পদ্মা সেতুতে উঠবে বিশ্বকাপ ট্রফি
০১ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
প্রতিটি বিশ্বকাপের আগেই বিশ্বকাপের ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও এখন বিশ্বকাপের ট্রফি আছে বিশ্বভ্রমণে। মহাশূন্য থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে শুরু হয়েছে এবারের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুর। এরই মধ্যে ট্রফিটি ঘুরেছে ৮টি দেশ। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে ৭ আগস্ট। ৭ থেকে ৯ আগস্ট- এই তিন দিন বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও।
খবরটা আগের দিন পেলেও আনুষ্ঠানিকভাবে গতকালই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। পরে এই ক্রিকেটকর্তা তুলে ধরেন ট্রফি নিয়ে বিসিবির পরিকল্পনা, ‘এর আগেও এই ধরনের কার্যক্রম হয়েছে। বিশ্বকাপের আগে এটি আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ অগাস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে ফেরত নিয়ে যাওয়া হবে। এখন যে পরিকল্পনা, অবশ্যই আমরা একটি পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য ব্যবস্থা রাখব। এর বাইরে বিসিবিতে ক্রিকেটার, আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তাদের দেখার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে মিডিয়ারও।’
মহাশূন্য থেকে শুরু করে ভারত ছাড়াও এখন পর্যন্ত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে গেছে বিশ্বকাপের ট্রফি। ওই সব দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে হয়েছে ট্রফির ফটো সেশন। এই ধারাবাহিকতায় দেশের উল্লেখযোগ্য স্থাপনায় বিশ্বকাপ ট্রফির ফটো সেশনের জন্য পদ্মা সেতুকে বেছে নিয়েছে বিসিবি, ‘আইসিসির একটা চাহিদা, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের উল্লেখযোগ্য স্থানে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটো সেশন করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন... পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।’
বাংলাদেশ সফরের দ্বিতীয় অথবা তৃতীয় দিন সাধারণ ক্রিকেট প্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ, ‘আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, একটি শপিং মলে এটি (সবার দেখার জন্য) রাখার। এর আগেও এমন করা হয়েছিল। এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দেব।’ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জনসাধারণের জন্য কোথায় রাখা হবে ট্রফিটি। তবে এই ব্যাপারে প্রচ্ছন্ন ধারণা দিয়ে রাখলেন বিসিবি প্রধান নির্বাহী, ‘আমরা এরই মধ্যে দুটি (শপিং মলের) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলে আমাদের পরিকল্পনা রয়েছে। তাদের সাপ্তাহিক একটা বন্ধের দিন আছে। হয়তো ওভাবে মিলিয়ে নিয়েই আমাদের রাখতে হবে।’
বাংলাদেশ থেকে ১০ আগস্ট ট্রফিটি পৌঁছে যাবে কুয়েতে। সেখান থেকে বাহরাইন হয়ে ফিরবে ভারতে। পরে ১৬ আগস্ট আবার এটি ভ্রমণে বের হবে। সবশেষ ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে শেষ হবে প্রায় আড়াই মাসের এই ভ্রমণ। স্বাগতিক ভারতসহ সবমিলিয়ে ১৮টি দেশে ঘুরছে বিশ্বকাপের ট্রফিটি। এবার এমন কিছু দেশেও যাচ্ছে, যে দেশগুলোর নাম ক্রিকেটের ক্ষেত্রে বেশ কৌতূহলোদ্দীপক। কুয়েত ছাড়াও এ রকম দেশের তালিকায় আছে বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, ফ্রান্স ও ইতালি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছাড়াও এরই মধ্যে ট্রফিটা ঘুরে এসেছে পাপুয়া নিউ গিনি ও যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের বিশ^ায়নের জন্যই এমনটা করছেন বলে জানিয়েছে আইসিসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান