচল খুবই সীমিত। যাত্রীর উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। তবে ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল চোখে পড়ার মতো। এদিকে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করলেও অধিকাংশ গণপরিবহনে আসন ফাঁকাই থাকছে। চেনা ঢাকার মতো নেই যানজটও। সেই সঙ্গে গণপরিবহনের গেটে যাত্রী ঝোলার চিত্রও চোখে পড়েনি। এছাড়া যাত্রীর অভাবে গণপরিবহনগুলো রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে এসে কিছু সময়ের জন্য অপেক্ষায় থাকতেও দেখা যায়।
রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডে কথা হয় লিওন হোসেন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, রাস্তা ফাঁকা। খুব কম সময়ে চলে আসতে পেরেছি। কোথাও কোনো যানজটে পড়তে হয়নি। শিকদার রাব্বি নামের অন্য এক যাত্রী বলেন, জাহাঙ্গীর গেট থেকে শ্যামলী এসেছি মাত্র ১৫ মিনিটে। কোথাও কোনো জ্যামে পড়া লাগেনি। শুধু আগারগাঁও সিগন্যালে ২/৩ মিনিট সময় লেগেছে।
রাজধানীর আগারগাঁওয়ে কথা হয় মামুন নামের এক যাত্রীর সঙ্গে। মিরপুর-১১ নম্বর থেকে আগারগাঁও এসেছেন তিনি। মামুন বলেন, সাধারণত অফিস চলাকালীন মিরপুর এলাকায় যানজটে বের হতেও ভয় লাগে। কিন্তু ঈদের পর থেকে আজ পর্যন্ত কোনো জ্যামে পড়তে হয়নি। প্রথমে গাড়ি পেতে একটু সময় লেগেছে। ৫-৭ মিনিট অপেক্ষার পর গাড়ি পেয়েছি। তবে গাড়িতে সেভাবে যাত্রীও ছিল না। সিটও ফাঁকাই ছিল।
মালিবাগে কথা হয় প্রাইভেটকার চালক ইব্রাহিমের সাথে। তিনি বলেন, খিলগাঁও থেকে মতিঝিল যেতে এখন সময় লাগছে ১০ মিনিট। যা আগে লাগতো ৪৫ মিনিটি থেকে এক ঘন্টা পর্যন্ত। আগের দিনগুলোর তুলনায় কিছুটা যাত্রী আছে। রাস্তায় গাড়ির সংখ্যা কম, তাই যাত্রী টুকটাক পাওয়া যাচ্ছে।
মৌমিতা পরিবহনের চালকের সহকারী মো. জীবন বলেন, খুব একটা যাত্রী নেই। যাত্রী না থাকার কারণে দুইদিন গাড়ি নিয়ে বেরই হয়নি। আজও একই অবস্থা। রোববার থেকে যাত্রী পাওয়া যাবে।
এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। প্রথমে ঈদ উপলক্ষে পাঁচদিন টানা ছুটি ঘোষণা করে সরকার। পরে সেখানে নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ২৯ মার্চ শুরু হয় ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ ছিল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে ওইদিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে সরকারি হিসেবে গত ২৯ মার্চ থেকে শুরু হয় ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুদিন এবং পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯

প্রবাসীদের ভোটের সুযোগ খুব সহজ নয় : সিইসি

তেল আবিব-লোহিত সাগরে মার্কিন নৌবহরে হামলার দাবি হুথিদের

বিচ্ছেদকে প্রাঙ্ক বলে ঢাকার চেষ্টা,প্রাক্তনের সম্মান রক্ষার্থে অভিনেতার মিথ্যার আশ্রয়

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আপাতত স্বাধীনতা কনসার্ট হচ্ছে না

জিম্মি মুক্তির লক্ষ্যে নতুন আলোচনা চলছে: নেতানিয়াহু

প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৩৬০০, নিখোঁজ শতাধিক

চোখের সামনে যাকে পেয়েছি, তাকেই হত্যা করেছি : ইসরায়েলি সেনার স্বীকারোক্তি

সাগরে মাছ ধরতে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে

খুলনায় বাটা শোরুম ও কেএফসিতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ৩১

গাজায় গমের একটা দানাও ঢুকবে না : ইসরায়েল

বরিশাল জাতীয় পর্যায়ের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের ‘অসাধারণ বন্ধু’: নেতানিয়াহু

এবার জরুরি খাদ্য সহায়তাও বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে গণহত্যা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে ঐক্যের বিকল্প নেই -হাফেজ নুরুন্নবী

আসছে হরর সিক্যুয়েল 'ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন'

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা