জহির উদ্দীন বাবর দিগ্বিজয়ের বাঘ-৯

Daily Inqilab মুসা আল হাফিজ

১৫ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১২:০৭ এএম

জহির উদ্দিন মুহম্মদ বাবরের সময় মুঘল সাম্রাজ্য পশ্চিমে কাবুল থেকে পূর্বে বিহার এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত বিস্তার লাভ করে। তিনি রাজত্ব করেন মাত্র চার বছর। বিশাল সাম্রাজ্যে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য খুবই অল্প সময় পেয়েছিলেন তিনি। বিজিত অঞ্চলে তাই চলমান শাসনব্যবস্থাকেই অব্যাহত রাখেন বাবর। তবে এর আগে দিল্লীর সুলতানরা বাগদাদের খলিফার পক্ষ থেকে নিজেদের কর্তৃত্ববান হিসেবে দেখাতেন। বাবর এই প্রথা ভাঙেন। তিনি খলিফার ক্ষমতাকে অস্বীকার করে স্বয়ং ‘বাদশাহ’ উপাধি গ্রহণ করেন। পূর্ববর্তী আমলে প্রচলিত সামন্ত প্রথা ও জায়গীরদারী প্রথার উপর দৃষ্টি দেন বাবর। সামন্ত ও জায়গীরদারদের ক্ষমতা ও প্রভাব সীমিত করেন। বাবরের সাম্রাজ্যে প্রধানমন্ত্রী ছিলেন নিজাম উদ্দীন খলিফা। তিনি প্রশাসনিক বিভাগসমূহের প্রধান ছিলেন। বিভাগ সমূহের তরফে বাদশাহের সাথে মধ্যস্থতাকারীর ভ‚মিকা ছিলো তার। প্রাদেশিক শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভ‚মিকায় ছিলেন ওয়ালী (প্রাদেশিক গভর্নর), দিওয়ান (রাজস্ব কর্মকর্তা), সিকদার (সমর কর্মকর্তা) ও কোতয়াল (নগর কর্মকর্তা) প্রমুখ কর্মকর্তা।

জহির উদ্দিন মুহম্মদ বাবর ছিলেন শিল্প ও সাহিত্যানুরাগী এবং একজন রুচিশীল শাসক। তুর্কি ভাষায় কবিতা লিখতেন বাবর। বাবরনামায় ব্যবহৃত বেশ কিছু শব্দ এখন ভারতে প্রতিদিনের ভাষার অঙ্গ হয়ে গেছে। যেমন ‘ময়দান’ শব্দটা তাঁর জীবনীতেই প্রথমবার দেখা যায়। সেভাবেই অনেক তুর্কি আর ফারসি শব্দ তার মাধ্যমে ভারতীয়দের মুখের ভাষায় ঢুকে গেছে।

বীরযোদ্ধা ও সমরকুশলী বাবরের দক্ষতা ছিলো শিল্প, সাহিত্য, কাব্য, ইতিহাস ও সমাজতত্তে¡। বাবরের মাতৃভাষা ছিল চুগতাই বা চুগতাই তুর্কি। ফার্সি ভাষায় তার ছিলো প্রবল অধিকার। বাবর তাঁর আত্মজীবনী লেখেন চুগতাই তুর্কিতেই। বাবর ফার্সি জানলেও তাঁর আত্মজীবনীতে চুগতাই ভাষা ব্যবহার করেছিলেন হয়তো মা, মাতৃভ‚মি আর মাতৃভাষার প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে। তার আত্মজীবনীর পরতে পরতে ছড়িয়ে আছে একজন শিল্পীর স্পর্শ। এখানে শত্রæর মস্তক ছেদন করার গল্প যেমন আছে, তেমন আছে একজন ভাবুক হৃদয়ের কল্পনার বুনন। অপরাজেয় রণকৌশল, দৃঢ় সংকল্প, পরাজয়কে জয়ে পরিণত করার উদ্যম ও প্রজ্ঞা, ভয়াবহ বিশ্বাসভঙ্গ ও শিলাদৃঢ় আনুগত্য, বিপজ্জনক পরিস্থিতি ও আনন্দের উপলক্ষ, পরাজয়ের তিক্তস্বাদ ও বিজয়ের কৃতজ্ঞতাÑ সমস্ত কিছু যার যার মনোহর পরাক্রম নিয়ে এই গ্রন্থে ভাষা লাভ করেছে। বইটি শৌর্যবীর্য নিয়ে বাগাড়ম্বর নয়, বস্তুনিষ্ঠতা ও পরিমিতি বোধে ভাস্বর। সেখানে চিত্রিত হয়েছে কুসংস্কারমুক্ত, দায়িত্ব ও নীতিবান, প্রজাহিতৈষী একজন আধুনিকমনস্ক মানুষের কথা। বাবরের মনন ও হৃদয়কে স্বচ্ছ আয়নার মতো পাঠ করা যায় এই গ্রন্থে। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয়ী যোদ্ধা যখন প্রকৃতি ও জীবনকে দেখেন অনন্য মনস্বিতায়, তখন আজকের পাঠকও সচকিত না হয়ে পারেন না। বাবরের বিবরণীর নমুনায় তা লক্ষ করা যাক। কাবুলের একটি জায়গার বর্ণনা দিচ্ছেন তিনি এভাবে: ‘এখানকার পাহাড়ি উপত্যকাঘেরা পথকে হাঁটাপথ বলে। . . . এই হাঁটাপথে (টিউলিপ-নলিনী, চমকদার ফুলের গাছ) রঙ-বেরঙের নলিনী ফুলের বাহার দেখার মতো। এখানে এরকমই বহু রঙের ফুল দেখা যায়। এই স্থান অতিক্রম করার সময় আমি ৩২-৩৩ পর্যন্ত রঙের ফুল গুনতে পেরেছিলাম। আমি এক রকমের নলিনী ফুলের নাম দিলাম গোলাপি সুগন্ধীযুক্ত । . . . ওই ফুল দেখতে ছিল লাল গোলাপের মতো, তা থেকে লাল গোলাপের মতো সুঘ্রাণ ভেসে আসত। এখানে নলিনী ফুলের চাষ করা হয় না। দাস্তে-শেখের সমভ‚মিতে প্রাকৃতিকভাবে হয়, দূর-দূরান্ত পর্যন্ত রঙ-বেরঙের ছটা বিচ্ছুরিত হয়। . . . নলিনী ফুলের বাহারের কারণেই ঘুরবন্দের পাহাড়ি এলাকাটি পর্যটকদের কাছে বড়ই আকর্ষণীয় হয়ে রয়ে গেছে।’


বিভাগ : বিশেষ প্রতিবেদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

তাইওয়ান পার্লামেন্টে তুমুল মারামারি

তাইওয়ান পার্লামেন্টে তুমুল মারামারি