লঙ্কান নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি
২১ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
পেসার প্রামোদ মাদুশানের বাউন্সার ঠিকমতো খেলতে পারলেন না লাহিরু মাদুশানকা। তবে বল ব্যাটের কানায় লেগে কিপারের মাথায় পর দিয়ে চলে গেল বাউন্ডারিতে। মাদুশানকা ছুটে গিয়ে আলিঙ্গনে বাঁধলেন উইকেটের সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ডাগআউট থেকে ছুটে এসে তাদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন দলের অন্য ক্রিকেটাররা। চেয়ার ছেড়ে ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে তিনি খেলতে পারেননি ফাইনালে। তবে টুর্নামেন্টের নায়ক তো তিনিই! গতপরশু রাতে রুদ্ধশ্বাস ফাইনালে ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) চ্যাম্পিয়ন হলো বি লাভ ক্যান্ডি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ডাম্বুলা করতে পারে ১৪৭ রান। এলপিএলের চার আসর মিলিয়ে ফাইনালে আগে ব্যাটিং করে সর্বনিম্ন স্কোর এটিই। জবাবে ১ উইকেটে ৯৪ রানের শক্ত অবস্থানে থেকেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে পথ হারাতে বসেছিল ক্যান্ডি। তবে আসিফ আলির ১০ বলে ১৯ রানের ক্যামিও এবং ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে আসা ক্যান্ডিই শেষ পর্যন্ত জিতল ট্রফি। এলপিএল পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম তিন আসরে শিরোপা জিতেছিল জাফনা ফ্র্যাঞ্চাইজি।
প্লে অফে আগের দুই ম্যাচে জয়ের নায়ক ও ক্যান্ডির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ফাইনালে খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। তবু আসরের সর্বোচ্চ স্কোরার ও সর্বোচ্চ উইকেট শিকারি এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ১০ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করে ১৮৯.৭৯ স্ট্রাইক রেটে হাসারাঙ্গা করেন ২৭৯ রান। সবচেয়ে বেশি ১৪টি ছক্কা মারেন তিনিই। হাত ঘুরিয়ে ১০ ইনিংসে ওভারপ্রতি ¯্রফে ৫.৫১ করে রান দিয়ে তার প্রাপ্তি ১৯ উইকেট। এলিমিনেটর ম্যাচে মাত্র ৯ রান দিয়ে নেন ৬ উইকেট। আসরে ১৫ উইকেটও নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নিতে পেরেছেন হাসারাঙ্গারই সতীর্থ পেসার নুয়ান প্রদীপ।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আভিশকা ফার্নান্দোকে হারায় ডাম্বুলা। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৫৭ রানের জুটিতে দলকে টানেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা। তবে চতুরঙ্গা ডি সিলভার একই ওভারে দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে গেলে কমে যায় রানের গতিও। অধিনায়ক মেন্ডিস ২৩ বলে ২২ ও সামারাবিক্রমা ৩০ বলে করেন ৩৬ রান। মাঝে ৩৫ বলে আসেনি কোনো বাউন্ডারি। মোহাম্মদ হাসনাইনকে টানা দুই ছক্কায় সেই খরা কাটান ধানাঞ্জায়া ডি সিলভা। চতুর্থ উইকেটে কুসাল পেরেরার সঙ্গে তিনি গড়েন ৪৬ বলে ৬৩ রানের ইনিংস সেরা জুটি। ৩ ছক্কায় ২৯ বলে ৪০ রান করে আউট হন ধানাঞ্জায়া। পেরেরা অপরাজিত রয়ে যান ২৫ বলে ২ চার ও এক ছক্কায় ৩১ রান করে।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে ফেলেন ক্যান্ডির দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস। পরের ওভারে হারিসের (২২ বলে ২৬) বিদায়ে ভাঙে ৪৯ রানের শুরুর জুটি। একটা পর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ক্যান্ডির প্রয়োজন ছিল ৪৫ বলে ৫৪ রান। এরপরই ২১ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মেন্ডিস ৩৭ বলে করেন ৪৪ রান, দিনেশ চান্দিমাল ২২ বলে ২৪, চাতুরাঙ্গা খুলতে পারেননি রানের খাতা। শষ চার ওভারে দরকার ছিল ৩৭ রান। আসিফের ২ চার ও এক ছক্কায় ১০ বলে ১৯ রানের ছোট্ট ঝড়ো ইনিংসে কমে আসে ব্যবধান। শেষের আগের ওভারে চতুর্থ ও পঞ্চম বলে চার মেরে শেষ ওভারে সমীকরণ ৬ রানে নামিয়ে আনেন ম্যাথিউস। সেখানে প্রথম চার বলে আসে ৫ রান। এরপর মাদুশানকার ওই বাউন্ডারি এবং ক্যান্ডির শিরোপা জয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত