শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
টপ অর্ডারদের ব্যর্থতা সামাল দিয়ে দলকে লড়াইয়ে ফেরালেন সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয়। শেষ দিকে দারুণ ব্যাটিং করলেন নাসুম আহমেদ, মেহেদি হাসানরা। ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো পুঁজি পেল বাংলাদেশও।
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করেছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের ইনিংসের প্রাণ চতুর্থ উইকেটে সাকিব-হৃদয়ের ১০১ রানের জুটি। সর্বোচ্চ ৮০ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে। ৫৪ রান হৃদয়ের। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে ৮, ৯ ও ১০ নম্বর ব্যাটার নাসুম, মেহেদি ও তানজিদ করলেন যথাক্রমে ৪৪. অপরাজিত ২৯ ও অপরাজিত ১৪। ৬ উইকেটে ১৬১ রান থেকে ২৬৫ রানের সংগ্রহে খুশি হওয়ারই কথা সাকিবদের।
দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। যথারীতি ব্যাট হাতে ব্যর্থ লিটন কুমার দাস। এই কিপার-ব্যাটার বোল্ড হন ব্যাট প্যাডের মাঝের ফাঁক দিয়ে। তানজিদ দারুণ তিনটি বাউন্ডারিতে ভালো কিছুর আভাস দিয়েছিলেন। তিনিও লিটনের পথ ধরেন পুল করতে গিয়ে ইনসাইড এজ বোল্ড হয়ে।
দলে ফেরা এনামুল হক উইকেটে গিয়েই ধুঁকতে থাকেন। ভুল শট নির্বাচনে বল খাড়া আকাশে তুলে দিয়ে আউট হন দৃষ্টিকটুভাবে। শার্দুলের এক ওভারে দুবার জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মিরাজ।
এরপরই হৃদয়কে নিয়ে ইনিংস মেরামত করেন সাকিব। দারুণ এগুচ্ছিল এই জুটি। ঠাকুরের বলে ইনসাইড এজ বোল্ড হয়ে সেঞ্চুরি মিস করেন দলনায়ক। ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রান আসে তার ব্যাট থেকে।
পরের ওভারেই রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লউ হয়ে যান শামিম হোসেন। এই উইকেট দিয়ে কপিল দেবের পর প্রথম ভারতীয় হিসেবে ২০০ উইকেট ও ২ হাজার রানের ডাবল পূর্ণ করেন জাদেজা।
১৪তম ওভারে উইকেটে আসা হৃদয়ে লড়াই থামে ৪২তম ওভারে। দলীয় স্কোর তখন ৭ উইকেটে ১৯৩। প্রিয় পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে তিলক ভার্মাকে দেন ক্যাচ। ৮১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান হৃদয়ের।
নাসুম-মেহেদি জুটি থেকে আসে ৩৬ বলে ৪৫ রান। আর নাসুম ৬ চার ও এক ছক্কায় ৪৫ বলে ৪৪ রান করে ফেরেন। এরপর তানজিম হাসান সাকিবকে নিয়ে ১৬ বলে ২৭ রান যোগ করেন মেহেদি। ২৩ বলে তিন চারে ২৯ রান আসে মেহেদির ব্যাট থেকে।
৬৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ঠাকুর। ৩২ রানে দুটি নেন মোহাম্মদ শামি।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে 'নিয়ম রক্ষা'র ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই দলের ভাগ্যই আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় দুই দলই একাদশে আনে বেশ কিছু পরিবর্তন।
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করা রোহিতের দলে পরিবর্তন পাঁচটি। দলটিতে ওয়ানডে অভিষেক হয়েছে তিলক ভার্মার।
পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ দলে পরিবর্তন ৫টি। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তানজিম হাসানের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিদ ১৩, লিটন ০, এনামুল ৪, সাকিব ৮০, মিরাজ ১৩, হৃদয় ৫৪, শামিম ১, নাসুম ৪৪, মেহেদি ২৯*, তানজিম ১৪*; অতিরিক্ত ১৩; শামি ৮-১-৩২-২, ঠাকুর ১০-০-৬৫-৩, কৃষ্ণ ৯-০-৪৩-১, প্যাটেল ৯-০-৪৭-১, তিলক ৪-০-২১-০, জাদেজা ১০-১-৫৩-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন
ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা
ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে
ইতিহাসে প্রথমবারের মতো বিমানের মাসিক বিক্রয় ৯০০ কোটি টাকা ছাড়ালো
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা