বাংলাদেশে হোয়াইটওয়াশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
১৪ মার্চ ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪৯ পিএম
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। এই জয়ে যেকোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। টেস্ট খেলেড়– দেশের মধ্যে সর্বশেষ ২০১৯ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অন্যদিকে ২০১৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার কাছে শেষবারের মতো হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। ৯ বছর পর এবার বাংলাদেশের কাছে এই লজ্জা পেল তারা।
হোম অব ক্রিকেটে এদিন টস জিতে স্বাগতিক দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসের অসাধারণ হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১৪২ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা। একটা সময় মনে হয়েছিল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সাধটা বুঝি অপূর্ণই থেকে যাবে সাকিব আল হাসানদের। কারণ জয়ের লক্ষ্যে ১৫৯ রান তাড়া করতে নেমে ১ উইকেটেই ১০০ তুলে ফেলেছিলেন মালান-বাটলাররা। তবে আর ৪২ রান করতেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তার চেয়েও বড় কথা, বাংলাদেশের বোলারদের অসাধারণ বোলিংয়ে ৯ উইকেট হাতে রেখেও শেষ ৪৮ বলে মাত্র ৪৭ রান তুলতে পেরেছে ইংলিশরা।
বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। ইংল্যান্ডের রান তাড়ায় এই তানভীরকেই প্রথম ওভারে বল করার দায়িত্ব দেন অধিনায়ক সাকিব। অধিনায়কের আস্থার প্রতিদানটা তানভীর দিলেন প্রথম ওভারের তৃতীয় বলেই। তিনি স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে (০)। ফলে ৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। পরের ওভারেই আরেকটি উইকেট পড়তে পারতো সফরকারীদের। তাসকিন আহমেদের বল আরেক ওপেনার ডেভিড মালানের প্যাডে লাগলে আউটের সংকেত দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু মালান রিভিউ নেন। রিপ্লেতে ঠিক বোঝা যাচ্ছিল না, বল তার ব্যাটে লেগেছে কিনা। তবে তৃতীয় আম্পায়ার নটআউট ঘোষণা করেন মালানকে। ৬ রানে জীবন পেয়ে তা কাজে লাগিয়েছেন ইংলিশ ওপেনার। মালান শেষ পর্যন্ত করেন হাফসেঞ্চুরি।
ইনিংসের প্রথম ওভারেই উইকেট পড়ায় যে চাপে পড়েছিল ইংল্যান্ড, মালান ও বাটলার বড় এক জুটি গড়ে সেই চাপ কাটাতে সক্ষম হন। ১৩ ওভারের শেষ বল পর্যন্ত কিছুতেই যখন কিছু হচ্ছিল না, তখন ১৪তম ওভারের প্রথম বলেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এই ওভারে জোড়া সাফল্য পায় বাংলাদেশ। মুস্তফিজুর রহমান ভাঙেন মালান-বাটলারের ৭৬ বলে ৯৫ রানের ঝড়ো জুটি। মুস্তাফিজের একটি ডেলিভারী মারতে গিয়ে ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে উইকেটরক্ষক লিটনের ক্যাচে পরিণত হন মালান। পরের বলেই ফিরে যান অধিনায়ক বাটলার। এবার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক সরাসরি থ্রোতে রানআউট হন ইংলিশ অধিনায়ক। ফেরার আগে ৩১ বলে ৪ চার ও ১ ছয়ের মারে ৪০ রান করেন তিনি। ১০০ রানে ইংল্যান্ড ৩ উইকেট হারালে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর ১৭তম ওভারে তাসকিন দেখান দারুণ ঝলক। মঈন আলিকে (৯) বাউন্ডারিতে ক্যাচ বানান ডানহাতি এই পেসার। এই ওভারেই বেন ডাকেটকে (১১) বোল্ড করে দলকে দেখান জয়ের স্বপ্ন। ১৯তম ওভারের শুরুতেই ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকে মাত্র ৪ রানে ফিরিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাংলাদেশ অধিনায়ক সাকিব। তার বলেই তানভীরকে ক্যাচ দেন কারান। ফলে ১২৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ক্রিস ওকস ১৩ এবং ক্রিস জর্ডান ২ রানে অপরাজিত থাকলেও হারের হাত থেকে দলকে রক্ষা করতে পারেন নি।
তাসকিন আহমেদ চার ওভার বল করে ২৬ রান দিয়ে পান ২টি উইকেট। তানভীর দুই ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। চার ওভারে মাত্র ১৪ রান খরচায় মুস্তাফিজ ১ উইকেট পেলেও তার সমান ওভারে ৩০ রান খরচায় সাকিব ১টি উইকেট।
এর আগে টস হারা বাংলাদেশ ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করে। লিটন ও রনি’র ব্যাটে চড়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটেই ৪৬ রান তুলে ফেলে স্বাগতিকরা।
রনি তালুকদার অবশ্য পাওয়ার প্লে’র শেষ ওভারে একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জোফরা আর্চারের বলে শর্ট থার্ড ম্যানে তার সহজ ক্যাচ ফেলে দেন রেহান আহমেদ। ফলে ১৭ রানে জীবন পান রনি। তবে সেই জীবন কাজে লাগাতে পারেননি তিনি। নিজ সংগ্রহে আর মাত্র ৭ রান যোগ করেই আউট হন এই ওপেনার। ৩ চারের মারে ২২ বলে ২৪ রান করে আউট হন রনি। তিনি আদিল রশিদের বলে তাকেই ক্যাচ দেন। ৭.৩ ওভারে দলীয় ৫৫ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত রীতিমত ঝড় বইয়ে দেন ইংলিশদের বোলারদের উপর। ৫৭ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খারাপ গেছে লিটন দাসের। প্রথম দুই টি-টোয়েন্টিতেও জ্বলে উঠতেদ পারেনি তিনি। ইংলিশদের বিপক্ষে পাঁচবারের মধ্যে চারবারই লিটন আউট হয়েছেন দশের নিচে। একবার দশ পার করলেও ফেরেন ১২ রানে। পাঁচবার হোঁচটের পর অবশেষে ইংল্যান্ড পরীক্ষায় উত্তীর্ণ হলে লিটন। পেলেন দারুণ ফিফটির দেখা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে লিটনের নবম হাফসেঞ্চুরির ইনিংসটি থেমেছে ক্যারিয়ারসেরা করেই। ১৭ ওভারে দলীয় ১৩৯ রানে আউট হন লিটন। ক্রিস জর্ডানের বলে পুল খেলতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৫৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন লিটন।
এরপর সাকিব ও শান্ত’র জুটিটি বড় কিছু করতে না পারলেও ১৮ বলে ১৯ রান যোগ করে। শান্ত ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৭ রানে। ছয় বলে সাকিব খেলেন হার না মানা ৪ রানের ইনিংস। আদিল রশিদ চার ওভারে ২৩ রানে এবং ক্রিস জর্ডান তিন ওভারে ২১ রান খরচায় পান একটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান দাস। তিন ম্যাচে সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৫৮/২
ইংল্যান্ড : ২০ ওভারে ১৪২/৬
ফল : ১৬ রানে জয়ী বাংলাদেশ
সিরিজ : ৩-০ ব্যবধানে জয়ী বাংলাদেশ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা