ব্রিটিশবিরোধী প্রথম বিপ্লবী সেনানী হাবিলদার রজব আলী খাঁ দিবস আজ
ব্রিটিশ বেনিয়ার শাসন-শোষণ-নিপীড়ন বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামী অবিস্মরণীয় মহানায়ক ও মহাবিপ্লবী সৈনিক হাবিলদার রজব খাঁ দিবস আজ সোমবার। ১৮৫৭ সালের ১৮ নভেম্বর এই দিনে বিদ্রোহী ব্রিটিশ সেনানী হাবিলদার রজব আলীর অস্ত্র গর্জে ওঠে। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের সময় ব্রিটিশ রেজিমেন্টের ২য়, ৩য় ও ৪র্থ কোম্পানিগুলো চট্টগ্রামে মোতায়েন ছিল। ১৮ নভেম্বর রাতে এই তিনটি কোম্পানি একযোগে বিদ্রোহী হয়ে উঠে। হাবিলদার রজব...