ফিরে দেখা রাজশাহী ২০২৪
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
রাজনৈতিক ঝড়-ঝাপটা আমি আর ডামি নির্বাচন দিয়ে যাত্রার হাওয়া স্পর্শ করেছিল শিক্ষানগরী রাজশাহীকেও। ২০২৪ সালের প্রথম দিনটির তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে হাড় কাঁপানো শীতে মানুষকে জবুথবু অবস্থায় ফেললেও রাজনৈতিক উত্তাপের পারদ ছিল চড়া। বিরোধী দল তথা বিএনপি নেতাকর্মীদের অত্যাচারের মাত্রার পারদ উঠেছিল চরম পয্যায়ে। কথিত জাতীয় সংসদ নির্বিঘœ করতে ঘরছাড়া আর জেলখানা ধারণ ক্ষমতার চারগুণের বেশি বন্দিতে ছিল উপচেপড়া। আমি আর ডামি নির্বাচন হলেও দলীয় প্রার্থী আর নিজ দলের বিদ্রোহীদের মধ্যেও সংঘর্ষ হানাহানির ঘটনা কম ছিল না। সাত জানুয়ারির নির্বাচনের দিন সাধারণ জনতা ভিন্নরকম বার্তা দিয়েছিল। বিশেষ করে ভোটের দিন স্বেচ্ছা ঘরবন্দি করে রেখেছিল। এর সব কিছু ছিল বন্ধ। ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক জোটসঙ্গী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে হেরে যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে। আর অন্য প্রার্থীদের ঘোষণায় বিজয়ী দেখানো হয়। নির্বাচনের পর ফ্যাসিবাদীদের প্রতাপ আরো বেড়ে যায় নগর থেকে তৃণমূল পর্যন্ত।
ফেব্রুয়ারি মাসে অজানা রোগে (ভাইরাস) দুই শিশু মুনতার (২), মুফসি (৪) মারা যায়। ভাইরাসটি ছিল অজানা। ২৬ ফেব্রুয়ারিতে ঘটা করে রাজশাহী থেকে ভারতের মায়াঘাট পর্যন্ত (গোদাগাড়ী নৌঘাট) চালু হয়। কিন্তু পদ্মা নদীর নাব্য সঙ্কটের কারণে তা আর চলেনি। মার্চ মাসে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠে। এদের হাতে খুন হয় তিনজন। রেলস্টেশনে মাইনুল নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নারী ও শিশু নির্যাতন বেড়ে যায়।
মার্চ মাসে চাঞ্চল্যকর রাজশাহী পলিটেকনিক ছাত্র সনি হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। সাইবার অপরাধও বেড়ে যায়। টানা খরার পর মৌসুমের সর্বোচ্চ এক দিনে বৃষ্টিপাত হয় ১৩৫ মি.মি। চন্দ্রিমা থানায় চেয়ারে বসে খামে পুলিশের টাকা নেয়ার ঘটনা ভাইরাল হয়।
জানুয়ারিতে তাপমাত্রার পারদ যেমন নেমেছিল ৬ ডিগ্রি সেলসিয়াসে। আবার জুন মাসে তা ওঠে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এপ্রিল মাসে পানিতে ডুবে মারা যাওয়ার বেশক’টি ঘটনা ঘটে। নদীতে ডুবে মারা যায় ১৬ জন। সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার সময় ভুয়া তিন সেনাসদস্য আটক হয়। জুলাই মাসে তানোরে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় সাথী বেগম নামে গৃহবধূকে স্বামী পুড়িয়ে হত্যা করে।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাস কখনো ভুলবার নয়। অনেক বেদনা ঘটনাপ্রবাহ ইতিহাসের অংশ হয়ে আছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ লেগেছিল শিক্ষা নগরীর শিক্ষার্থীদের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নামে।
তাদের দমনের জন্য পুলিশকে সাথে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীÑ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বিভিন্নসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, ডাবলু সরকারসহ নেতারা অস্ত্রসস্ত্র নিয়ে মাঠে নামে। ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে সামান্য লাঠি হাতে রুখে দাঁড়ায় ছাত্রসমাজ। আন্দোলন দমাতে সমস্ত ক্যাডার বাহিনী নামে মাঠে। দুহাতে পিস্তল দিয়ে গুলি চালানো, রামদাসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। নগরীর সব ছাত্রাবাস বন্ধ করে দেয়া হয়। মেয়েদের ছাত্রী নিবাসেও চলে নির্যাতন। ১৮ জুলাই পেটোয়া বাহিনী ও পুলিশের গুলিতে আহত হয় ২০ জন। ২৭ জুলাই আটক করে নির্যাতনের পর প্রায় ৩০০ জনকে কারাগারে পাঠানো হয়। আন্দোলনের প্রতিটি দিনে প্রচুর শিক্ষার্থী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাপসপাতালে সেখানেও তাদের উপর হামলা করা হয়।
আগস্টের ৪ ও ৫ তারিখ ছাত্র-জনতা রাজপথে সোচ্চার হয়। রুয়েটের সামনে থেকে রেলগেট এলাকায় বিশাল মিছিল নিয়ে গেলে সেখানে ব্যাপক হামলার শিকার হতে হয়। ৫ আগস্ট সকাল ১১টার দিকে বিশাল মিছিল নিয়ে তালাইমারি হয়ে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় বাঁধের ওপারে ওঁৎপেতে থাকা সন্ত্রাসী, সামনে পুলিশ, আওয়ামী বাহিনীর হামলার শিকার হয়। সাহেববাজার এলাকায় সংঘর্ষে নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাকিব আনজুম গুলিতে শহীদ হয়। আরো ৩০ জন গুলিবিদ্ধ হয়। তালাইমারি হয়ে আসা মিছিলে হামলায় স্বচ্ছ টাওয়ারের সামনে সবুজ নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আলুপট্টি মোড়ে গুলিবিদ্ধ হয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী শহীদ হয় রায়হান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শহীদ হয়। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল পঞ্চবটি এলাকায় বাঁধের ওপারে ওঁৎপেতে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এক ছাত্রীকে ধরে ধর্ষণের পর মেরে ফেলে নদীতে ফেলে দেয়। এমনি বহু মর্মান্তিক ঘটনা ঘটে। ৫ আগস্ট তিনজন শহীদ আর গুলিবিদ্ধ হওয়ার পর বিকেলে স্বৈরাচারের পতনের খবর আসে। মানুষ উল্লাসে ফেটে পড়ে। কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেয়। আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। সবচেয়ে বেশি রোষানলে পড়ে নগর ভবন। জনতা আগুন ধরিয়ে দেয়। শেখ মুজিবের ম্যুরালেও ভাঙচুর হয়। ক্ষমতাসীনদের দোষর হয়ে গুলি ও নির্যাতন চালানোর জন্য রোষানলে পড়ে পুলিশ। পুলিশ কমিশনারের সদর দফতর, বিভিন্ন থানা ও ফাঁড়ি জ্বালিয়ে দিয়ে মনের জ্বালা মেটায় বিক্ষুব্ধরা। দীর্ঘ ১৬ বছর ধরে চলা ফ্যাসিস্ট সরকারের প্রতাপশালী মেয়র, মন্ত্রী, এমপি, পাতি নেতা আর ছিচকে নেতারা লেজ গুটিয়ে গর্তে চলে যায়। এদের মধ্যে কয়েকজন ধরা পড়লেও বেশির ভাগ রয়েছে অধরা। অক্ষত রয়েছে তাদের অর্থ ও অস্ত্রভা-ার। স্বল্প পরিসরে জুলাই-আগস্টের দিনগুলোর কথা তুলে ধরা সম্ভব নয়। প্রশাসনে পুলিশ কমিশনারসহ বেশ কিছু পদে রদবদল হয়। বিভাগীয় কমিশনার ডিসিও বদলি হয়। তবে এখনো বিভিন্ন দফতরে বসে আছে স্বৈরাচারের দোসররা।
রাজশাহীর ইতিহাসে প্রথমবারের মতো অসিফা আক্তার জেলা প্রশাসক ও প্রথমবারের মতো রাজশাহী জেলা পুলিশ সুপার পদে (এসপি) যোগ দিয়েছেন ফারহানা ইসলাম।
বছরজুড়ে রাজশাহীতে নানা কর্মকা- ঘটলেও কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষ ব্যস্ত ছিল চাষবাস নিয়ে। ধান, আম, পান, আলুসহ বিভিন্ন শাকসবজি ব্যাপক আবাদ হয়। গবাদিপশু, মাছের উৎপাদনও ছিল লক্ষ্যমাত্রার অনেক উপরে। কিন্তু কৃষকরা তাদের ঘাম ঝরানো ফসলের দাম পায়নি। যে আলু ১০-১২ টাকা কেজিতে বিক্রি করেছে সেটি সিন্ডিকেটের কবলে বন্দি হয়ে পাঁ-ছয় গুণ দামে ক্রেতাদের কিনতে হয়েছে। বাজারে সব পণ্যের মূল্যের উত্তাপ ছড়িয়েছে সবখানে। প্রত্যাশা ঘটনা-অঘটনের ২০২৪ শেষ হলো। জুলাই-আগস্টে যে স্বপ্ন নিয়ে দেশ আবার স্বাধীনতার স্বাদা পেয়েছে আগামী বছর নতুন কোনো শুভ বার্তা নিয়ে এগিয়ে যাবে। মানুষ স্বস্তি পাবে।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সিনিয়র সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন
পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ
শিবালয়ে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব-১৪৩১’ উদযাপন