বরিশালে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া ৩টি আসনের ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, ১৫টি আসনের জাপা প্রার্থীরাও নীরব
৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:০০ পিএম
দক্ষিণাঞ্চলের ২১টি আসনের ভোটের মাঠে যে ১৮টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় ফার্টি তার দুটি আসন ছাড়া প্রায় কোথাওই প্রার্থীদের তেমন কোন তৎপড়তা নেই। এমনকি সমঝোতার ভিত্তিতে যে ৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বসিয়ে জাতীয় পার্টির জন্য নিশ্চিত ছাড় দেয়অ হয়েছে, তারমধ্যে পিরোজপুর-৩ আসনটিতে দলীয় প্রার্থীর প্রচারানায়ও ঢিলেঢালা ও দায়সাড়া ভাব। এমনকি দলীয় প্রার্থীদের বসিয়ে এসব আসন মহাজোটের একসময়ের শরিক জাপাকে ছেড়ে দেয়া হলেও এলাকায় ভোটের মাঠে নেই আওয়ামী লীগও। এবার আওয়ামী লীগ মহাজোট শরিক ও তার বাইরে জাতীয় পার্টিকে যে ৩২টি আসনে ছাড় দিয়েছে তার ৬টিই বরিশাল বিভাগে।
এমনকি পিরোজপুর-২ আসনটি জেপির আনোয়ার হোসেন মঞ্জুর জন্য ছেড়ে দেয়ার পরেও সেখানে তার জন্য কঠিন পরিস্থিতি তৈরী করছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। অপরদিকে বিভাগীয় সদর বরিশাল-৫ আসনের জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সড়ে দাড়াবার ঘোষনা দিতে পারেন বলেও আভাষ পাওয়া গেছে। গত ১২ জুন বরিশাল সিটি মেয়র পদে ব্যাপক আলোচনায় থেকে ভোটের মাঠে থাকলেও মাত্র সাড়ে ৬ হাজার ভোট পেয়ে জামানত হারাতে হয়েছিল তাকে। এমনকি এক অখ্যঅত স্বতন্ত্র প্রার্থীরে চেয়েও এক হ্জার ভোট কম পেয়েেিলণ জাপার ঐ প্রার্থী। ভোটের গরমেও বরিশাল সদর আসনে জাপার এ প্রার্থী এলাকায় নেই।
তবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সমঝোতায় আওয়ামী লীগ থেকে বরিশাল-৩ আসনে নৌকা প্রতিক নিয়ে যে নির্বাচন করছেন, সেখানে তিনি মূল দলের নেতা-কর্মীদের অনেকটাই কাছে টানতে সমর্থ হয়েছেন। বানরীপাড়া ও উজিরপুরের বেশীরভাগ নেতা-কর্মীগন দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তার সাথে ভোটের মাঠে আছেন।
আগামী ৭ জানুয়ারীর প্রধান বিরোধী দলহীন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পাটির্ বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে প্রতিদন্ধীতা করছে। এরমধ্যে বরিশাল-৩, পটুয়াখালী-২ ও পিরোজপুর-৩ আসন তিনটি দলীয় প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগের তরফ থেকে জাতীয় পার্টিকে নির্ভার করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধিন মহাজোট।
অপরদিকে পিরোজপুর-২ আসনে জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের নৌকা প্রতিকে নির্বাচন করলেও ভোলা-২ আসনে একই দলের মোঃ গজনবী নির্বাচনে প্রতিদন্ধীতা করছেন দলীয় বাইসাইকেল প্রতিকে। কিন্তু দল মঞ্জুকে আসনটি ছেড়ে দিলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ঈগল নিয়ে ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদের আকাশে হানা দিচ্ছেন। সাম্প্রতিক কালে আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা এক সময়ে আনোয়ার হোসেন মঞ্জুরই ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।
তবে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের ছেড়ে দেয়া বরিশাল-৩, পটুয়াখালী-১ ও পিরোজপুর-৩ আসনের বাইরে অন্য ১৫টির মধ্যে বরিশাল-৬ ছাড়া অন্যগুলোর বেশীরভাগেই জাতীয় পার্টি মাঠে নেই। এমনকি পিরোজপুর-৩ আসনেও জাপা প্রার্থীর প্রচরনায় এখনো অনেকটাই দায়সাড়া ভাব লক্ষণীয়। এমনকি দলীয় প্রাার্থীদের বসিয়ে দেয়া প্রায়সব আসনগুলোতেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বাচনের মাঠে সম্পৃক্ত করতে পারেননি জাপা’র প্রার্থীগন।
বিগত ৩টি নির্বাচনে আওয়ামী লীগের সাথে অলিখিত সমঝোতায় যে বরিশাল-৬ আসনটি লাভ করেছিল জাতীয় পার্টি, সেখানে এবার কঠোর প্রতিকুলতার সম্মুখিন দলীয় প্রার্থী রত্মা আমীন। আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মোঃ হাফিজ মল্লিক ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় যথেষ্ঠ ইতিবাচক পরিস্থিতি তৈরী করেছেন। আগের ৩টি নির্বাচনে হাফিজ মল্লিক মনোনয়ন লাভের ইতিবাচক ধারায় থেকেও শেষ মুহূর্তে তাকে নিরাশ হতে হয়েছিল জাপা প্রার্থীর কারণে। যা নিয়ে দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষোভকে কাজে লাগাতে সক্ষম হচ্ছেন হাফিজ মল্লিক। আওয়ামী লীগের সমর্থনের বাইরেই এবার বরিশাল-৬ আসনে জাপা প্রার্থী যথেষ্ঠ তৎপড় থাকলেও তার জন্য কঠিন পরিস্থিতি তৈরী হয়েছে এবার।
তবে এসব কিছুর বাইরে বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু ও পটুয়াখালী-১ আসনে রুহুল আমীন হাওলাদার প্রচারনায় রয়েছেন। বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়াকে কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হচ্ছে ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা ও ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের সাথে। এ আসনের সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক টিপু সুলতান ২০১৮-এর নির্বাচনে ৪র্থ অবস্থানে থাকলেও এবার তার অবস্থার পরিবর্তন হবে কিনা তা সময়ই বলতে পারবে বলে মনে করছেন নির্বাচনী পর্যবেক্ষকগন।
পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আফজাল হোসেনকে বসিয়ে জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদারকে সমর্থন দিলেও দলেল মাঠ পর্যায়েল তেমন কোন নেতা-কর্মীকে সম্পৃক্ত করতে পারেন নি জাপা প্রার্থী। অবশ্য তার কোন শক্ত প্রতিদন্দী না থাকায় তিনি অনেকটাই নির্ভার।
অপরদিকে পিরোজপুর-৩ আসনে জাপার প্রার্থীকে অনেকটা ঢিলেঢালা ভাবে ভোটের মাঠে দেখছেন নির্বাচনী পর্যবেক্ষকগন। ডা. রুস্তম আলী ফরাজী অজ্ঞাত কারণে এবার জাপার মনোনয়ন না পেয়ে ঐ আসনে স্বতন্ত্র প্রার্থী। ৮ বারের এমপি সাবেক জাপা ও বিএনপি’র এ নেতা ব্যক্তিগত ভাবেই এলাকায় যথেষ্ঠ জনপ্রিয়। তার পরিবর্তে জাতীয় পার্টি এবার পিরোজপুর-৩ আসনে মোঃ মাসরেকুল আজম রবি’কে মনোনয়ন দিলেও তিনি এলাকায় কতটা সুবিধা করতে পারবেন তা এখনো পরিস্কার নয়। এমনকি তার জন্য দলীয় প্রার্থীকে শেষ সময়ে বসিয়ে দিলেও এখানের প্রচার মাঠেও নেই আওয়ামী লীগর নেতা-কর্মীরা। পাশাপাশি তিনি নিজেও প্রয়োজন অনুযায়ী খুব তৎপড় নন বলেই মনে করছেন নির্বাচনী পর্যবেক্ষকগন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ