শুধু রানিংটাই হলো না সাকিবের
২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার পর থেকে বাংলাদেশের অনুশীলনে সব নজর সাকিব আল হাসানের দিকে। পুনেতে নিবিড় অনুশীলন করার পরও শেষ মুহূর্তে ম্যাচ খেলেননি। মুম্বাইতেও ব্যাটিং অনুশীলনে তাকে দেখা গেছে তৎপর। তবে রানিং করেননি মাংসপেশির চোটে থাকা বাংলাদেশ অধিনায়ক। কিছুটা অসুস্থ থাকায় এদিন অনুশীলনে দেখা যায়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারি কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন।
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর ২টা থেকে ছিল বাংলাদেশের অনুশীলন। দুপুর ১টাতেই মাঠে চলে আসে দল। অধিনায়ক সাকিব শুরুতেই মাঠে এসে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামকে নিয়ে মাঠে ঢুকেন। মাঝের উইকেটে এসে ঘুরে দেখার পর বেশ ফুরফুরে মেজাজে সতীর্থদের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে। ওয়ার্মআপে গা গরমের ফুটবলেও স্বাভাবিক ছিলেন সাকিব। পরে তিন দফায় প্রায় ঘন্টাখানেক ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
অনুশীলনে এমনিতেই বোলিংয়ের প্রস্তুতি কম নিতে দেখা যায় সাকিবকে। এবারও বোলিং করেননি। পরে ডাগআউটে এসে নাজমুল হোসেন শান্তর সঙ্গে খোশগল্পে মাতেন সাকিব। বেশ ফুরফুরে মেজাজে পাওয়া যায় তাকে। ওয়ার্মআপে গা গরমের ফুটবলেও সাকিব ছিলেন স্বাভাবিক। শেষ বিকেলে সাকিব রানিং করেন কিনা তা নিয়ে আগ্রহ ছিল সবার। তবে শ্রীরামের সঙ্গে আলাদা করে কথা বলে অনুশীলন থামিয়ে চলে যেতে দেখা যায় তাকে।
ব্যাটিং অনুশীলনে শুরুতে নক করার পর পেসারদের নেটে সময় কাটান সাকিব। পরে থ্রো ডাউনে খেলে প্রবেশ করেন স্পিনারদের নেটে। স্পিন বল এগিয়ে এসে বড় শটের চেষ্টা করেছেন। বেশিরভাগ বলেই টাইমিং গড়বড় হচ্ছিল তার। দুই দফা অনুশীলনের পর মিনিট বিশেকের বিশ্রাম নিয়ে আবার ফেরেন থ্রো ডাউনে। গতিময় বল খেলার চেষ্টা করেছেন। অভিপ্রায় ছিল বড় শটের। সব মিলিয়ে তাকে ৫০ মিনিটের মতো ব্যাট করতে দেখা যায়। এর আগে তানজিদ হাসান তামিম, লিটন দাসদের দেখা গেছে বড় শটের চেষ্টায়। গত তিন ম্যাচে রান না পাওয়া নাজমুল হোসেন শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে পোথাসের সঙ্গে হালকা রানিং করেন। বল হাতে থাকলেও তাকে হাত ঘোরাতে দেখা যায়নি।
পুনেতেও ভারতের বিপক্ষে ম্যাচের দুদিন আগে ৪৫ মিনিট নেটে কাটিয়েছিলেন সাকিব। সেদিন হালকা রানিংও করেছিলেন। ম্যাচের আগের দিন তার খেলা নিয়ে তবু সংশয়ের কথা জানান প্রধান কোচ হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় এমআরআই প্রতিবেদনের উপর নির্ভর করছিল তার খেলা, না খেলা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে নামতে দেখা যায় সাকিবকে। খেলার আভাস ছিল স্পষ্ট। কিন্তু পরে ম্যাচে নামতে দেখা যায়নি সাকিবকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাম পায়ের মাংসপেশির চোটে পড়েন সাকিব। এই চোট নিয়ে ওই ম্যাচে বোলিং-ফিল্ডিং করলেও পরে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। একাধিকবার এমআরআই করা হলেও তার অবস্থা পরিষ্কার করে জানায়নি দল। তবে সূত্র মারফত জানা গেছেন, গ্রেড ওয়ান টিয়ারে ভুগছেন তিনি। এই ধরণের চোটে সাধারণ দশ দিন বিশ্রাম নিতে হয়। চেন্নাইতে ম্যাচ খেলার নয়দিন হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আছে আরও দুদিন সময়। সাকিবকে সেদিক থেকে পাওয়ার সম্ভাবনা প্রবল। এখন ম্যাচের আগের দিন তিনি রানিং করেন কিনা তা দেখার অপেক্ষায়।
আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটি হেরে বিপাকে আছে সাকিবের দল। আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জেতার বিকল্প নেই। জিততে হলে সাকিবকেও ভীষণ প্রয়োজন হবে দলের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিরানী-আমতলা সড়কে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
বিরলে অতিরিক্তি সচিব ড. নুরুন নাহারের কৃষি প্রকল্প পরিদর্শন
মহেশপুর ভারতের কবল থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করলো বিবিজি
বিআরডিবিকে অধিদফতরে রূপান্তর করা হবে : আসিফ মাহমুদ
মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার ঘৃণ্য পরিকল্পনা ইসরাইলের
যখনই নির্বাচন হোক বিএনপিই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ
কুমিল্লায় তিন ফসলি কৃষিজমি রক্ষায় মতবিনিময় সভা
স্নাতকধারীদের জন্য বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেবে আইএসডিবি-আইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ
নরসিংদীতে তাঁত বোর্ড চেয়ারম্যানসহ ১৪ কর্মকর্তা অবরুদ্ধ
বিএনপি মহাসচিবের সাথে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ
অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে বেলা ও দুই আইনজীবীর নাম ঘোষণা
বিক্ষোভের মুখে মোংলায় বিএনপির কমিটি গঠন স্থগিত
নোয়াখালীতে অবৈধ বালু মহাল বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
নোবিপ্রবিতে ‘বাংলাদেশে বয়স্কদের স্বাস্থ্য ও পরিচর্যা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জুনে নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন : দুলু
তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ আর নেই
আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন প্রেসিডেন্ট
ব্যক্তিগত রিসোর্টে মেলোনির সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের, ভরালেন প্রশংসায়