শেষটা অন্তত জয়ে রাঙাতে চান সাকিব
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
এশিয়া কাপ থেকে এখন আর কী চাওয়ার থাকতে পারে বাংলাদেশের? আজ ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি খেলবে সাকিব আল হাসানের দল। কলম্বোর প্রমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগেই নিশ্চিত হয়ে গেছে, ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। আর গতকাল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলেও ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। আবহাওয়া তথ্য বলছে, বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।
নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় এই ম্যাচটি নিয়ে খুব একটা ভাবনা নেই বাংলাদেশের। সে কারণেই গুরুত্বহীন শেষ ম্যাচটির আগে দলীয় অনুশীলনটাও করেননি জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলনে না নামার আরও একটি কারণ আছে। সেটি হলো অনুশীলনের জন্য উপযুক্ত মাঠের অভাব আর বৃষ্টির আশঙ্কা। বাংলাদেশের এই ম্যাচটিতে হারানোর কিছু নেই। বাস্তবিকপক্ষে পাওয়ার কিছু না থাকলেও একেবারেই যে কিছু নেই সেটা বলা যাবে না। কেননা ম্যাচটিতে জয় পেলে এশিয়া কাপের মিশনে প্রাপ্তির খাতায় যোগ হবে ভারত বধের কথা। এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান যখন এমন, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে কী চান অধিনায়ক সাকিব? গতকাল শ্রীলঙ্কায় সাকিবকে এমন প্রশ্নই করেছিলেন সাংবাদিকেরা। এই প্রশ্নের উত্তরে সাকিব যেন একটু মজাই করলেন। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করেছেন তিনি, ‘আপনার লক্ষ্য কী থাকত?’ এর উত্তরে ওই সাংবাদিক বলেছেন, ‘আমি তো জিততে চাইতাম।’ এরপর সাকিবও বলেন, ‘আমরাও জিততে চাইব।’
এই আলোচনার প্রসঙ্গ ধরে আরেক সাংবাদিক সাকিবকে বলেন, ‘এশিয়া কাপ থেকে তো বাংলাদেশের এখন আর চাওয়া-পাওয়ার কিছু নেই। তাহলে ভারতের বিপক্ষে ম্যাচে লক্ষ্য কী থাকবে...।’ প্রশ্ন হওয়ার আগেই সাকিব উত্তর দেওয়া শুরু করে দেন। তিনি বলেন, ‘অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। আমরা চাইব, ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন সাকিবরা। এশিয়া কাপের ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়বে কি না, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘প্রভাব পড়তে পারে।’ এটুকু বলে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আবার তিনি বলেছেন, ‘না-ও পড়তে পারে।’
প্রসঙ্গক্রমে আসে এশিয়া কাপে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যর্থতার কথা। এশিয়া কাপে দলের কোন বিষয়গুলো নিয়ে সাকিব সন্তুষ্ট নন- এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এটা সংবাদমাধ্যমে বলার বিষয় নয়। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে আলোচনা হবে।’
এদিকে, ম্যাচটিতে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখার কথা ভাবছে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারত। তবে প্রতিপক্ষ বাংলাদেশকে তারা ছোট করে দেখছে না। কলম্বোয় দুই দলের চ্যালেঞ্জিং লড়াইয়ের কথা বলেছেন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে। গতকাল সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলছেন, ‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। তাদের কোয়ালিটিফুল ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে খেলার সময় দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।’ বাংলাদেশের সঙ্গে ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে বলে মন্তব্য পরশের, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’
এদিকে মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুররা ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই খেলছেন। মোহাম্মদ শামি কেন দলে জায়গা পাচ্ছেন না সে প্রসঙ্গ তোলা হয় ভারতীয় এই কোচের সামনে। জবাবে তিনি বলেন, ‘শামির মতো কাউকে বসানো মোটেই সহজ নয়। ওর অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দেশের হয়ে যা করেছে তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। ওরাও জানে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা দলের ভালোর জন্যই হয়। তবে আমাদের দলে স্বচ্ছ এবং পরিষ্কার আলাপ-আলোচনা হয়। ক্রিকেটারেরা আমাদের ওপর আস্থা রাখে। কাউকে যদি বাদ দেওয়া হয় তা হলে সেই সিদ্ধান্তের কারণ ওই ক্রিকেটারের সামনে খুলে বলি।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করে আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। দেশে ফিরেও বিশ্রামের সুযোগ পাবেনা ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ কিংবা ম্যানেজমেন্টের কেউই। কেননা নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিও যে নিতে হবে জোরেশোরে। তারুন্য নির্ভর এশিয়া কাপের দল নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটি থেকে সরে এসে আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞদের দিকেই যে পাখির চোখ করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা
ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে
ইতিহাসে প্রথমবারের মতো বিমানের মাসিক বিক্রয় ৯০০ কোটি টাকা ছাড়ালো
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!