ভারতের সভ্যতায় মুসলমানদের অবদান
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
শায়খ খাজা সাইয়েদ মুহম্মদ নিজাম উদ্দীন আওলিয়া (১২৩৮-১৩২৫) উপমহাদেশে চিশতিয়া তরিকার অন্যতম মহান সুফি সাধক। সুলতানুল মাশায়েখ ও মাহবুবে ইলাহি নামে তিনি পরিচিতি লাভ করেন। তাঁর সিলসিলা ফরিদ উদ্দীন গঞ্জেশকর (রহ.), কুতুব উদ্দীন বখতিয়ার কাকী (রহ.) হয়ে খাজা মইনুদ্দীন চিশতি (রহ.)-এর সাথে মিলিত হয়। নিজাম উদ্দীন আওলিয়া, তাঁর পূর্বসূরীদের ন্যায়, প্রেম বা ইশককে আল্লাহ প্রাপ্তির পন্থা হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, আল্লাহর প্রতি ভালোবাসা মানবতার প্রতি ভালোবাসার জন্ম দেয়। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানী দাবি করেন, দিল্লিবাসীর উপর তাঁর প্রভাব এমন ছিলো যে, পার্থিব ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। মানুষ আধ্যাত্মিকতা এবং ইবাদতের প্রতি মনোযোগী এবং দুনিয়াবী চিন্তা থেকে পৃথক হয়ে পড়ে।
তাঁর দৃষ্টিভঙ্গি ছিলো উদার। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সব মানুষকে তিনি ভালোবাসতেন এবং তাদের সেবা প্রদানকে পুণ্য কাজ মনে করতেন। জমি-জায়গা ও অতিরিক্ত ধন-সম্পদ সঞ্চয় করা তিনি পছন্দ করতেন না। একদা এক আমীর একনিষ্ঠ ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে ফলের বাগান, অনেক জায়গা-জমি ও অন্যান্য আসবাবপত্রের দলিল-দস্তাবিজ হযরত খাজা নিজাম উদ্দীন (রহ.)-এর খেদমতে পাঠিয়েছিলেন। হযরত খাজা (রহ.) তা কবুল করেননি, বরং মুচকি হেসে বললেন, ‘যদি আমি এটাকে কবুল করি তবে এরপর লোকে বলাবলি শুরু করবে যে, শায়খ বাগান ভ্রমণে গেছেন এবং নিজ জায়গা-জমি ও ক্ষেত-খামার দেখতে গেছেন। এসব কাজের সাথে আমার কী সম্পর্ক? আমাদের কোনো শায়খ ও বুযুর্গ কেউ জায়গা-জমি কবুল করেননি’ (ফাওয়ায়েদুল ফুয়াদ, পৃ. ৯৯)।
শায়েখ নিজাম উদ্দীন আওলিয়া (রহ.) উত্তর প্রদেশের (দিল্লীর পূর্বে) বদায়ুনে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে তার পিতা সাইয়েদ আবদুল্লাহ বিন আহমদ আল-হোসাইনী বদায়ুনীর মৃত্যুর পর তিনি তাঁর মা বিবি জুলায়খার সাথে দিল্লি চলে আসেন। তিনি সমসাময়িক আলিমদের কাছে তাফসির, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্য অধ্যয়ন করেন। মুঘল সম্রাট আকবরের উজির আবুল ফজল রচিত আইন-ই-আকবরি-তে খাজা নিজাম উদ্দীন (রহ.)-এর জীবনী উল্লেখ রয়েছে (অরহ-র-অশনধৎর, নু অনঁ’ষ-ঋধুষ রনহ গঁনধৎধশ. ঊহমষরংয ঃৎ. নু ঐবরহৎরপয ইষড়পযসধহহ ধহফ ঈড়ষড়হবষ ঐবহৎু ঝঁষষরাধহ ঔধৎৎবঃঃ, ১৮৭৩–১৯০৭. ঞযব অংরধঃরপ ঝড়পরবঃু ড়ভ ইবহমধষ, ঈধষপঁঃঃধ, ঠড়ষঁসব ওওও, ঝধরহঃং ড়ভ ওহফরধ. (অষিরুপ্স-র-ঐরহফ), ঢ়ধমব ৩৬৫.)। বিশ বছর বয়সে, নিজাম উদ্দীন আজোধানে (বর্তমানে পাকিস্তানের পাকপাত্তান শরীফ) যান এবং সুফি সাধক ফরিদ উদ্দীন গঞ্জেশকরের শিষ্যত্ব গ্রহণ করেন, যিনি বাবা ফরিদ নামে অধিক পরিচিত। বাবা ফরিদ বর্তমান থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাস অতিবাহিত করতে আজোধানে যেতেন। তৃতীয়বার আজোধান সফরে গেলে বাবা ফরিদ তাকে তার উত্তরসূরি বা খলিফা মনোনীত করেন। এর কিছুদিন পরে, যখন নিজাম উদ্দীন দিল্লিতে ফিরে আসেন, তিনি খবর পান যে, বাবা ফরিদ মৃত্যুবরণ করেছেন। দিল্লিতে নির্মিত তাঁর খানকা ছিলো আধ্যাত্মিক স্থান, যেখানে সর্বস্তরের মানুষের সেবা করা হয়। তিনি সেখানে ভক্তদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করতেন। খুব অল্পদিনের মধ্যেই খানকাটি গরিব-ধনীসহ সকল প্রকারের মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে পড়ে।
শায়খ নিজাম উদ্দীন আওলিয়ার খানাকায় প্রতিদিন হাজার হাজার মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বী পরিদর্শনে আসে। সেখানে আগতদের জন্য খোলা ছিল উন্মুক্ত লঙ্গরখানা। সুলতানুল মাশায়েখের দরবারে জনতার ঢল পূর্বযুগ থেকেই ছিলো। সাক্ষাতপ্রার্থীরা নগদ অর্থ, বস্ত্রখণ্ড ও বিভিন্ন হাদিয়া-তোহফা তাঁকে দিতেন, যা উপস্থিত জনগণের মাঝে তিনি বিতরণ করে দিতেন। প্রতি জুমাবার খানাকা ও ভাণ্ডারে মজুদ দ্রব্যসামগ্রী দরিদ্র জনগোষ্ঠীকে দান করা ছিলো তাঁর নিয়মিত আমল (সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৬-১৩০)। হজরত খাজা নাসির উদ্দীন চেরাগে দেহলী (রহ.) বলেন, বিজয় অভিযানের অবস্থা ও নমুনা এমন ছিলো যে, ধন-দৌলতের সমুদ্র দরজার সামনে ঢেউ খেলত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই নয়; বরং এশা পর্যন্ত লোকজনের আসার বিরতি থাকতো না। কিন্তু আনয়নকারীর চেয়ে গ্রহণকারীর সংখ্যা ছিলো অনেক বেশি (খাজা নাসির উদ্দীন চেরাগে দেহলী (রহ.)-এর মালফুজাত, সিরাজুল মাজালিস, [খায়রুল মাজালিসের অনুবাদ, পৃ.২০২]।
বিভাগ : বিশেষ প্রতিবেদন
মন্তব্য করুন
আরও পড়ুন
তাদের রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে: জামায়াতে সেক্রেটারি
উত্তরায় হাসপাতালে সন্ত্রাসী হামলাও লুটপাটের ঘটনায় থানায় মামলা
পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩২
আল্লাহকে পেতে হলে রাসুলের পথ অনুসরণ অপরিহার্য: মাওলানা রুহুল আমিন খান
ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার
ভোটের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে-লুৎফর রহমান আজাদ
গফরগাঁওয়ের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালামের ইন্তেকাল
আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে: তানভীর হুদা
ফিলিস্তিনিদের জন্য কোটি টাকার সহায়তা নিয়ে মিশরে পৌঁছেছে হাফেজ্জী চ্যারিটেবল
১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা- কেন্দ্রীয় সভাপতি
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশনসহ কঠোর কর্মসূচির হুশিয়ার হিন্দু ধর্মাবলম্বীদের
টানা তিন সেঞ্চুরিতে তিলাকের বিশ্ব রেকর্ড
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ