নাসিমের বিশ্বকাপও শঙ্কায়!
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
এশিয়া কাপে গতপরশু রাতে শ্রীলঙ্কার কাছে হারের পর শঙ্কার কথাটা জানান বাবর আজম। পেসার নাসিম শাহকে বিশ্বকাপের শুরুতে না-ও পাওয়া যেতে পারে, এমন ইঙ্গিত দেন পাকিস্তান অধিনায়ক। ডান কাঁধের চোট থেকে নাসিম শাহ কত দিনের মধ্যে সেরে উঠবেন, তা নিয়ে এখনো পরিষ্কার করে কিছু বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকে নাসিম ফিট থাকবেন কি না, বাবর সে বিষয়ে নিশ্চিত নন।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন নাসিম। আরেক পেসার হারিস রউফও চোট পান। হারিসকে বিশ্বকাপের শুরু থেকেই ফিট হিসেবে পাওয়ায় আশাবাদী পাকিস্তান। এশিয়া কাপে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নাসিমের বদলি খেলোয়াড় নিলেও হারিসের ক্ষেত্রে তা করেনি। স্কোয়াড থেকে হারিসকে অফিশিয়ালি বাদ দেওয়া হয়নি। কিন্তু নাসিমের বদলি হিসেবে পরশুরাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন পেসার জামান খান। এ ম্যাচে ২ উইকেটের হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর দুই পেসারের চোট নিয়ে কথা বলেন পাকিস্তান অধিনায়ক বাবর। বিশ্বকাপে নাসিম ও হারিস রউফকে না পেলে বিকল্প পরিকল্পনা কী, ম্যাচ শেষে জানতে চাওয়া বাবর বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই... তাদের (চোটে) পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’
নাসিমের চোট কতটা গুরুতর সে বিষয়ে পিসিবি এখনো কিছুই জানায়নি। ডান কাঁধের নিচের মাংসপেশির এই চোটের স্ক্যান করাতে এখন দুবাইয়ে আছেন নাসিম। যদিও নাসিমের চোটের প্রবণতা নতুন নয়। ২০ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর পিঠের চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন। ফেরার ছয় সপ্তাহ পর কাঁধের চোটের কারণে আবারও এক মাসের জন্য বাইরে ছিটকে পড়েন। তবে এই নাসিমই আবার তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের অন্যতম সেরা বোলার। ওয়ানডের কথাই ধরুন, গত বছর এই সংস্করণে অভিষেকের পর পাকিস্তানের হয়ে আর কেউ তার চেয়ে বেশি উইকেট পাননি। ১৪ ম্যাচে নিয়েছেন ৩২ উইকেট। গড় ১৬.৯৬!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদারীপুরে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁদপুরে জাহাজে খুন হওয়া ২ জনের বাড়ী লোহাগড়ায়
শ্রীনগরে রানা কাজীর লাশের অপেক্ষায় বাড়িতে চলছে স্বজনদের আহাজারি
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে
রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম
বই আত্মার মহৌষধ
তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান
সারবাহী জাহাজে ৭ খুন : দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
গণতন্ত্র ও সাম্যের পথে এগিয়ে চলা বাংলাদেশ রুখে দেয়া আর সম্ভব নয়
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
রাইখালী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
ফরিদগঞ্জে গো-খাদ্যের তীব্র সঙ্কট
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার জব্দ