আফগান জয়ে নতুনের বারতা
১৬ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টি-টোয়েন্টিতে এখনও নিজেদের পায়ের নীচে মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। নবীন আফগানদের বিপক্ষেও আগের দুই সিরিজে সাফল্য নেই লাল-সবুজ পতাকাধারীদের। দেহরাদুনে ২০১৮ সালে ৩-০তে জেতে আফগানিস্তান। মিরপুরে গত বছরের দুই ম্যাচের সিরিজ ড্র হয় দুই দলের একটি করে জয়ে। এবার উঁকি দিচ্ছিল প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা। যদিও প্রথম ম্যাচে শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতায় দেখা দেয় পরাজয়ের শঙ্কা। সেখান থেকে ৭৩ রানের জুটিতে দলকে জয়ের কাছে নেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন। শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক নাটকীয়তা ছাপিয়ে জয়সূচক বাউন্ডারি মারেন শরিফুল ইসলাম। ভয়ডরহীন ও আগ্রাসী ক্রিকেটে টি-টোয়েন্টিতে নতুন দিনের যে বার্তা দিচ্ছে দল, সেই ধারাবাহিকতা লক্ষ করা গেল গতকালও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে বেশি দূর যেতে পারেনি আফগানিস্তান। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় পৌনে দুই ঘণ্টা। বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১১৬ রানে থামল রশিদ খানের দল। তবে ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন মেথড অনুযায়ী জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রান করতে হয় বাংলাদেশকে। সে লক্ষ্যে ৬ উইকেট আর ৫ বল হাতে রেখেই পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।
১১৯ রানের লক্ষ্যে যেমন শুরু দরকার ছিল বাংলাদেশের, পেয়েছে তেমনই। লিটন (৩৫) ও আফিফের (২৪) ৬৭ রানের ওপেনিং জুটিই গড়ে দেয় সফল রান তাড়ার ভিত। আফগানিস্তান এরপর দ্রুত ৩ উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিলেও অধিনায়ক সাকিব ও হৃদয় তা হতে দেননি। হৃদয় (১৯) আগেভাগে থামলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রানে। একমাত্র টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকদেরই।
এদিন ম্যাচের ৭.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। ফলে বন্ধ থাকে খেলা। ১ ঘণ্টা ৪০ মিনিট পর ফের খেলা শুরু হলে কমে আসে ম্যাচের পরিধি। তিন ওভার করে কাটা হয় ম্যাচের। তবে ম্যাচের শুরু থেকেই দারুণ বোলিং করেন বাংলাদেশের বোলাররা। শুরুটা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন। চতুর্থ বলে রহমানউল্লাহ গুরবাজের হাতে ছক্কা খাওয়ার পরের বলে আউট করেন তাকে। তার বাউন্সারে পুল করতে গেলে গুরবাজের ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। নিজেই সেই ক্যাচ লুফে নেন তাসকিন। তাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে ৫০ উইকেট পূরণ করেন তিনি।
এক ওভার পর ফিরে এক্সট্রা বাউন্সারে পরাস্ত করে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তাসকিন। কাট করতে গেলে ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ফলে পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। ২ উইকেটে তোলে ৩৪ রান। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। বৃষ্টির পরও চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। তবে নবম ওভারে দুইবার জীবন পান মোহাম্মদ নবি। আগের ম্যাচেই যিনি হাফসেঞ্চুরি করে আফগানদের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। তবে পরের ওভারেই উইকেটরক্ষক লিটনের ক্যাচে পরিণত করে তাকে ফেরান মুস্তাফিজ।
পরের ওভারে তো জোড়া ধাক্কা দেন সাকিব। প্রথম বলে ইব্রাহীম জাদরানকে ফেরানোর পর শেষ বলে ফেরান নজিবউল্লাহ জাদরানকে। তাতে বড় চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর করিম জানাতকে নিয়ে দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। ৪২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এ দুই ব্যাটার। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওমরজাই। ২১ বলে ২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২২ রান করেন ইব্রাহীম। ১৫ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলেন জানাত। বাংলাদেশের পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট নেন তাসকিন। এছাড়া ২টি করে উইকেট পান সাকিব ও মুস্তাফিজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পিএসএলে দল পেলেন নাহিদ ও লিটন
রাজশাহীর চারঘাট উপজেলায় সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ,জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখা
ক্ষেতেই নষ্ট হলো কৃষকের ৬ একর জমির পাকা ধান
আশুলিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল
ড্রেসকোড বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দিলেন এসএমপির কমিশনার রেজাউল
লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার
নারী ও শিশু দমন ট্রাইবুনাল -১ অফিস সহায়ককে অপহরণ : র্যাবের হাতে গ্রেফতার এক
'ফিলিস্তিনের সবাইকে হত্যা করো' বলা হলিউড অভিনেতার বাড়ি পুড়ে ছাই হয়েছে দাবানলে
হাসিনার ফাঁসির মঞ্চের প্রস্তুতি চলছে- জামায়াত সেক্রেটারি
বাড়তি লাভের আশায় সরিষার ফুল কেটে সবজি হিসেবে বিক্রি
আল্লামা ফুলতলী (র.)-এর ১৭তম ওফাত বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল আগামী বুধবার
৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল : ভারতীয় সেনাপ্রধান
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাঁচ দিনব্যাপী ইবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ব্যবসায়ীর জরিমানা
কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ