পরিবর্তনের হাওয়া লাগেনি ইসলামিক ফাউন্ডেশনে অফিস চালাচ্ছেন আওয়ামী কর্মকর্তারা !
১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ঐতিহাসিক ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে সারাদেশে পরিবর্তনের বাতাস বইলেও সে বাতাসের ছোঁয়া লাগেনি ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনে। এখনো অফিস চালাচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী কর্মকর্তারা। বহাল তবিয়তে রয়েছেন বঙ্গবন্ধু পরিষদের লোকজন। নিরাপদ আছেন ইফার সাবেক ডিজি মরহুম শামীম মো. আফজালের আত্মীয়-স্বজন, ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নিকটজন এবং মরহুম শেখ আবদুল্লার লোকজন। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বায়তুল মোকাররমের স্বনামে বেনামে দোকান আত্মসাৎ কারী দুর্নীতিবাজ কর্মকর্তারা।
প্রায় ১০ বছরের অধিক সময় ইসলামিক ফাউন্ডেশনের দুর্দন্ড প্রতাপশালী মহাপরিচালক শামীম মো. আফজাল তার শতাধিক আত্মীয়-স্বজনকে চাকরি দিয়েছেন নিজ হাতেই। তার বোনের মেয়ে ভাইয়ের ছেলে সহ শতাধিক ব্যক্তিকে অফিসার এবং কর্মচারী হিসেবে নিয়োগ দান করেন শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এ দুর্নীতিবাজ কর্মকর্তা। কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বে¡ও বায়তুল মোকাররমের ইমাম পদে নিয়োগ দেন নিজের আপন ভাগিনাকে। শামীম মো. আফজালের এলাকার লোক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড সদস্য হয়ে নিজের আপন ভাতিজাসহ বিপুল সংখ্যক আত্মীয়-স্বজনকে চাকরি দেন ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি হাসিনার দোসর ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তারা এখনো প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল রয়েছেন। প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড সদস্য এবং পরবর্তীতে ধর্ম প্রতিমন্ত্রী পদে আসীন হওয়া গোপালগঞ্জের রাজনীতিবিদ মরহুম শেখ মো. আব্দুল্লাহ দিয়েছেন প্রায় ডজন খানেক লোকের চাকরি। কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বে¡ও এবং বয়স পার হয়ে যাওয়ার পর বয়স কমিয়ে আবার নতুন করে দরখাস্ত করে চাকরি দিয়েছেন তার আপন ভাগিনা মহিউদ্দিন কাশেমকে। মহিউদ্দিন কাশেম পাঁচ আগস্ট এর ঘটনার পরে কয়েকদিন পলাতক থেকে পরে আবার কয়েকজন হেফাজত ও জামায়াত নেতাকে নিয়ে মসজিদ আঙ্গিনায় আসেন এবং নামাজ পড়ানো শুরু করেন। তার বয়স ৩৩ হয়ে যাওয়ার পরেও নতুন করে বয়স্ক কমিয়ে সনদপত্র এনে তিনি চাকরি নেন। আগে ২০১২ সালে তিনি যখন চাকরির আবেদন করেছিলেন তখন তার বয়স ২৯ ছিল। এর ৫ বছর পরেও তিনি যখন আবেদন করেন তখনও তার বয়স ২৯। চাকরি নেওয়ার পর তিনি দুর্দন্ড প্রতাপশালী হয়ে উঠেন বায়তুল মোকাররম এবং সংলগ্ন এলাকায়। হয়ে যান বিপুল অর্থবিত্তের মালিক। অসমর্থিত সূত্র মতে, পরবর্তীতে তিনি জড়িয়ে পড়েন নানা অনৈতিক কর্মকান্ডে। বিষয়টি বায়তুল মোকাররম ও সংলগ্ন এলাকায় টক অফ দা টাউন।
ইসলামিক ফাউন্ডেশনে বঙ্গবন্ধু পরিষদের নাম ভাঙ্গিয়ে টেন্ডার বাজি এবং নিয়োগ-বাণিজ্যের সাথে জড়িত কর্মকর্তাদের বেশিভাগে এখনো ইফার অফিস নিয়ন্ত্রণ করছেন। বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি কৃষিবিদ সাইফুল ইসলাম এখনো প্রধান কার্যালয়ে মডেল মসজিদ প্রকল্প কর্মরত। পরিষদের অপর প্রভাবশালী নেতা সেলিম সরকার কিছুদিন আগেই বদলি হলেও একদিনের মধ্যে উক্ত বদলি স্থগিত হয়ে যায়। অদৃশ্য কারণে বর্তমান মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম উক্ত বদলি স্থগিত করে তাকে পূর্বের পদে স্বসন্মানে বহাল রাখেন।
জনপ্রশাসনসহ দেশের প্রায় সকল অফিসেই পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দেয়ার কাজ শেষ হয়ে গেলেও এখনো উদ্যোগ গ্রহণ করেননি ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন। কবে নাগাদ এই উদ্যোগ গ্রহণ করা হবে তা কেউ বলতে পারেন না। ফুলটু প্রশাসনের উপসচিব পদ্ধতি দীর্ঘদিন খালি রাখা হয়েছে। এই পদে ইসলামিক ফাউন্ডেশন এর নিজস্ব লোক পদায়নের কথা থাকলেও এই পদে কাউকে দিচ্ছেন না মহাপরিচালক সাইফুল ইসলাম। ফলে ইসলামিক ফাউন্ডেশন প্রশাসনে মারাত্মক স্থবিরতা সৃষ্টি হয়েছে।স¤প্রতি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর ইঙ্গিত দিলেও দৃশ্যমান কোন পরিবর্তন নেই। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের এর সভাপতি এম এ বারী বলছেন, সুজন আহমেদ চৌধুরী ২০১২ সালে তার চাচা তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস এর সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সুবাদে ইসলামিক ফাউন্ডেশনে সহকারী পরিচালক পদে চাকুরীতে প্রবেশ করেন। ২০১২ সালে সিলেকশন কমিটিকে পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ইসলামিক ফাউন্ডেশনে যে ৩৭ জন সহকারী পরিচালককে নিয়োগ দেয়া হয়েছিল, সুজন চৌধুরী তাদের একজন। প্রশ্নবিদ্ধ সেই নিয়োগ নিয়ে এখনও আদালতে মামলা চলমান রয়েছে।
বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত মাওলানা লুৎফর রহমান আজ শনিবার ইনকিলাবকে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরও ইসলামিক ফাউন্ডেশনে চিহ্নিত আওয়ামী ঘরনার ব্যক্তিদের এখনও বহাল তবিয়তে টিকে থাকার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। মাওলানা লুৎফর রহমান বলেন, ইসলামিক ফাউন্ডেশন ৯০ % মুসলমানের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠান। এই দেশের ধর্মপ্রাণ মানুষ এই প্রতিষ্ঠানকে নিজেদের প্রাণের থেকেও ভালোবাসে। ইফার সাবেক ডিজি মরহুম সামীম আফজাল ধর্মের নামে এই প্রতিষ্ঠানে বেদয়াতী সংস্কৃতি চালু করেছেন। অন্যদিকে রাজনৈতিক ও আত্মীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি দিয়ে পুরো প্রতিষ্ঠানকে একটি অনৈসলামিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি অনতিবিলম্বে ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অব্যহতি এবং অপসারণের জোর দাবি জানান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের একজন নিয়মিত মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুরো ইসলামিক ফাউন্ডেশনকে মরহুম সামীম আফজাল ও র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মিলে ব্রা²ণবাড়িয়া ফাউন্ডেশনে পরিণত করেছেন। তিনি বলেন, “অনতিবিলম্বে বায়তুল মোকাররম পুরুষ ও মহিলা মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে কর্মরত সাবেক ডিজি সামীম আফজালের আত্মীয়-স্বজন এবং চিহ্নিত আওয়ামী লীগ কর্মকর্তাদেরকে বায়তুল মোকাররম ও প্রধান কার্যালয় থেকে বদলী করার জোর দাবী জানাচ্ছি।” অন্যথায় এদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে এসকল কুলাঙ্গার কর্মকর্তাদেরকে বায়তুল মোকাররম থেকে বিতাড়িত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি