জয় দিয়েই বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ
১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
জয় দিয়েই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ। লক্ষ্যপূরণে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম টাইগার। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলঅদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এখন তাদের চোখ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই টুর্নামেন্টে খেলতে হলে চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আটের মধ্যে থাকতে হবে। যা ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আট ম্যাচ খেলে দুই জয় ও ছয় হারে ৪ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে জায়গা পেয়েছে টিম বাংলাদেশ। আজ অজিদের হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেছনে ফেলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠবে টাইগাররা। সেক্ষেত্রে আজকের আরেক ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হবে ইংলিশদের। যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে রাট রেটের হিসেবে অবস্থান নির্ধারণ হবে। তবে আপাতত এটা নিশ্চিত যে, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আট দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এবার বিশ^কাপ যাত্রা শুরু করলেও টানা ছয় ম্যাচে হেরে সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে অষ্টম ম্যাচে এসে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পায়। এ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। গত বৃহস্পতিবার লঙ্কানরা নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়। তবে গত ৬ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ‘টাইমড আউট’-এর ঘটনা ঘটে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে টাইমড আউট হন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। যা নিয়ে এখনও আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে।
ব্যাট করতে নেমে হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ায় ব্যাটিং শুরু করতে দুই মিনিটের বেশি সময় নেন ম্যাথিউস। আইসিসি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ব্যাটার ব্যাটিং শুরু করতে দুই মিনিটের বেশি সময় নিলে প্রতিপক্ষ দলের অধিনায়ক আউটের আবেদন করতে পারেন। এ নিয়মই মেনেছেন বাংলঅদেশ অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘দলের একজন ফিল্ডার আমার কাছে এসে বললো, আপনি যদি এখনই আবেদন করেন তাহলে সে (ম্যাথিউস) আউট হয়ে যাবে। তারপর আমি আবেদন করলাম এবং আম্পায়াররা আমাকে জিজ্ঞেস করলেন, আমি এটি নিয়ে সিরিয়াস কিনা বা আমি এটি থেকে সরে আসবো কিনা। এমন আইনে আছে। এটি ঠিক, না ভুল জানি না। আমার মনে হয়েছিল, আমি যুদ্ধে ছিলাম এবং আমার দলের জয় নিশ্চিত করার জন্য আমাকে টাইমড আউটের সিদ্ধান্ত নিতে হয়েছিল।’
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ হাফসেঞ্চুরিতে ৪১.১ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টাইমড আউটের ঘটনায় ক্রিকেট বিশ্ব দু’ভাগে বিভক্ত হয়ে যায়। কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ এটি মেনে নিলেও, এমন আউটের পক্ষে নন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ আরও অনেকেই। শ্রীলঙ্কা ম্যাচে বাঁ হাতের আঙুলের তর্জনীতে চিড় ধরায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব। ইতোমধ্যে দেশে ফিরেছেন তিনি। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পুনে থেকে গতকাল জানায়, অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে চায় তারা।
অজিরা আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আফগানদের বিপক্ষে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বসেরা ইনিংসের সুবাদে ৩ উইকেটের জয়ে শেষ চারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ২৯২ রান তাড়া করতে নেমে ৯৮ রানে ৭ উইকেট হারায় অজিরা। এরপর পায়ের ইনজুরি নিয়ে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১২৮ বলে ২০১ রানের অসাধারণ ইনিংস খেলে রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলসহ প্রথম সারির কয়েকজন খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারাও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানায় অজি টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব বেশি ভালো নয়। ওয়ানডেতে দু’দলের ২১ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। অস্ট্রেলিয়ার জয় ১৯টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের নান্দনিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে চারবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে তিনবার জিতেছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল। ওই বিশ^কাপের ফলাফল এখনও বাংলাদেশের জন্য সেরা হয়েই আছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন