ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড দলে বোল্ট-জেমিসন
০৯ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম
বিশ্বকাপ সামনে রেখে স্বস্তির খবর নিউজিল্যান্ড শিবিরে। কেন্দ্রিয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও ইংল্যান্ড সফরে কিউই ওয়ানডে দলে ট্রেন্ট বোল্ডকে রেখেছেন কোচ গ্যারি স্টেড। চোট কাটিয়ে টি-টোয়েন্টির পর ওয়ানডে দলেও ফিরেছেন আরেক পেসার কাইল জেমিসন।
দুই মাসও বাকি নেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। বিষয়টি মাথায় রেখেই বুধবার ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকায় তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।
উইলিয়ামসন অবশ্য দলের সঙ্গী হবেন এই সফরে। দলের সঙ্গে থেকেই মাঠের ফেরার লড়াইয়ে পুনর্বাসন চলবে তার। চার মাস আগে আইপিএলে চোট পেয়েছিলেন। সম্প্রতি হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।
সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখে এই সফর থেকে ছুটি দেওয়া হয়েছে লেগ স্পিনার ইশ সোধিকে। চোটের কারণে বাইরেই থাকছেন স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজে খেলবেন না ব্যাটসম্যান মার্ক চাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিউ জিল্যান্ডের হয়ে কোনো সংস্করণেই খেলেননি বোল্ট। ওয়ানডে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সময়ই তিনি বলেছিলেন, সুযোগ পেলে জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান। তাকে দলে পেতে, বিশেষ করে বিশ্বকাপে তাকে পেতে আগ্রহের কথা কোচ স্টেড ছাড়াও নানা সময়ে জানান নিউ জিল্যান্ড ক্রিকেট সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ক্রিকেট বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন বোল্ট। সবশেষ তিনি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। সেখানে ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। আর জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের এপ্রিলে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের জুনে ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচে।
ইংল্যান্ড সফরের আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি খেলবেন ২৮ বছর বয়সী এই পেসার।
ইংল্যান্ড সফরে নিউ জিল্যান্ডের চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ সেপ্টেম্বর। এর আগে ইংল্যান্ডে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেটির দল ঘোষণা করা হয়েছে আগেই।
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা এই দুই দল এবারের বিশ্বকাপে মুখোমুখি হবে প্রথম ম্যাচেই। ইংল্যান্ড সফরের পর বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ খেলবে নিউ জিল্যান্ড।
ইংল্যান্ড সফরের নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি, উইল ইয়াং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর