বন্দরের অন্ধকার কেটে যাবে, দ্রুত আলো ফিরবে- এইচ এম শফিকুজ্জামান
১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
টেকনাফ স্থলবন্দরের অন্ধকার কেটে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর অনেকটা অচল এখন। তবে বন্দরের অন্ধকার কেটে যাবে, খুব দ্রুত আলো ফিরবে। কারন দু'দেশে পণ্যে চাহিদা থাকায় ফের পুরোদমে সীমান্ত বাণিজ্যে পূণরায় সচল হবে
সরকার সে বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
১১ ডিসেম্বর (শনিবার) টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান। এসময় তিনি স্থলবন্দরের সাথে শ্রম আইন অধিকারের বিষয়ে শ্রমিকদের সাথেও বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, বন্দরের মহাব্যবস্থপক জসিম উদ্দিন, ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, আমদানি কারক এনামুল হাসান ও শ্রমিক নেতা আলী আজগর মাঝি প্রমুখ।
শ্রমিকদের উদ্দেশে সচিব এইচ এম শফিকুজ্জামান বলেন, 'এখানে অনেক সমস্যা রয়েছে। তার মধ্য পরিবহন খাত অন্যতম। এখন পথে পথে চাঁদাবাজি, স্থানীয়ভাবে চাঁদাবাজি হচ্ছে, সেগুলো বন্ধের সময়। তাই সবাইকে একসাথে কথা বলতে হবে। কেননা সরকার পতনের আগে এক সরকার ছিল। এখন নতুন এক বাংলাদেশের, অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। আমরা চাই সকল বৈষম্য দূর হোক। এ কারণে আমি এখানে এসেছি।'
এই স্থলবন্দরে যাতে শ্রম আইন লঙ্ঘন না হয় সেদিকে সবাই সর্তক থাকতে হবে উল্লেখ করে সচিব এইচ এম শফিকুজ্জামান বলেন, 'শ্রমিকরা যাতে তাদের নায্য অধিকার পায় সেটি নিশ্চত করতে হবে। বিশেষ করে এখানে (স্থলবন্দরে) কাজ করতে গিয়ে অনেক সময় হতাহতের শিকার হন শ্রমিকরা। আমরা তাদের (শ্রমিকদের) সহতায় করতে চাই। সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। সেগুলো ফলো করতে হবে। তবে বন্দরে বাংলাদেশি শ্রমিকদের প্রথম অগ্রাধিকার দিতে হবে। এদের সবার একটা ডাটাবেজও করতে চাই।'
তিনি বলেন, 'সীমান্ত বাণিজ্যে বন্ধ রাখা উচিত না। প্রথম দরকার ওপারের শান্তি, সেটি হলে সীমান্ত বাণিজ্যে আগের রুপে ফিরবে। মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী, বিকল্প বাণিজ্যের দ্বার উন্মেচন হওয়া দরকারতিনি বলেন, 'সীমান্ত বাণিজ্যে বন্ধ রাখা উচিত না। প্রথম দরকার ওপারের শান্তি, সেটি হলে সীমান্ত বাণিজ্যে আগের রুপে ফিরবে। মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী, বিকল্প বাণিজ্যের দ্বার উন্মেচন হওয়া দরকার বলে আমি মনে করি।'
শ্রমিক নেতা আলী আজগর মাঝি বলেন, 'স্থলবন্দরে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে স্বাস্থ্যাসেবাসহ দূঘর্টনার শিকার শ্রমিকরা সহায়তা না পাওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি শ্রম অধিকার আইন লঙ্ঘন না হয় মত সেদিকে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।'
টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক এনামুল হাসান বলেন, 'রাখাইন সংঘাতে মংডু টাউনশিপে আরাকান আর্মির দখলের পর টেকনাফ বন্দরে পণ্যবাহী ট্রলার আসা বন্ধ রয়েছে। মূলত সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে তাদের প্রতিবন্ধকতার কারণে মিয়ানমার থেকে ট্রলার আসতে পারছে না। এতে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের উচিত দ্রুত এটি সমাধান করা।'
স্থল বন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, 'মিয়ানমারে সংঘাতের জেরে মাসখানেক ধরে পণ্যবাহী ট্রলার আসা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বন্দর পরিদর্শন করেছেন।এসময় শ্রম অধিকারসহ শ্রমিকদের বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। খুব দ্রুত সীমান্ত বাণিজ্যে আগের মতো সচল হবে বলে আশ্বাস দিয়েছে।'
উল্লেখ্য, মিয়ারমারের সংঘাতে মংডু টাউনশিপ আরাকান আর্মি দখলের পর থেকে গত ৮ ডিসেম্বরের পর থেকে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে কোন ধরণের আমদানী রপ্তানী হচ্ছেনা।এদিকে মিয়ানমারের আরাকান অঞ্চল আরাকান আর্মীর দখলে চলে যাওয়ার পর থেকে সীমান্তে চোরাচালান বেড়ে গেছে। সীমান্ত বাণিজ্য সচল হলে এচোরাচালান বন্ধ হবে বলে মনে করেন সচেতন মহল।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক