নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে ইউরোয় স্পেন, স্কটল্যান্ড
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
প্রথম লেগের মতো নরওয়ের বিপক্ষে লড়াই এবার অতটা সহজ হলো না স্পেনের। তবে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিল তারা। সেই সঙ্গে নিশ্চিত করল ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকেট। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। জয়সূচক গোলটি করেন বার্সেলোনা তারকা গাভি।
স্পেনের জয়ে তাদের সঙ্গে জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ইউরোয় খেলা নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। তাতে শেষ হয়ে গেল নরওয়ের আশা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।
তাতে নরওয়ের সাথে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়ছেন সময়ের সেরা তারকা আর্লিং হালান্ড। নরওয়ে বড় টুর্নামেন্টে সর্বশেষ খেলেছিল ২০০০ ইউরোয়। এরপর প্রায় দুই যুগের মধ্যে ইউরো, বিশ্বকাপ- কোনোটিতেই জায়গা করতে পারেনি দলটি। ২০২৪ ইউরোতেও যদি অনুপস্থিতির ধারা বজায় থাকে, তবে হলান্ডের ক্যারিয়ারে তা বড় অপূর্ণতাই নিয়ে আসবে। গত বছর ম্যানচেস্টার সিটির ট্রেবল জেতার পথে রেকর্ড ৫২ গোল করেছিলেন এই স্ট্রাইকার। জিতেছেন ইউরোর বর্ষসেরা পুরস্কারও।
একই রাতে অপর ম্যাচে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা মাল্টা কোনো প্রতিরোধই গড়তে পারল না। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ জুড়ে আধিপত্য করে অনায়াস জয় তুলে নিল ইতালি। দেশটির বন্দরনগরী বারিতে বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। জাকোমো বোনাভেনতুরার গোলে এগিয়ে যাওয়ার পর দুই গোল করেন দোমেনিকো বেরার্দি। তাদের শেষ গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি।
বাছাইয়ে শুরুটা ইংল্যান্ডের বিপক্ষে হেরে হলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইতালি। পরের চার ম্যাচে তিনটিতে জিতল তারা, অন্যটি ড্র। দারুণ এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে ইতালি। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ইতালিয়ানদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে আছে ইউক্রেন, একটি ম্যাচ বেশিও খেলেছে তারা। আর পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্থ মেসিডোনিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭১ নম্বর দল মাল্টা ছয় ম্যাচ খেলে হেরেছে সবগুলোয়।
এদিকে, পিছিয়ে পড়ার ধাক্কা প্রথমার্ধেই সামনে নিল জার্মানি। দ্বিতীয়ার্ধে ছড়ি ঘোরালো যুক্তরাষ্ট্রের ওপর। গিনদোয়ান, ফুলকুর্গদের নৈপুণ্যে প্রীতি ম্যাচে বড় জয় পেল জার্মানি। প্রাট অ্যান্ড হুইটনি স্টেডিয়ামে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে জার্মানি। ইলকাই গিনদোয়ান সমতা ফেরানোর পর নিকলাস ফুলকুর্গ ও জামাল মুসিয়ালার গোলে নিশ্চিত হয় ইউলিয়ান নাগেলসমানের দলের জয়।
প্রীতি ম্যাচে দুই দলের এর আগে সবশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে, সেবার কোলন থেকে স্বাগতিক জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল যুক্তরাষ্ট্র। নিজেদের মাঠে অবশ্য সবশেষ দেখায় জার্মানির কাছে হেরেছিল যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে ওয়াশিংটনে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতেছিল জার্মানরা। এবারও হারের পুনরাবৃত্তিই হলো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ