বছরজুড়ে কুমিল্লায় ছিল খুন-খারাবির তাণ্ডব
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

বিদায়ী বছর ২০২৪ সালজুড়ে কুমিল্লায় ছিল খুন-খারাবির তা-ব। কেবল তাই নয়, ছিল নানারকমের অপরাধের লাগামহীন দৌরাত্ম্য। বছরজুড়ে কুমিল্লার ১৭ উপজেলার কোথাও ডাবল মার্ডার, ট্রিপল মার্ডার, পরিকল্পিত খুন, খুনের পর লাশ গুম, ধর্ষণের পর খুন, অজ্ঞাত লাশ উদ্ধার, অপহরণের পর খুন, হাতের কবজি কেটে নেয়া, গণপিটুনিতে হত্যাসহ অসংখ্য লোমহর্ষক ঘটনার খবরে ঠাঁসা ছিল স্থানীয় ও জাতীয় সংবাদপত্রগুলো।
বিদায়ী বছরের জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় পুরুষ-নারী, শিশুসহ ১০৪টি খুনের ঘটনা ঘটেছে। বেশির ভাগ খুনের ঘটনা ছিল নৃশংস। বছরজুড়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অবনতির দিকে। বিশেষ করে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকার ন্যায় কুমিল্লাতেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকা- জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে, ওই তিন মাসে ৪১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে আগস্টে ১৬টি, সেপ্টেম্বরে ১১টি ও অক্টোবরে ১৪টি হত্যাকা- সংঘটিত হয়। বছরের অন্যান্য মাসগুলোর মধ্যে জানুয়ারিতে পাঁচটি, ফেব্রুয়ারিতে আটটি, মার্চে সাতটি, এপ্রিলে ৯টি, মে মাসে সাতটি, জুনে ছয়টি, জুলাইয়ে পাঁচটি, নভেম্বরে ১০টি এবং ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত ছয়টি খুনের ঘটনা ঘটেছে।
বিদায়ী বছরের আলোচিত কিছু হত্যাকা- : কুমিল্লার হোমনা উপজেলায় মা-ছেলেসহ তিনজনকে শোবার ঘরে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৫ সেপ্টেম্বর সকালে হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার, তাদের ৯ বছরের ছেলে সাহাব উদ্দিন এবং শাহপরাণের মামাতো ভাই রেজাউল করিমের চৌদ্দ বছর বয়সী মেয়ে তিশা আক্তার। ২১ অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেইস কোর্সে শাপলা টাওয়ারে ডা. জহিরুল হকের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে ওই টাওয়ারের কিছু বাসিন্দা। এক দিন পর ঢাকায় ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৭ সেপ্টেম্বর কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিন নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে প্রকাশ্যে হেঁটে চলে যায় এক দুর্বৃত্ত। পরে হাসপাতালে নেয়ার পর মহিউদ্দিন মারা যায়। গত ২ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাল্লক এলাকায় স্বপন আহমেদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা নগরীর নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশন এলাকায় লুডু খেলাকে কেন্দ্র করে মাহিআলম মারুফ নামের এক প্রতিবন্ধী কিশোর ছরিকাঘাতে খুন হয়। গত ২০ অক্টোবর কুমিল্লার মনোহগঞ্জে স্ত্রী আইরিন আক্তারকে খুন করে লাশ খালে চাপা দিয়ে রাখে ওই নারীর স্বামী সেলিম। গত ৭ আগস্ট কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকায় কামাল হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সাধারণ মানুষের মতে, খুন-খারাবি সংঘটনের পর বেশির ভাগ ক্ষেত্রে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। একটি খুনের ঘটনার তদন্ত শেষ না হতেই আরেকটি খুন! প্রতি মাসে নৃশংস খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বলা বাহুল্য, খুন, শতাধিক ধর্ষণের ঘটনাসহ নানা অঘটনে ২০২৪ সালের বছরটি কেটেছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। পুরো বছরজুড়ে কুমিল্লা ছিল লাশ, মৃত্যু আর খুনের মহড়া।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাশের হার মাত্র ২০.৪৩%, দেখুন আপনার ফল

শেরপুর ভোগাই নদীতে অভিযান, ২০ ড্রেজার মেশিন ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা ঠেকিয়ে দিলেন ট্রাম্প

বিএনপি নেতাদের গোশত ছিনিয়ে নেয়ার হুমকি, ছাত্রদল আহবায়ককে শোকজ

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পূর্ণ-নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ব্যাংকের ভেতরেই প্রতারক চক্রের ফাঁদে নারী!

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একমত চীন ও মালয়েশিয়া

হাইকোর্টের ৪৮টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

কালীগঞ্জে পৌরসভাকে পরিস্কার রাখতে প্লাসটিকের ডাস্টবিন স্থাপন

‘আগামী মাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া’

তামাকের প্যাকেট দেখিয়ে পাকিস্তানী এফ-১৬ যুদ্ধবিমান বিদ্ধস্তের খবর দিলো ভারতীয় মিডিয়া!

পুলিশ পরিদর্শক মামুন হত্যা : আরাভ খানের যাবজ্জীবন

সদরপুরে স্বর্ণেরবার দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

‘বৈঠকে আমরা সন্তুষ্ট নই, দাবি আদায়ের জন্য আন্দোলন চলমান থাকবে’

সালথায় ডাকাত দলের ৫ সদস্য আটক

নগরীতে পানি সরবরাহ বন্ধের হুমকি

অবৈধ ভাবে ভারতের অনুপ্রবেশকালে দুই যুবক বকশীগঞ্জ সীমান্ত থেকে আটক !

কর্ণফুলীতে ৫ টাকা বেড়েছে ঘাট ভাড়া; বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা