ব্রিকস সম্প্রসারণ দেখায় বিশ্ব বহুমুখী হয়ে উঠছে
ব্রিকস গ্রুপে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) নতুন সদস্যদের যোগ দেয়া গ্রুপের জন্য একটি সুস্পষ্ট সাফল্য ছিল এবং এটি একটি নতুন, বহুমুখী বিশ্বে উত্তরণের সূচনা করে, রাশিয়ায় নিযুক্ত সাবেক ফরাসী রাষ্ট্রদূত (২০১৭-২০১৯) সিলভি বার্মান দৈনিক পত্রিকা লে ফিগারোর ওয়েবসাইটে লে ক্লাব প্রোগ্রামের একটি সম্প্রচারে বলেন।
‘(ব্রিকসে) নতুন দেশগুলির যোগদান ব্লকের সাফল্য দেখায়। আগে এরকম কোন কিছুর অস্তিত্ব ছিল না। তাদের...