উডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ক্লাসেন
২২ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরির পর আবেগ সামলাতে পারেননি এনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকান এই মারকুটে ব্যাটার বুনো উল্লাসে মাতেন মার্ক উডের সামনে। ভুল বুঝতে অবশ্য সময় লাগেনি এই কিপার-ব্যাটারের। এজন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপের ২০তম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ পর্যন্ত ২২৯ রানে জেতে প্রটিয়ারা। ম্যাচে ৬৭ বলে ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যান অব দা ম্যান নির্বাচিত হন ক্লাসেন।
উডকে বাউন্ডারি হাঁকিয়েই তিন অঙ্কের জাদুকরী সংখ্যায় পৌঁছান ক্লাসেন। এজন্য উড ছিলেন তার কাছেই। উডের সামনে গিয়ে গর্জে উঠেছিলেন তিনি। পরে মার্ক উডের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। আইসিসিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও শেয়ার করেছে।
ম্যাচ শেষে ক্লাসেন বলেন, ‘আমি তাকে কিছু বলিনি। আমি তাঁর কাছে গিয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তিনি আমার পায়ে দুবার আঘাত করেছিলেন, যা বেশ ব্যথা দিয়েছিল। এটি কেবল আবেগ ছাড়া কিছুই নয়। আর হ্যাঁ, আবারও আমি তার জন্য ও তার সতীর্থদের জন্য দুঃখিত। তবে এটি কেবলই আবেগ, যা ঐ সময় বেরিয়ে গেছে। আর কখনও কখনও এটি নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমি সরাসরি ক্ষমা চেয়েছিলাম এবং খেলার পরে তার সঙ্গে কথাও বলেছিলাম। আশা করি আমার পক্ষ থেকে সবকিছু পরিষ্কার করা হয়েছে।’
‘চোকার’ তকমাটা প্রটিয়াদের বেশ পুরোনো। এ নিয়েও কথা বলেন ক্লাসেন। তিনি মনে করেন, দুটি ম্যাচেই তার দল দেখিয়েছে চাপের মধ্যে কতটা ভালো পারফর্ম করতে পারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সের কথা উঠলে কেউ আমাদের ওপর এই লেবেল লাগিয়েছে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। ভাগ্য আমাদের পাশে ছিল না এবং অবশ্যই কিছু ম্যাচে আমরা আমাদের কৌশল অনুযায়ী পারফর্ম করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আপনি যদি আমাদের পারফরম্যান্স দেখেন, আমরা বিশ্বকাপের ইতিহাসে খুব ভালো কিছু ম্যাচ খেলেছি। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের বর্তমান দল গত তিন বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমাদের সব খেলোয়াড়ই অভিজ্ঞ এবং এখনই সময় বিশ্বকে দেখানোর যে চাপের পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকানরা খুব ভালো পারফর্ম করে। আমরা আগেও এটা করেছি।’
ক্লাসেনের এটি বছরের তৃতীয় সেঞ্চুরি। মুম্বইয়ের গরম আর আর্দ্র পরিবেশে খেলা এই ইনিংসটিকে তার ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেছেন। ক্লাসেন বলেন, ‘কন্ডিশন বিবেচনায় এটা আমার সেরা সেঞ্চুরিগুলোর একটি। আমি শারীরিকভাবে ভালো ছিলাম না কিন্তু মানসিকভাবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যক্তিগত রিসর্টে মেলোনির সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের, ভরালেন প্রশংসায়
খুনি হাসিনা আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে' : সারজিস আলম
অন্য দেশের রাজনীতিতে নাক গলাচ্ছেন! মাস্ককে তোপ নরওয়ের
কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় চাঞ্চল্যকর ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ড
প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে : দুলু
মামলা থেকে খালাস পেলেন বিয়ানীবাজার বিএনপির ৬১ নেতাকর্মী
পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ
আজহারীর রাজনীতিতে নামার পূর্বাভাস! এখনই অবস্থান স্পষ্ট করার দাবি
মিয়ানমার সীমান্তে গোলার শব্দ, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
একাদশে ভর্তি শুরু ১৫ জুন থেকে
জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময়
শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক
সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় নাগরিক
নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন কর্মকর্তা অবরুদ্ধ
আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর
নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: শামা ওবায়েদ