আপাও নাই ভোগান্তিও নাই', স্বস্তির ঈদ যাত্রায় খুশি নেটিজেনরা
২৯ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রথম ঈদে ভোগান্তি ছাড়াই এবার রাজধানী ছাড়ছে মানুষ। রেলস্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে।শুরু হয়েছে টানা ৯ দিনের সরকারি ছুটি। দীর্ঘ বছর পর স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা।
কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, বাস, ট্রেন ও লঞ্চ সব স্থানেই যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে গন্তব্যে যাচ্ছে ফলে ঈদে ট্রেনে ভ্রমণে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। এবার বাড়তি ভাড়ার অভিযোগও কম পাওয়া গেছে। এছাড়া নৌপথেও সরকার নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা ভ্রমণ করতে পারছেন।
ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মহাসড়কে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে ছেড়েছে সব বাস।
অন্যান্য বারের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তি ও আরামদায়ক বলেও জানান যাত্রীরা। ঈদে বাড়ি যেতে পেরে উচ্ছ্বসিত শিশু-কিশোররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ভারতের সেবাদাসী হাসিনাও নাই, ভোগান্তিও নাই।
ফেসবুকে নির্ঝর রায় চৌধুরী লিখেছেন, আপনি মানেন আর না মানেন গত ১৫/১৬ বছরের মধ্যে এবারের ঈদ যাত্রা সবচেয়ে স্বস্তির,যানজট মুক্ত।বাস,লঞ্চ,ট্রেন, বিমান কোন জায়গায় কোন কোন ঝামেলা নেই,কোন ধরনের কোন সমস্যা হচ্ছে না। নেই কোন চাদাবাজি। আগে তো রাস্তায় গাড়ি থামিয়ে, বিভিন্ন গাড়ি থেকে পুলিশ সহ কিছু দলের নেতা টাকা উঠাতো মানে চাদাবাজি করতো,এবার সেটাও বন্ধ। যারা যারা বাড়ি যাচ্ছে তাদের মুখেরই কথা। এতো স্বস্তির আরামদায়ক ঈদ যাত্রা আগে কেউ দেখে নি। সবার ঈদ যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
সাজ্জাদ লিখেছেন, আমার জন্মের পর থেকে এমন স্বস্তির ঈদ বাজার আর ঈদ যাত্রা দেখি নাই। আমার সাথে যাদের দ্বিমত আছে জানাতে পারেন...গত ১০-১৫ বছরে এবারই প্রথম মানুষ এত স্বস্তির ঈদ যাত্রা করতে পারছে, দু এক জায়গা ছাড়া কোথাও কোনো জ্যাম নেই। আপাও নেই, সিন্ডিকেটও নেই।
কাউসার পলাশ লিখেছেন, পুরাপুরি স্বস্তি না হলেও আগের বিগত সব সরকারের তুলনায় বর্তমানে যথেষ্ট স্বাধীন এবং বাজার তুলনামূলক অনেকটা নিয়ন্ত্রণে। তবে যারা সরকারের অবদানকে অস্বীকার করবে এরা আসলে চোখ থাকতেও এক প্রকার অন্ধ। এদের স্বার্থ হাসিল বন্ধ হয়ে যাওয়াতে এরা এখন বর্তমান সরকারের যে কোন কাজ থেকে ভুল বের করার চেষ্টা করবে। এরা মূলত স্বার্থবাদিতার পক্ষে। এরা কখনোই দেশকে ভালোবাসে না৷ এরা ভালোবাসে কেবলমাত্র নিজেকে।
গোলাম রাব্বানী লিখেছেন, ভারত মুক্ত হয়ে পেঁয়াজের দাম ২০০ টাকা থেকে নেমে এখন ৩০ টাকা কেজি। আওয়ামী দুঃশাসনের সময় এক পিস ডিম ছিল ১৫ টাকা, কখনো ভাবিনি ৮ টাকায় একটা ডিম কেনা যাবে ফের। ২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্ক কোটামুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ, বললেন চীনের উপ প্রধানমন্ত্রী।
ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি ৯.৩২ শতাংশের নিচে নেমে এসেছে । যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন, আশা করছি জুন মাসের মধ্যে তা ৮ শতাংশের নিচে নেমে আসবে।ভারত আর আওয়ামী মুক্ত হয়েছে দেশ, বিশ্বের ৫০ টি দেশের ২৫০০ এরও বেশি বিনিয়োগকারী বাংলাদেশে আসছে ।দেশে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। ঈদে নিত্য পণ্যের বাজারে নেই দেড় দশকের অস্থিরতা।স্টেশনে নেই যাত্রীর ভীড়।সব ট্রেন ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে।রাতেও নেই যানবাহনের চাপ। উত্তরবঙ্গ মহাসড়কে এবার স্বস্তির ঈদ যাত্রা।
আল্লাহ এ রত্নটাকে তুমি নিরাপদে রাখো। এ রত্নটার হাতে দেশ আরো অনেক বছর এগিয়ে যাক। আল্লাহ আপনি সহায় হোন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মির্জাপুরে মসজিদের ইমামের রাজকীয় বিদায়

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে যা ছিলো

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব মানছে না রাশিয়া

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

পাক-বাংলা সম্পর্ক এবং রুনা লায়লাকে নিয়ে কি বললেন শাহবাজ শরিফ!

রাজশাহীতে ঈদ জামাতে ভেদাভেদ ভুলে সম্প্রীতির জন্য দোয়া

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিং কংগ্রেসে বিল উত্থাপন

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

যে কারণে ৭১’র জন্ম হয়, ঠিক একই কারণেই জন্ম হয় ২৪’র গণঅভ্যুত্থানের : ব্যারিস্টার ফুয়াদ

নাটোরে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ

গাজায় পর্যাপ্ত খাদ্যের ইসরায়েলি দাবি ‘হাস্যকর’: জাতিসংঘের সমালোচনা

আট মাস পর হাসান মাহমুদকে দেখা গেল লন্ডনে

ঈদ অনুষ্ঠানে ধর্ম নিয়ে মমতা ব্যানার্জীর মন্তব্যকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ জন

কবে মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?

ধানের শীষে ভোট দেয়ায় নারীকে ধর্ষণ, বিচার চেয়েও পায়নি

ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান