এই শীতেও নিউজিল্যান্ড সফর!
১৮ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
শীত মৌসুম এলেই যেন নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে এমন চিত্র নিয়মিত, গত ৮ বছরের মধ্যে ৬ষ্ঠ বারের মতো এবারও ডিসেম্বরে আছে নিউজিল্যান্ড সফর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে।নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে এখানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপরই বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডের পর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ষষ্ঠ সফর হবে এটি। ২০১৫-১৬ মৌসুমে সেখানে ৩টি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট। ২০২১ সালে ছিল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। গত বছরের শুরুতে ছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ। অক্টোবরে ছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।বাংলাদেশের সফর দিয়েই শুরু নিউজিল্যান্ডের এবারের মৌসুম। এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা পাকিস্তানের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুটি টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট।একই দিন আগামী দুই মৌসুমের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। সূচিতে কিছু পরিবর্তনও এসেছে। তাতে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর রাখা হয়েছে। তখন দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচিতে রেখেছে পিসিবি। তখন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড সফরসূচিতারিখ ম্যাচ ভেন্যু১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে ডানেডিন২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে নেলসন২৩ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে নেপিয়ার২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি নেপিয়ার২৯ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি মাউন্ট মঙ্গানুই৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি মাউন্ট মঙ্গানুই
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?