মিডল অর্ডারে স্বস্তি পাকিস্তানের
২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল ও সাদাব খানের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজিই পেল পাকিস্তান। গতকাল চেন্নাইয়ে এম চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাবর আজমের হাফসেঞ্চুরির পর অন্যরা যখন ছোট সংগ্রহে আউট হন ঠিক তখনি দলের হাল ধরেন সৌদ শাকিল ও সাদাব খান। ষষ্ঠ উইকেটে এ দু’জনের ৮৪ রানের জুটিতেই ৪৬.৪ ওভারে অলআউট হলেও ২৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান। তবে হাতে আরও ২০টি বল। পুরো ৫০ ওভার খেলতে পারলে হয়তো সংগ্রহটা তিনশোর ঘরে থাকতো পাকিস্তানের। কিন্তু তা পারলো না বাবর আজমের দল। যদিও পাকিস্তান তাদের ইনিংসে চাপ কাটিয়ে দুইবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর বড় সংগ্রহের স্বপ্ন পূরণ হয়নি আনপ্রেডিক্টেবলদের।
প্রোটিয়াদের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে কাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টসভাগ্য সহায় হলেও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার আব্দুল্লাহ শফিক। ১৭ বলে ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে মার্কো জানসেনের বলে লুঙ্গি এনগিদির হাতে ধরা পড়েন তিনি। এরপর ইনিংসের সপ্তম ওভারে জানসেনের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার ইমাম-উল হক। হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন ১৮ বলে ১২ রান। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তানির। তবে তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান মেরেই খেলছিলেন। কিন্তু ২৭ বলে ৩১ রানে থাকার সময় তার উইকেটটি তুলে নেন কোয়েতজি। ইফতিখার আহমেদও সেট হয়ে আউট হন। ৩১ বল খেলে তিনি করেন ২১। ২৫.১ ওভারে দলীয় ১২৯ রানে ইফতিখার আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান বাবর আজ। দারুণ ব্যাটিংয়ে তিনি হাফসেঞ্চুরিও পেয়ে যান। কিন্তু হাফসেঞ্চুরি পূরণ হতেই উইকেট দিয়ে আসেন বাবর। ২৭.৫ ওভারে দলীয় ১৪১ রানে তাবরেজ শামসির বলে সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন বাবর। ফেরার আগে ৬৫ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৫০ রান।
বাবর আউট হওয়ার পর ফের চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন সৌদ শাকিল। ষষ্ঠ উইকেটে শাদাব খানকে সঙ্গে নিয়ে খেলেন দারুণ এক ইনিংস। শাদাব খান ঝাড়ো গতিতে ৩৬ বলে ৪৩ করে আউট হন। এরপর শাকিলও ফিফটি করে ড্রেসিংরুমে ফেরেন। ৪২.১ ওভারে দলীয় ২৪০ রানে তাবরেজ শামসির ঘূর্ণি বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন এই হাফসেঞ্চুরিয়ান। আউট হওয়ার আগে ৫২ বলে ৭ বাউন্ডারিতে ৫২ রান করেন সৌদ শাকিল। সেট দুই ব্যাটার ফেরার পর পাকিস্তানের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৪ বলে ২৪ করলেও ২৭০ রানের বেশি তুলতে পারেননি বাবর আজমরা।
দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার তাবরেজ শামসি ৬০ রান খরচায় নেন ৪টি উইকেট। ৪৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করে মার্কো জানসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ