চট্টগ্রামে কাটেনি ঈদের আমেজ, জমজমাট পর্যটন বিনোদন কেন্দ্র

সৈকতে পর্যটকের ঢল

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৪ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম

পবিত্র ঈদুল ফিতর শেষ হলেও কাটেনি ঈদের আমেজ। লম্বা ছুটিতে মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন লাখো মানুষ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে এ অঞ্চলের সব পর্যটন ও বিনোদন কেন্দ্রে এখন উপচেপড়া ভিড়। প্রতিদিন লাখো পর্যটকের সমাগম ঘটছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে পা ফেলার জো নেই। আদিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের পাশে সাগরের কোল ঘেষে গড়ে ওঠা আউটার রিং রোডেও মানুষের ভিড়। আনোয়ারার পারকি সৈকত, কাট্টলী সৈকত এবং সীতাকুÐের গুলিয়াখালীতেও উপচেপড়া ভিড় পর্যটকের। অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেক, ইকোপার্ক, প্রাকৃতিক ঝরণা থেকে শুরু করে পার্ক, খোলা ময়দান সর্বত্রই এখন বিনোদনপিয়াসী মানুষের ভিড়, জটলা। ঈদ উৎসবে মাতোয়ারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।
ঈদের ছুটি শেষে আজ এবং আগামীকাল দুই দিনের সরকারি ছুটি। সব মিলিয়ে টানা নয় দিনের লম্বা ছুটিতে মানুষ পরিবার-পরিজনের সদস্যদের নিয়ে ছুটছেন বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে। এর ফলে জমজমাট হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। নগরীর পতেঙ্গ সৈকতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন এ সৈকতে এখন সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে। ঈদের দিন থেকে সেখানে প্রতিদিন লাখো মানুষের ভিড় জমছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজনের সদস্যদের নিয়ে মানুষ সময় কাটাতে ছুটছে সেখানে। গতকাল বৃহস্পতিবারও সকাল থেকে ছিল পর্যটকের ভিড়। পানিতে নেমে দাফাদাফি কিংবা স্পিডবোটে ভ্রমণ দলবেঁধে পানিতে নেমে ঢেউয়ের সাথে নাচানাচি সৈকতে অন্যরকম উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। কেউ গোসল করছেন আবার কেউ পানিতে পা ডুবিয়ে বসে আছেন। কেউ আবার ঘোড়ায় চড়ছেন তুলছেন ছবি। এ যেন অন্যরকম এক উৎসব। সৈকতে পর্যটকের ভিড় গভীর রাত পর্যন্ত লেগে থাকছে।
সৈকতকে ঘিরে গড়ে ওঠা আউটার রিং রোডের পতেঙ্গা থেকে কাট্টলী পর্যন্ত হাজারও মানুষ ঘুরে বেড়াচ্ছেন। সাগরের উত্তাল ঢেউ, দূরের নীল জলরাশির সাথে দেশি-বিদেশি জাহাজের দোল খাওয়া অন্যরকম এক দৃশ্য সেখানে। সন্ধ্যা নামতেই জাহাজের বর্ণিল আলোকছটায় মায়াবী এক পরিবেশের সৃষ্টি হচ্ছে সৈকত জুড়ে। সৈকতের পাশে নেভাল সী-বিচ, কাট্টলী সৈকত এবং নৌবাহিনীর বোট ক্লাব এলাকায়ও হাজারও পর্যটকের ভিড়। সীতাকুÐের ইকোপার্ক এবং গুলিয়াখালী সৈকতে অগণিত পর্যটকের সমাগম ঘটছে প্রতিদিন। মীরসরাইয়ের পাহাড়ি ছড়া, ঝর্ণা ও লেকে ভিড় লেগেই আছে। বাঁশখালীর গন্ডামারা সৈকত, ইকোপার্কে মানুষের ভিড়। রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালীসহ জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে এখন তিলধারণের ঠাঁই নেই।
মহানগরী এবং জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের অন্যান্য এলাকা থেকেও পর্যটকেরা আসছেন এসব বিনোদন স্পটে। মহানগরীর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ঈদের দিন থেকেই পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিনোদন এলাকার কর্মীরা। জিয়া স্মৃতি জাদুঘর, কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স, নেভাল মিউজিয়াম, আমবাগানের শহীদ স্মৃতি পার্ক, আগ্রাবাদের জাম্বুরি পার্ক, ডিসি হিল, সিআরবির শিরীষতলা, কর্ণফুলী সেতু, বাকলিয়া আউটার রিং রোড, ফিরিঙ্গি বাজারের নেভাল-টু সৈকত, বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের দৃষ্টিনন্দন পাহাড়ি এলাকাতেও অগণিত মানুষের ভিড়। দুপুরের পর থেকেই এসব এলাকায় লোকজন আসতে শুরু করে। উন্মুক্ত আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর আনন্দই যেন আলাদা।
নগরীর জিলাপী পাহাড়, টাইগারপাসের বাটালি হিলসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড় লেগে আছে। বাগানবাড়ি রেস্টহাউস, গেস্টহাউস থেকে শুরু করে বেসরকারি রিসোর্টগুলোতেও পর্যটকের ভিড়। এসব রিসোর্টে রাতে দিনে চলছে হরেক অনুষ্ঠান। উৎসবের আবহ চারিদিকে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রায় দেড় দশক পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও অতীতের যেকোন সময়ের তুলনায় ভালো। আবহাওয়াও ঘুরে বেড়ানোর মতো অনুক‚লে। সব মিলিয়ে প্রাণের উচ্ছ¡াসে মেতে উঠেছে সাধারণ মানুষ।
পারকি সৈকতে পর্যটকদের ভিড় : ঈদের টানা ছুটিতে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় এখানকার হোটেল, বিনোদন পার্ক ও রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে। হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য। সংবাদদাতা জানান, সৈকত ঘুরে দেখা গেছে, সৈকতের লুসাই পার্কসহ পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের উল্লাসে মুখরিত রয়েছে দর্শনীয় স্থানগুলো। আনোয়ারা উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বাইক, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কারসহ নানা যানবাহনে করে আসছেন দর্শনার্থীরা। অনেকে মাইক, সাউন্ডবক্স নিয়ে ট্রাকে করে নেচে গেয়ে আসতে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউবা বন্ধুদের সঙ্গে। কেউ বাইক নিয়ে ছুটছেন, কেউ ঘোড়া দৌড়াচ্ছেন, কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছেন ঘুরে ঘুরে। অনেকে বন্ধুদের নিয়ে মেতেছেন ফুটবল খেলায়।
পতেঙ্গা থেকে আসা জাবেদুল ইসলাম বলেন, ঘুরতে এসেছি এখানে এসে অনেক ভালো লাগছে। কিন্তু সৈকত এলাকা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে হয়তো অনেকটা ভালো দেখা যেত। হালিশহর থেকে আসা মিম আকতার বলেন, ঈদ উপলক্ষে অফিসে লম্বা ছুটি পেয়েছি তাই পরিবার নিয়ে পারকি সমুদ্র সৈকত ও ফুলতলি সৈকত ঘুরতে চলে এলাম। অনেক ভালো লাগলো, যদিও সন্ধ্যা হলে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যার পর সৈকতে আলো না থাকায় এলাকা অন্ধকার হয়ে যায়। আলোর ব্যবস্থা থাকলে পুরোটাই কক্সবাজারের মতো লাগতো। যদিও এটা আমরা দ্বিতীয় কক্সবাজার হিসেবে ধারণা করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ইনকিলাবকে বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি এবং পরেও কাজ করে যাব।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি
পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি
আরও
X

আরও পড়ুন

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস :  মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস :  মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল আসছে

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

গাজার পক্ষে ড. ইউনূসের বিবৃতি

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

নিরাশা নয়, আল্লাহর রহমতের প্রত্যাশা মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন-১

বিক্ষোভে উত্তাল সারাদেশ

বিক্ষোভে উত্তাল সারাদেশ

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

টঙ্গীতে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা