রূপগঞ্জে মন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন
৩০ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ এএম
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় এ ঘটনা ঘটে।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের দাবি, শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তাঁর অনুসারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দলবলসহ ক্যাম্পে হামলা চালিয়ে আগুন দেন।
ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শোনে তাঁরা ঘর থেকে দৌড়ে বের হয়ে আসেন। পরে দেখেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় তাঁরা ক্যাম্পের ভেতরে আগুন দেখতে পান। পরে নৌকার সমর্থকেরা গিয়ে আগুন নেভান।
স্থানীয় আওয়ামী লীগ ও বাসিন্দাদের সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন এবারের নির্বাচনে রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার হয়ে প্রচার চালাচ্ছেন। গতকাল শাহজাহান ভূঁইয়ার সঙ্গে কায়েতপাড়ার চনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে রাতে নাওরা এলাকায় আসেন। গণসংযোগের সময় এলাকার লোকজন দোকানপাট বন্ধ করে চলে যান। এ কারণে ক্ষুব্ধ হয়ে মোশাররফ দলবল নিয়ে এসে ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্পে রাখা নৌকার পোস্টারে আগুন ধরিয়ে দেন।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। ‘মোশা বাহিনী’ নামে রূপগঞ্জে তাঁর একটি সক্রিয় বাহিনী রয়েছে। কয়েক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে মোশাররফ আলোচনায় আসেন। পরে তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি জামিনে বের হয়েছেন।
তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নন বলে জানিয়ে মোশাররফ হোসেন বলেছেন, তাঁকে এলাকাছাড়া করতে আওয়ামী লীগের লোকজনই ক্যাম্পে আগুন দিয়েছেন। তাঁরা আরিফ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে মারধর করেছেন বলেও মোশাররফ হোসেনের দাবি।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ