চট্টগ্রামে জামায়াতের মিছিল পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২১
২৮ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
পুলিশের অনুমতি না পেলেও গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বাদ জুমা নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডে মিছিল শেষে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুর ও এক পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। তবে নগর জামায়াতের নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ জানিয়েছেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভাঙচুরের সাথে জামায়াত জড়িত নয়, যাদের আটক করা হয়েছে তারাও জামায়াত শিবিরের নেতাকর্মী নয়। পুলিশ জানিয়েছে, হামলায় নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. জসিম উদ্দিন বলেন, সহকারী পুলিশ কমিশনারের মাথায় আঘাত পেয়েছেন। সাতটি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন আটককৃতরা সাধারণ মুসল্লি। জামায়াতে ইসলামী মিছিল করে এলাকা থেকে সরে যাওয়ার পর পুলিশ মসজিদের সামনে থেকে তাদের আটক করে। এসময় ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন মুসল্লিকে ধরে জামায়াত শিবির কর্মী দাবি করে পুলিশে দেয়।
এদিকে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মী এবং আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী, প্রিন্সিপাল মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর আগ্রাবাদের বাদামতল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলত্তোর সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মুহাম্মদ নুরুল আমিন বলেন, আমরা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আমরা রাজপথে আছি এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ, আমরা ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবো। গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতি না দিয়ে আমাদের অধিকার খর্ব করেছে প্রশাসন। আমরা এটির তীব্র নিন্দা জানাই।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্রান্সে গণধর্ষণ মামলা ঘিরে দেশজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে হয়রানি, অভিযুক্তকে প্রত্যাহার
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
ক্রাউন প্রিন্স শেখ হামদান দুবাই রান ২০২৪-উৎসবে দৌড়বিদদের নেতৃত্ব দিলেন
বেনাপোল বন্দরের সাথে সকল রুটের পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে: পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ চরমে
সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু
"অভিনেত্রী মন্দিরার সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী যুক্তরাষ্ট্রে"
পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা
স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল-পীর ছাহেব চরমোনাই
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্র
জবির বোটানি বিভাগ অ্যালামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত
আরএফকে জুনিয়র কি আমেরিকার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে পারবেন?
জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুঃখ প্রকাশ
বর্তমান সরকার পূর্নবাসনসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন- আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা
ফরিদগঞ্জে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা
সউদীতে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ
পাকিস্তানে রাতভর শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ৩২
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট