বৃথা গেল আজিমের প্রথম সেঞ্চুরি
১৫ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম

বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে পছন্দের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও মাঠে গড়িয়েছে। মেঘাচ্ছন্ন দিনে প্রথম রাউন্ডের ম্যাচে বিকেএসপির প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল সিটি ক্লাব। ব্যাটে-বলে আলো ছড়িয়ে রোমাঞ্চকর এই ম্যাচের নায়ক তাইজুল ইসলাম। বৃষ্টি বিঘিœ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ২০৯ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। প্রাইম ব্যাংক মাঠ ছাড়ে ৭ রানের জয় নিয়ে।
বৃষ্টির কারণে সাভারের এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪২ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার বিশাল চৌধুরি দ্রুত ফেরার পর তার সঙ্গী প্রান্তিক নওরোজ নাবিলও ২০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের কল্যাণে প্রাথমিকভাবে বিপর্যয়ে পড়েনি তারা। তবে মিঠুন, মুশি ও নাসির দ্রুত ফিরলে ঝামেলায় পরে যায় হাই বাজেটের প্রাইম ব্যাংক। তবে আল আমিন জুনিয়রের ৪০ রান করেছেন। অলক কাপালীর দ্রুতগতির ৫৫ রানের কল্যাণে দুইশোর্ধ স্কোর পায় তারা। তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ২৮ বলে ৩১ রান করে। সিটি ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও তৌফিক আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন আসিফ হাসান ও মইনুল ইসলাম।
বড় লক্ষ্যে খেলতে নেমে তৌফিক খান তুষারের ৪২, আসিফ আহমেদ রাতুলের ৫১ রানে ভর করে জয়ের পথে থাকলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় জয় বঞ্চিত হয় সিটি ব্যাংক। ২২ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক রবিউল হক। প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। একটি উইকেট পেয়েছেন নাসির হোসেন।
তবে ডিপিএলের উদ্বোধনী দিনেই আসরের প্রথম শতরান করলেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ভারতীয় ব্যাটসম্যান আজিম নাজির কাজি। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ৯ চার ও ৪ ছয়ে ১০২ রানের ইনিংস খেলেছেন আজিম। বৃষ্টির বাগড়ায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে তার সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে অগ্রণী ব্যাংক। ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন মেথডে রুপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ২৪২ রান। ৩৮.৫ ওভারে রূপগঞ্জের সংগ্রহ যখন ৩ উইকেটে ২২৫ ঠিক তখনই দ্বিতীয়বার হানা দেয় বৃষ্টি। এই ওভারে হিসেব-নিকেশ বদলে তখন জয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯৫। তাতে ২০ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় রূপগঞ্জের। দলেল হয়ে সর্বোচ্চ ৭৭ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন ইরফান শুকুর। যদিও জয়ের ভিতটা আগেই গড়ে দিয়েছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার (৪৩) ও তিনে নামা সাব্বির রহমান (৪৯)। তাতে বৃথা যায় ডিপিএলে প্রথম খেলতে নেমে পাওয়া আজিমের সেঞ্চুরিটিও।
একই দিনে মিরপুরে ডিপিএলের আরেক ম্যাচে নবাগত ঢাকা লোপার্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচে মৃত্যুঞ্জয় চৌধুরী, পারভেজ রাসুলদের দুর্দান্ত বোলিংয়ের পর সৈকত আলী এবং তৌহিদ হৃদয়ের অর্ধশতকে সহজেই এই জয় তুলে নিয়েছে শেখ জামাল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় লোপার্ডস। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার পিনাক ঘোষ। শেষদিকে মইন খান করেন ৪০ রান। শেখ জামালের হয়ে তিনটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় এবং পারভেজ। জবাবে মাত্র ৩১.৩ ওভার খেলেই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। সৈকতের ঝড়ো ৬৩ রানের পর ৩০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান হৃদয়। ম্যাচসেরার পুরষ্কারটি যায় হৃদয়ের হাতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বরিশালে একঘরে দম্পতির লাশ উদ্ধার

চাঁদের গাড়ী থেকে ছিটকে যুবকের মৃত্যু

বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শুভাযাত্রা

আদালত প্রাঙ্গনে দুই স্ত্রীর জুতোপেটা খেলেন স্বামী, ভিডিও ভাইরাল!

নববর্ষে দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

মোংলায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি শোভাযাত্রা

বাংলা নববর্ষে নোবিপ্রবিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশি 'কালা কালা' গানে মাতাল মার্কিন যুক্তরাষ্ট্র

পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

ইসরায়েলি গণমাধ্যমে বারবার কেন বাংলাদেশের নাম?

রাঙামাটির রাজস্থলীতে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহনে পহেলা বৈশাখ পালন

বাংলা নববর্ষ, টাইম স্কোয়ারে বাঙালি সংস্কৃতির ঝলক

মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত

১২ ফরাসি কর্মকর্তাকে দেশ ত্যাগের নির্দেশ আলজেরিয়ার

লালামোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিয়াকৈরে জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা

সাভারে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

আওয়ামী ফ্যাসিবাদের লুটপাটের স্মতি এখন মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র -কয়লা সঙ্কটে কমে যাচ্ছে উৎপাদন

বরিশালে দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টিপাতে তাপমাত্রার পারদ নামল ৪ ডিগ্রী সেলসিয়াস, জনমনে ব্যাপক স্বস্তি

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি প্রকাশ