অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেই লাবুশেন
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
বড় ধরণের কোনো চমক ছাড়াই বিশ্বকাপের জন্য দল ঘোষাণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই দলে জায়গা হয়নি মার্নাস লাবুশেনের। দলে অলরাউন্ডার রয়েছেন বেশ কয়েকজন।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তার ওয়ানডের পারফরম্যান্স আশানুরুপ নয়। তিনি ছাড়াও ১৭ সদস্যের প্রোটিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন তরুণ স্পিনার জেসন সাঙ্গা।
দলে মোটামুটি অলরাউন্ডার ভর্তি। রয়েছেন মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট ও অ্যাস্টন অ্যাগারের মতো তারকা খেলোয়াড়।
দলের ব্যাটিং বিভাগের নেতৃত্বে থাকবেন ডেভিড ওয়ার্নার, স্মিথ, ট্র্যাভিস হেডরা। এছাড়াও মার্শ, ম্যাক্সওয়েল, স্টইনিস ও ক্যামেরন গ্রিদের নিয়ে দলের ব্য়াটিং গভীরতা অনেক। উইকেটকিপার হিসেবে থাকছেন অ্যালেক্স কেয়ারি ও জশ ইংলিস।
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেজেলউডের মতো অভিজ্ঞরা পেস বোলিং বিভাগ সামলাবেন। এছাড়াও শন অ্যাবটকে দলে নেওয়া হয়েছে ব্যাক আপ পেসার হিসাবে। অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগারের উপরে থাকবে দলের স্পিনের দায়িত্ব। ফলে বলা যেতেই পারে খুবই ভারসম্যপূর্ণ দল নিয়ে ভারতে বিশ্বকাপ অভিযানে নামবে অস্ট্রেলিয়া।
তবে দলটিতে অস্বস্তির জায়গাও রয়েছে। কামিন্স, ম্যাক্সওয়েল, স্মিথ, স্টার্কের মত ক্রিকেটারেরা চোট কাটিয়ে এখনও ম্যাচে ফিরতে পারেননি। এই দলটিই মাসের শেষের দিকে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। আইসিসিকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে ২৮ সেপ্টেম্বর। এই সময়ের মাঝে দলকে আরও পরখ করতে চায় সিএ। দল ঘোষণার পর এ নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
“প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল তাদের খেলার প্রোগ্রামে ফিরে আসার পথে রয়েছেন। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে বাছাইয়ের জন্য তাদের পেত দল প্রস্তুত।”
“চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে তারা এখনও আটটি একদিনের ম্যাচ খেলবে। এছাড়াও তারা দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে এই খেলাগুলোই দলকে তৈরি করে দেবে।”
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা