‘স্পেশাল’ কিছুর আশায় রোমাঞ্চিত মুশফিক
০৮ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
শ্রাবণের শেষ প্রহরে গোটা দেশ যেন পরিণত বৃষ্টির প্রথম ভালোবাসায়। সেই আবেগে ভাসিয়ে নিয়ে চলেছে ষঢ় ঋতুর শ্যামল এই দেশটিকে। তবে সেই ¯্রােতে ভেসে যায়নি ক্রিকেটপ্রেমীদের আবেগ। ভ্রমণের জন্য এদেশে আসা আইসিসি ওয়ানডে বিশ^কাপের ট্রফিটিকে যেন এখনই নিজেদের করে রেখে দিতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন ঝা চকচকে ট্রফিটি নিয়ে আসা হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিন সকালে অনুশীলন শুরুর আগে ট্রফির সঙ্গে দলীয় ফটোসেশন সেরে নেন জাতীয় ক্রিকেটাররা। যেখানে ফটোসেশন করে ফিটনেস অনুশীলনে যাবার তাড়া দেখিয়ে পরিচিত এক ফটোগ্রাফারকে তাসকিন আহমেদ যেমন শুরুতে বললেন, ‘তাড়াতাড়ি তোলেন ভাই...’। তবে ড্রেসিং রুম থেকে যখন ট্রফি নিয়ে বের হলেন মুশফিকুর রহিম, তখন তাদের হাতে যেন অফুরান সময়। হেলেদুলে মঞ্চে এসে পোডিয়ামে ট্রফি রাখলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। সেই ট্রফি কাছে পেয়ে ক্রিকেটারদের ব্যস্ততা যেন আর থামে না!
এদিন, শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে তৈরি করা মঞ্চে আগেই অবস্থান নেন ফিটনেস ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। কিছুক্ষণ পর ১১ কেজি ওজনের সোনালি ট্রফিটি দুই হাতে কোলে নেওয়ার মতো করে ড্রেসিং রুম থেকে নিয়ে আসেন মুশফিক। ট্রফি বহনের দৃশ্য ধারণে ব্যস্ত হয়ে পড়েন আইসিসির কন্টেন্ট ক্রিয়েটররা। মুশফিকের মুখের চওড়া হাসি যেন আরও বাড়িয়ে দেয় ট্রফির উজ্জ্বলতা। ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছবি তোলেন ট্রফির সঙ্গে। সহকারী কোচ নিক পোথাস ও ট্রেনার নিক লিও ছিলেন মঞ্চে। ছবি তোলা পর্ব শেষে অনুশীলনে যোগ দিতে চলে যান ক্রিকেটাররা।
মঞ্চের কাজ শেষে ট্রফি নেওয়া হয় মাঝমাঠে। সেখানে কিছুক্ষণ ধরে চলে ফটোসেশন। পরে মাঠকর্মীদেরও দেওয়া হয় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। প্রায় ঘণ্টাখানেকের এই পর্বের সমাপ্তির পর ট্রফি আনা হয় হোম অব ক্রিকেটের মিডিয়া প্লাজায়। শুরুতেই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয় বিকেএসপির ছাত্রদের। সকাল থেকে অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত ট্রফি দেখা ও ছবি তোলার সময় তাদের চোখে-মুখে দেখা যায় রোমাঞ্চের আভা। এরপর চলে সংবাদকর্মীদের ছবি তোলার পালা। এর মাঝেই আসেন ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার। কাঁচ ঘেরা বাক্সের সামনে দাঁড়িয়ে ছবি তোলার পর বিশ্বকাপ ট্রফিটি সরাসরি ছুঁয়ে দেখার মনোবাসনা প্রকাশ করেন তিনি।
কিছুক্ষণ পর ছবি তুলতে আসেন শিহাব জেমস, পারভেজ রহমান জীবনসহ অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন সদস্য। তাদের সঙ্গে নিয়ে ছবি তোলেন দুই সাবেক ক্রিকেটার বাশার ও আতহার আলি খান। পরে সংবাদমাধ্যমে আতহার বলেন, এবার তিনি ভালো কিছুর আশা করছেন জাতীয় দলের কাছ থেকে। অনুশীলন ক্যাম্পে রিপোর্টিংয়ের জন্য সকালে মিরপুরের বিসিবি একাডেমিতে আসেন নারী দলের ক্রিকেটাররা। বেলা ১২টার কিছুক্ষণ আগে তারাও আসেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। পরে দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে অনুভূতি প্রকাশ করে অধিনায়ক নিগার সুলতানা জানান, ‘এবার বাংলাদেশের কাছ থেকে প্রতাশ্যা বেশি’। সেখান থেকে নিয়ে লম্বা সময় ট্রফিটি রাখা হয় প্রেসিডেন্ট’স বক্সের সামনে। সেখানে বোর্ড পরিচালক ও অন্যান্য কর্তাব্যক্তিরা ছবি তোলেন।
বাংলাদেশ সফরের শেষ দিন ট্রফিটি দেখার সুযোগ পাবেন আগ্রহী জনসাধারণ। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে থেকে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি চলে যাবে কুয়েতে। গত ২৭ জুন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রায় দুই মাসে ১৯টি দেশ ঘুরবে ক্রিকেট বিশ্বকাপের এই ট্রফি।
ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর। প্রথম ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে গত আসরে ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়। ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স যেহেতু সবচেয়ে ভালো, সেহেতু তাদেরকে নিয়ে প্রত্যাশার পারদ রয়েছে উঁচুতে। ট্রফি বয়ে আনার পর প্রশ্নোত্তর পর্বে আগের বিশ্বকাপগুলোতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো করার প্রত্যয় শোনা যায় মুশফিকের কণ্ঠে, ‘অভিজ্ঞতা অবশ্যই বড় একটি বিষয়। তবে কাগজে-কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে আমি অনেক ভাগ্যবান যে শেষের চারটি বিশ্বকাপ খেলেছি। এবারও যদি খেলার সুযোগ পেয়ে থাকি, তাহলে অবশ্যই চাইব যে গত চারটা বিশ্বকাপ যেমন ফল পেয়েছি, তার চেয়ে অনেক অনেক ভালো করতে পারি।’ ওয়ানডেতে সম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ বিশ্বকাপও রাঙাবে, এমন প্রত্যাশা তার, ‘আমাদের সেই শক্তিমত্তা আছে, সেই বিশ্বাসটা আছে। তবে সব কিছু নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো শুরু করতে পারি। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ভালোভাবে শুরু করি। ওয়ানডেতে আমরা যেহেতু অভিজ্ঞ দল ও গত চার-পাঁচ বছর ধরে ধারাবাহিক খেলছি, তো অবশ্যই আশা তো করাই যায় যে অনেক ভালো একটা “স্পেশাল” (বিশেষ) কোনো ফল করব।’
বাংলাদেশ দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। মুশফিক, সাকিব আল হাসান, লিটন দাসের পাশাপাশি ব্যাটিংয়ে দৃঢ়তা যোগাতে আছেন তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। বোলিংয়ে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। তরুণদের জন্য বিশ্বকাপে নিজেদের মেলে ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার বড় সুযোগ দেখছেন মুশফিক, ‘আমার মনে হয়, এটা অবশ্যই অনেক বড় একটা সুযোগ তাদের জন্য। কারণ তারা গত যে কয়টা বছর খেলেছে, এরকম বড় কোনো ইভেন্টে খেলেনি। তবে তারা যেভাবে গত দুই-তিনটা বছর পারফরম্যান্স করেছে, আমার মনে হয়, এই একটা মঞ্চ, যেখানে তারা আরও ভালো পারফরম্যান্স করতে পারে। তারা যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয়... যেটা বললাম, অভিজ্ঞ ব্যাটসম্যান আছে এবং যারা গত দুই-তিন বছর ধারাবাহিকতা ধরে রেখেছে, তাদের পারফরম্যান্সে এবার আমাদের ফল অনেক ভালো হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান