সুপ্রিম কোর্ট বারে তলবি সভা নির্বাচনের নতুন তারিখ ১৪-১৫ জুন
৩০ মার্চ ২০২৩, ০৬:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামি ১৪-১৫ জুন। গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন হয়নি-এমন রেজুলেশন নিয়ে নির্বাচনের নতুন এই তারিখ ঘোষণা করেন ‘সাধারণ সদস্য’রা। আজ (বৃহস্পতিবার) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আহূত এক তলবি সভায় নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম.আমীর উল ইসলামের সভাপতিত্বে তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো: জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ, কয়েক শ’ আইনজীবী উপস্থিত ছিলেন। সভা আহ্বানকারী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালিন কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রেও ১৭(৩)(এ) অনুচ্ছেদ অনুযায়ী তলবি সভা আহ্বান করা হয়।
সভার সিদ্ধান্তে বলা হয়, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অস্থায়ী কমিটি গঠন করা হয়। এই কমিটি সমিতির সংবিধান অনুযায়ী অপসন ফরম বিতরণ করে ১৫ মের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের আয়োজন করবে।
সভাপতির বক্তব্যে বর্ষীয়ান আইনজ্ঞ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বারের সদস্যরা আজ প্রশ্ন তুলছে। আজ সুপ্রিম কোর্ট বারের এ অবস্থাটা কি করে হল ? সে জন্য সুপ্রিম কোর্ট বারের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কলঙ্ক লেপন করা হয়েছে, এই কলঙ্ক মুছে যাবে না। উপস্থিত আইনজীবীদের তিনি প্রশ্ন রাখেন, এই কলঙ্ক মোছার কাজটা অতিসত্বর করা প্রয়োজন বলে আপনারা সবাই কি মনে করেন না ? দ্বিতীয়ত: হচ্ছে আমাদের ডিগ্নিটি অব দ্য ল’ইয়ার ইমপর্টেন্ট ফ্যাক্টর। এই ডিগনিটি সমিতির সবার জন্য আমাদের রক্ষা করতে হবে। যে সংকট সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে আমি আশা করি সেই সঙ্কট অতিক্রম করে আমরা একটি স্বাধীন বার অ্যাসোসিয়েশন করব।
তলবি সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করে বারের ব্যাংক অ্যাকাউন্টসহ বারের রুটিন কার্যক্রম পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন কমিটি। ১ এপ্রিল থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত বারের সকল কর্মকর্তা –কর্মচারী তথা বারের অফিস অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
অন্তর্বর্তীকালিন কমিটির সদস্যরা হলেন, সিনিয়র আইনজীবী আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মো: নজরুল ইসলাম, ড. রফিকুল ইসলাম মেহেদী, ড. এম খালেদ আহমেদ, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, এস এম খালেকুজ্জামান, মির্জা আল মাহমুদ, মো: সাইফুর রহমান, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ড. শামসুল আলম ও এস এম জুলফিকার আলী জুনু। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটির উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, সংবিধান প্রণেতা ও বর্ষীয়ান আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এফ এম হাসান আরিফ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবুল ইসলাম ভূইয়া, এ জে মোহাম্মদ আলী, এম কে রহমান ও আবু সাইদ সাগর।
সভায় অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ রেজুলেশন পাঠ করেন। এই রেজুলেশন সদস্যদের সর্সম্মতিক্রমে অনুমোদন হয়। রেজুলেশেনে বলা হয়েছে, তলবি সভায় সিদ্ধান্ত হয়েছে যে, সুপ্রিম কোর্ট বার অফিস সভাপতি মো: মোমতাজ উদ্দিন ফকির এবং সেক্রেটারি আবদুন নুর দুলালের নির্দেশে কাজ করবে না। ১ এপ্রিল থেকে সমিতির অফিস শুধুমাত্র অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের আদেশে পরিচালিত হবে। অ্যাডহক কমিটি শুধুমাত্র সমিতির রুটিন কার্যক্রম পরিচালনা করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা