ঢাকা   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবার শেষ রক্ষা হবে তো জেনারেল ইব্রাহীমের?

Daily Inqilab কক্সবাজার ব্যুরো/পেকুয়া সংবাদদাতা

২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

এবার শেষ রক্ষা হবে তো জেনারেল ইব্রাহীমের? এমন প্রশ্ন চকরিয়া-পেকুয়ার নির্বানী এলাকাসহ সর্বত্র। আগামী ৭ জানুয়ারীর বিরোধীদলের ভাষায় প্রহসনের নির্বাচনে প্রার্থী হয়েছেন কল্যাণ পার্টির এক অংশের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তিনি ১২ দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে ছিলেন দীর্গদিন। তখন তিনি বলেছিলেন, যারাই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। কিন্তু এই বক্তব্য দেয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে বেঈমানীর পরিচয় দিলেন তিনি।

দেশের নির্বাচনী রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। ২০০৮ সালের নির্বাচনে ঢাকা-১৭ আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ২০১৮ সালে নিজ এলাকা চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সুবিধা করতে পারেন নি তিনি। এবারও তিনি এ দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এ দুটি আসনে জাপা এবং আওয়ামী লীগের দুজন হেভিওয়েট প্রার্থী থাকায় কাজ হয়নি। তবে এবার চকরিয়া-পেকুয়া আসনে তাঁর শেষ রক্ষা হবে তো? এমন প্রশ্ন এখন সর্বত্র।

তাই সরকারের ইশারায় তিনি কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই এলাকা তার দলের মহাসচিবের বাড়ি। তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছেন তিনি। তবে চকরিয়া পেকুয়া আসনে 'ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সরদারের' মত তিনি। নেতা-কর্মী দূরে থাক দলের কোন পরিচিতিও নেই এখানে।

অপর দিকে স্বতন্ত্র প্রার্থী এমপি জাফর আলম তৃনমূল থেকে উঠে আসা উপজেলা,পৌরসভা চেয়ারম্যান থেকে তিনি এমপি। বলতে গেলে মাঠ তারই দখলে। এ পরিস্থিতিতে জেনারেল ইব্রাহীম কে উদ্ধারে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে সরকার।

জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাফর আলমকে মনোনয়ন দেয়নি আ’লীগ। মনোনয়ন দিয়েছিল ঋণখেলাপি সালাহ উদ্দিন আহমদ সিআইপিকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আ’লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেনারেল ইব্রাহীম তাতেও আশঙ্কামুক্ত নয় বলে মনে করেন ভোটাররা। কারণ ওই আসনে তিনি বহিরাগত। গোটা পাঁচেক কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে মাঠে নেমেছে জেলা আ’লীগ। কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে জেনারেল ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ।

গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে এই সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সৈয়দ ইব্রাহিম তথা হাতঘড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব ।

জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই। তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের ভোট পাবেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেয়া হচ্ছে বলে অভিযেগ করেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে রয়েছে এন্তার দূর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ। অন্যায়ভাবে ভূমি দখল, চিংড়ি ঘের দখল, সন্ত্রাসী বাহিনী লালন ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাফর আলম।

জানাগেছে, ইতোমধ্যে প্রশাসন দীর্ঘদিনের অধরা সন্ত্রাসী বহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সন্ত্রাসী অস্ত্রবাজ ও গরু চোর সিন্ডিকেটের কিছু কিছু ধরা পড়তে শুরু করেছে।


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?

জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা

'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা

দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান

দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান

বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল

বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল

অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি

অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি

নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু

নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই

মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই

দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ

দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ

যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি

যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি

সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ

সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ

করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?

করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?

বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ

যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়

যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়

‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ

‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ