হালাল রিজিকের গুরুত্ব
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
হালাল রিজিকের সংজ্ঞা : হালাল অর্থ হলো বৈধ বা অনুমোদিত, আর রিজিক অর্থ জীবিকা বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ। হালাল রিজিক মানে এমন উপার্জন যা ইসলামিক বিধান অনুযায়ী বৈধ উপায়ে অর্জিত এবং যার মধ্যে হারাম বা অবৈধ কিছু নেই। এর অর্থ হচ্ছে এমন কোনো উপার্জন গ্রহণ করা যাবে না যা আল্লাহ এবং তার রাসূল (সা.) নিষিদ্ধ করেছেন।
হালাল রিজিকের গুরুত্ব : ইসলামে হালাল রিজিক বা বৈধ উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু তায়ালা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল এবং হারাম পার্থক্য করে দিয়েছেন। রিজিক তথা জীবনযাপনের উপকরণে হালাল এবং পবিত্র উপায় অবলম্বনের গুরুত্ব দিয়ে ইসলাম আমাদের শিখিয়েছে। হালাল রিজিক গ্রহণ এবং হারাম থেকে বিরত থাকা ইসলামের মৌলিক নীতির অন্তর্ভুক্ত।
১. আল্লাহর নির্দেশ পালন: কুরআন এবং হাদিসে বহুবার হালাল রিজিকের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তায়ালা নিজে আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন শুধু হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করতে।
কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জন থেকে এবং আমি যা তোমাদের জন্য পৃথিবী থেকে হালাল ও পবিত্র করেছি তা থেকে আহার করো” (সূরা আল-বাকারা, আয়াত ১৬৮) ।
২. ইবাদত কবুল হওয়ার শর্ত: হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হিসেবে গণ্য করা হয়। ইসলামে হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন না করলে ইবাদত কবুল হওয়ার সুযোগ কমে যায়।
রাসূল (সা.) বলেছেন, হালাল রিজিক খাও এবং তোমার দোয়া কবুল হবে। যদি কেউ হারাম উপার্জন করে তবে আল্লাহ তার দোয়া ও ইবাদত কবুল করেন না।
৩. আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাকওয়ার বিকাশ: ইসলামে হালাল রিজিক গ্রহণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ হয়। আল্লাহর ভয়ে নিজের উপার্জন বৈধ পন্থায় সীমাবদ্ধ রাখা তাকওয়ার পরিচায়ক, যা একজন মুসলিমের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।
তাকওয়া বা আল্লাহভীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, বিশেষ করে রিজিকের ক্ষেত্রে। হালাল রিজিক গ্রহণের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি এবং এর মাধ্যমে ঈমান আরও শক্তিশালী হয়।
৪. পারিবারিক ও সামাজিক জীবনে বরকত আনা: হালাল উপার্জনের কারণে পরিবারে বরকত হয় এবং আল্লাহ তায়ালা পরিবারে শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন। হালাল রিজিকের ফলে পরিবারের সদস্যরা ভালো কাজের প্রতি আগ্রহী হয় এবং তাদের মন ও মনের ভাব আল্লাহর পথে থাকে।
হারাম উপার্জন, বিপরীতে, সংসারে অশান্তি এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটায়। হালাল উপার্জন শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের জন্যও উপকারজনক।
৫. নৈতিক ও নৈতিকতার উন্নয়ন: ইসলামে হালাল রিজিক গ্রহণের গুরুত্ব হচ্ছে এটি আমাদের নৈতিকতা ও চরিত্র গঠনে সহায়ক হয়। একজন সৎ ব্যক্তি হালাল উপায়ে উপার্জন করে সমাজে মর্যাদা পায় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। সৎ উপার্জনের মাধ্যমে মানুষের মাঝে সৎ গুণাবলীর উন্নয়ন হয় এবং সমাজে সুনাম অর্জন করা যায়।
ইসলামে ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, সেবামূলক পেশা ইত্যাদি বৈধ উপায়ে উপার্জন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এতে একজন মুসলিমের নৈতিকতা দৃঢ় হয় এবং এর মাধ্যমে তাদের ব্যক্তি ও পেশাগত জীবনে শুদ্ধাচারিতা প্রতিষ্ঠিত হয়।
৬. হারাম রিজিকের প্রভাব থেকে মুক্তি: হারাম উপার্জনের কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায় এবং তারা সহজেই পাপের দিকে ঝুঁকে পড়ে। হারাম উপার্জন থেকে বিরত থাকার ফলে একজন মুসলিমের মন ও মনন বিশুদ্ধ থাকে এবং তার আত্মা আল্লাহর পথে স্থির থাকে। ইসলামে হারাম রিজিককে শয়তানের পথ বলা হয়েছে, যা একজন মুসলিমের জীবন ও ঈমানের জন্য ক্ষতিকর।
হারাম উপার্জন মানুষের অন্তরে দুঃশ্চিন্তা, অস্থিরতা এবং পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। এ কারণে ইসলামে হারাম উপার্জন থেকে দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৭. আখিরাতে পুরস্কার লাভের প্রতিশ্রুতি: ইসলামে বলা হয়েছে যে, যারা সৎপথে হালাল উপার্জন করে এবং আল্লাহর বিধান মেনে চলে, তাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে। তাদের জন্য আখিরাতে আল্লাহর কাছে মর্যাদা ও সম্মানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হালাল রিজিক উপার্জনের জন্য চেষ্টা করা একপ্রকার ইবাদত।” অতএব, হালাল রিজিক আখিরাতে সফলতা লাভের মাধ্যম এবং এর দ্বারা একজন মুসলিম আল্লাহর কাছ থেকে মাগফিরাত ও রহমত অর্জন করতে পারে। (চলবে)
লেখক: প্রভাষক, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন