বিশ্বকাপের পরও ব্যস্ত থাকবে পাকিস্তান
১৮ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী দুই মৌসুমের সূচি চূড়ান্ত করেছে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এফটিপিতে কিছু পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল প্রকাশিত সেই সূচির মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। সেই সূচি পিছিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান । আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই সিরিজ খেলবে পাকিস্তান।
পিসিবির সংশোধিত সূচিতে পাকিস্তান এখন থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত এই সংস্করণে ১৯ ম্যাচ খেলবে। এর মধ্যে ১০ ম্যাচই পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে- যার ৫টি ঘরের মাঠে, বাকি ৫টি প্রতিপক্ষের মাঠে। অন্য ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ খেলবে পাকিস্তান। এ ছাড়াও ২০২৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। সেই সূচি পিছিয়ে এপ্রিলে নিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফেব্রুয়ারি-মার্চে নেওয়ার পরই ক্রিকইনফো জানিয়েছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি স্থগিত করতে পারে পিসিবি।
এছাড়া, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর রাখা হয়েছে। তখন দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচিতে রেখেছে পিসিবি। তখন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
সংশোধিত সূচি অনুসারে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে সরাসরি নিউজিল্যান্ডের বিমান ধরবে পাকিস্তান দল। এপ্রিলে পিএসএল শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিএসএল এখন ৩৪ দিনের টুর্নামেন্ট। রমজান মাসের কারণে পিএসএলের সূচি ১২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের বাইরে নিতে পারেনি পিসিবি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?