মাসুদ-বাবরের রেকর্ড জুটি
০৬ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম
দুই বছরের সেঞ্চুরি-খরা কাটানোর সম্ভাবনা জাগিয়েও পারেননি বাবর আজম। তবে সেঞ্চুরি করে অপরাজিত আছেন শান মাসুদ। দুজনের রেকর্ড ওপেনিং জুটির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কা থেকে বের হতে পারেনি পাকিস্তান।
কেপ টাউনে ১ উইকেটে ২১৩ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করবে পাকিস্তান। হাতে ৯ উইকেট থাকলেও ইনিংস হার এড়াতে এখনও সফরকারী দলটিকে করতে হবে ২০৮ রান।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে ফলো অনে পড়ে পাকিস্তান।
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১৬৬ বলে ১৪ চারে ১০২ রানে খেলছেন মাসুদ। ৮১ রানে আউট হয়েছেন বাবর। ম্যাচে দ্বিতীয় এবং সিরিজে এটি তার টানা তৃতীয় ফিফটি।
দুজনে গড়েন ২০৫ রানের উদ্বোধনী জুটি। ফলো অনে পড়ে যেকোনো দলের সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটিই। এক্ষেত্রে ২০০৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির ২০৪ রানের উদ্বোধনী জুটি ছিল আগের সেরা।
আর ফলো অনে পড়ে যেকোনো উইকেটে পাকিস্তানের প্রথম দুইশ রানের জুটি এটি। ১৯৫৮ সালে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেটে হানিফ মোহাম্মদ ও সাইদ আহমেদের ১৫৪ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে বাবর ও মাসুদের চেয়ে বড় জুটি পাকিস্তানের আছে আর কেবল একটি। এই কেপ টাউনেই ২০১৩ সালে পঞ্চম উইকেটে ২১৯ রানের জুটি গড়েছিলেন আসাদ শাফিক ও ইউনিস খান।
অথচ পাকিস্তানের নিয়মিত ওপেনিং জুটি নয় এটি। ম্যাচের প্রথম দিন অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়ে ছিটকে যাওয়া ওপেনার সাইম আইয়ুবের জায়গায় টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নামেন বাবর। প্রথম ইনিংসে প্রথম ওভারে শুরুর জুটি ভাঙলেও, পরের ইনিংসে তা পৌঁছে গেল রেকর্ড উচ্চতায়।
নিউল্যান্ডসে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে রোববার তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর ও মোহাম্মদ রিজওয়ান নির্বিঘ্নে কাটিয়ে দেন প্রথম ঘণ্টা। ৩১ রান নিয়ে ব্যাটিং শুরু করা বাবর ১১২ বলে পূর্ণ করেন ফিফটি।
পানি-পানের বিরতির পর প্রথম ওভারেই বাবরকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের দেখা পান ১৮ বছর বয়সী অভিষিক্ত পেসার কিউনা মাফাকা।
১২৭ বলে ৭ চারে ৫৮ রান করেন বাবর। রিজওয়ানকে বোল্ড করে দেন ভিয়ান মুল্ডার। ৮২ বলে ৪৬ রান করেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান।
এরপর ২০ পর্যন্তও যেতে পারেননি আর কেউ। ৭৬ রানে শেষ ৬ উইকেট হারায় পাকিস্তান।
৫৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার পেসার কাগিসো রাবাদা।
৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মাসুদ ও বাবর। জুটিতে শতরান পূর্ণ হয় ১৩২ বলে।
২০২২ সালে রাওয়ালপিন্ডিতে আবদুল্লাহ শাফিক ও ইমাম-উল-হাকের ২২৫ রানের জুটির পর টেস্টে পাকিস্তানের প্রথম শতরানের উদ্বোধনী জুটি এটি।
মার্কো ইয়ানসেনকে চার মেরে ১৫৯ বলে দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন মাসুদ। ইয়ানসেনের পরের ওভারে গালিতে বাবর ক্যাচ দিলে ভাঙে ২৮৮ বল স্থায়ী জুটি। এরপর ‘নাইটওয়াচম্যান’ খুররাম শাহজাদকে নিয়ে মাসুদ বাকি সময়টুকু কাটিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬১৫
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ৬৪/৩) ৫৪.২ ওভারে ১৯৪ (বাবর ৫৮, রিজওয়ান ৪৬, সালমান ১০, জামাল ১৫, শাহজাদ ১৪, হামজা ১৩, আব্বাস ০*; রাবাদা ১৫-৩-৫৫-৩, ইয়ানসেন ১২-৪-৩৬-১, মাফাকা ৮.২-১-৪৩-২, মুল্ডার ১১-০-৪৪-১, মহারাজ ৮-২-১৪-২)
পাকিস্তান ২য় ইনিংস: (ফলো অনের পর): ৪৯ ওভারে ২১৩/১ (মাসুদ ১০২*, বাবর ৮১, শাহজাদ ৮*; রাবাদা ১২-০-৫৬-০, ইয়ানসেন ১০-০-৫৬-১, মুল্ডার ৫-০-১৬-০, মাফাকা ৬-০-৩১-০, মহারাজ ১৫-৩-৩৬-০, মার্করাম ১-০-৬-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল
গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর
শত্রুদের যে বার্তা দিলেন কিম
আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া
স্বামী ও ৬ সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী
গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান
সন-টটেনহ্যাম চুক্তির মেয়াদ বৃদ্ধি