যাত্রীরা ঢাকায় ফিরছেন স্বস্তিতে
০৬ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার থেকে শুরু হবে কর্মদিবস। ছুটির শেষ দিনে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। এবারের ঈদে দুর্ভোগহীন ও স্বস্তির সঙ্গে ঢাকা ছাড়েন নগরবাসী। সেই ধারাবাহিকতায় ফেরার পথেও সেই স্বস্তি অব্যাহত আছে। ছুটির শেষ দিনেও ঢাকামুখি যাত্রীদের কোথাও বড় ধরনের কোনো দুর্ভোগের খবর পাওয়া যায়নি। তবে অন্য দিনের তুলনায় ঢাকামুখি যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। অন্যদিনের তুলনায় গতকাল বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। সকাল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে সদরঘাটে।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাস টার্মিনালে অবস্থান করে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। সবার সঙ্গে পরিবারের লোকজন ও ব্যাগপত্র। তারা জানিয়েছেন, আসতে পথে কোথাও দুর্ভোগে পড়তে হয়নি তাদের। এতে তাদের চেহারায় স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে।
নওগাঁ থেকে আসা একটি পরিবহনের স্টাফ বলেন, ঈদের পরের প্রথম দুই দিন খুব অল্প যাত্রী নিয়ে ঢাকায় আসতে হয়েছে। তবে ৪ ও ৫ তারিখের টিকিট সব আগে থেকে বুকড ছিল। আর আজ ছিল সবচেয়ে বেশি যাত্রীর চাপ। আরেকটি পরিবহনের স্টাফ বলেন, ঈদের ছুটির সবচেয়ে বেশি চাপ আজকের দিনে। ঈদের আগে থেকে এই দিনের টিকিটের চাহিদা ছিল প্রচুর। তবে আমরা সময় মতো সব বাস ছাড়তে পারছি, এটাই আনন্দের। এবার ঈদে যাত্রীদের সেবায় আমরা সবচেয়ে বেশি কাজ করেছি। পরিবারসহ ঢাকায় ফিরেছেন সালাউদ্দিন। তিনি বলেন, এবার ঈদের যাত্রায় কোনো ভোগান্তি নেই। টিকিট কাটা ছিল। সময় মতো বাসে এসে উঠেছি, আর ভালোভাবেই গন্তব্যে এলাম। তবে যমুনা সেতুর আগে একটু যানজট ছিল। তবে সেটা খুব বেশি না।
এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বলেন, এবার ঈদে তেমন কোনো ঝামেলা হয়নি। আগাম টিটিক কাটার সময় একটু কষ্ট হয়েছিল। কিন্তু সেটার কারণে যাওয়া-আসা খুবই সুবিধার হয়েছে।
লঞ্চকর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের ভিড় ও কিছুটা দুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে সকাল ৮টা পর্যন্ত ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঢাকামুখী যাত্রীর চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে আবার বরিশালের দিকে চলে যাচ্ছে।
বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ভোর থেকে লঞ্চগুলো যাত্রীবোঝাই হয়ে ঢাকায় আসতে শুরু করে। লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানীর অধিকাংশ মানুষ ফিরে আসবে।
সুরভি-৭ লঞ্চের কর্মচারী সাইদুল বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ একটু ভিড় বেশি। লঞ্চে ভিড় এখন তেমন দেখা যায় না। ঈদের আগের দুইদিন এবং ঈদের ছুটির শেষ দুইদিন এই ভিড় দেখা যাচ্ছে।
লঞ্চ যাত্রী কাশেম বলেন, ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলাম। ঢাকায় ফেরা মানুষের বেশ চাপ আছে। তবে খুব বেশি বলা যাবে না। পদ্মা সেতু হওয়ার কারণে লঞের যাত্রী কমেছে। তারপরও অতিরিক্ত চাপ থাকায় আমাদের সকাল সাড়ে ৫টায় টার্মিনালে রেখে লঞ্চটি পুনরায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সদরঘাটে গাড়ি পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের।
এদিকে, দেড় থেকে দুই হাজার মানুষ নিয়ে ঢাকায় আসছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। গতকাল শনিবার সকাল ৯টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস। যদিও ট্রেনটির ঢাকায় আসার কথা ছিল সকাল ৭টা ৫০ মিনিটে। এদিকে নরসিংদী কমিউটার-১ ট্রেনটি থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছায় সকাল ১০টায়। যদিও সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থাকার কথা ছিল ট্রেনটির।
একতা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে থামার সঙ্গে সঙ্গে ছাদে যেসব মানুষ ছিলেন, তারা যে যেভাবে পেরেছেন ট্রেন থেকে নেমেছেন। ট্রেনের ভেতরে দেখা গেছে অসংখ্য মানুষ দাঁড়িয়ে এসেছেন। আর আসন তো ভর্তিই ছিল। সাধারণত ট্রেনটিতে ১২৩০-১২৫৪ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। কিন্তু ট্রেনের যাত্রীরা মনে করছেন, ট্রেনটিতে আজ দেড় থেকে প্রায় ২ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। নরসিংদী কমিউটার-১ ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, আজ ট্রেন ভর্তি করে মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের মধ্যে হাঁটাচলা করার মতো ন্যূনতম জায়গা ছিল না।
পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে এক যাত্রী বলেন, পঞ্চগড় থেকে ট্রেনের লোকসংখ্যা ছিল প্রচুর। পরের প্রতিটি স্টেশনেই গাদাগাদি করে ট্রেনে লোক উঠেছে। পথে স্টেশনগুলোতে নির্ধারিত সময় থেকেও ৫-৭ মিনিট বেশি বিরতি দিয়েছে। ট্রেনের ভেতর যেন শ্বাস নেওয়ার জায়গা ছিল না। এই ট্রেনে কমপক্ষে ১৫০০ থেকে ২ হাজার মানুষ ঢাকায় এসেছে। ট্রেনের ভেতর ওয়াশরুমে যাওয়ার মতো জায়গা ছিল না আজ। ট্রেনের ছাদেও মানুষ ছিল।
নরসিংদী কমিউটার-১ ট্রেনের এক যাত্রী বলেন, এমনিতেই এই ট্রেনে কোচ সংখ্যা কম। তারপরও প্রচুর মানুষ এসেছে আজ। ট্রেনের ভেতর প্রচুর মানুষ ছিল, হাঁটাচলা করার মত জায়গা নেই। প্রতিটি স্টেশন থেকেই অনেক মানুষ উঠেছে। ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, যতগুলো ট্রেনে স্টেশনে থেমেছে প্রত্যেকটা ট্রেন থেকে হাজার হাজার মানুষ প্লাটফর্মে নেমেছেন। এছাড়া আরো লোকজন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নেমেছেন।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শেরপুর ভোগাই নদীতে অভিযান, ২০ ড্রেজার মেশিন ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা

বিএনপি নেতাদের গোশত ছিনিয়ে নেয়ার হুমকি, ছাত্রদল আহবায়ককে শোকজ

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পূর্ণ-নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ব্যাংকের ভেতরেই প্রতারক চক্রের ফাঁদে নারী!

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একমত চীন ও মালয়েশিয়া

হাইকোর্টের ৪৮টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

কালীগঞ্জে পৌরসভাকে পরিস্কার রাখতে প্লাসটিকের ডাস্টবিন স্থাপন

‘আগামী মাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া’

তামাকের প্যাকেট দেখিয়ে পাকিস্তানী এফ-১৬ যুদ্ধবিমান বিদ্ধস্তের খবর দিলো ভারতীয় মিডিয়া!

পুলিশ পরিদর্শক মামুন হত্যা : আরাভ খানের যাবজ্জীবন

সদরপুরে স্বর্ণেরবার দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

‘বৈঠকে আমরা সন্তুষ্ট নই, দাবি আদায়ের জন্য আন্দোলন চলমান থাকবে’

সালথায় ডাকাত দলের ৫ সদস্য আটক

নগরীতে পানি সরবরাহ বন্ধের হুমকি

অবৈধ ভাবে ভারতের অনুপ্রবেশকালে দুই যুবক বকশীগঞ্জ সীমান্ত থেকে আটক !

কর্ণফুলীতে ৫ টাকা বেড়েছে ঘাট ভাড়া; বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা

৫০ লাখ ডলারে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ, বিক্রির প্রক্রিয়া শুরু

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড ও ৫ শিক্ষককে জরিমানা