শ্রীলঙ্কাকে অল্পতেই গুটিয়ে দিল নিউজিল্যান্ড
০৯ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়টা দরকার খুব। এমন সমীকরণের সামনে জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের বোলাররা। তবে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনারদের সামনে অস্বস্তি হয়ে দাঁড়িয়ে গেলেন মাহিশ থিকশানা। তার লড়াকু ইনিংসেই লড়াইয়ের যা একটু সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৬.৪ ওভারে ১৭১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। লঙ্কানদের শেষ উইকেট জুটি থেকে এসেছে ৮৭ বলে সর্বোচ্চ ৪৩ রান।
২৩.৩ ওভারে ১১৩ রানে ৮ উইকেট হারানোর পর কিউইদের অপেক্ষা বাড়ান থিকশানা। এই স্পিনিং অলরাউন্ডার ৯১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ ব্যাটার দিলশান মাদুশানকা করেন ৪৮ বলে ১৯ রান।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং সার্ফেসে বৃহস্পতিবার টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন কিউই অধিনায়ক। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে সময় নেননি দলের বোলাররা। দ্বিতীয় ওভারে পাথুম নিশানকার কট বিহাইন্ডের মাধ্যমে শুরু। নিয়মিত বিরতিতে উইকেট উদযাপন শুরু করে ব্ল্যাক ক্যাপস বাহিনী।
পঞ্চম ওভারের প্রথম বলে কুসল মেন্ডিসকে ক্যাচ আউটে পরিণত করেন বোল্ট। এর মাধ্যমে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি পেসার। পরের নেন আরও দুই উইকেট।
লঙ্কানদের ফিফটি জুটি নেই একটিও। ত্রিশোর্ধো জুটি তিনটি। বিশোর্ধো ইনিংস খেলতে পারেন কেবল কুসল পেরেরা ও থিকশানা। ঝড়ো ব্যাটিংয়ে ওপেনার পেরেরা ফিফটি তুলে নিয়েই আউট হয়ে যান ২৮ বলে ২ ছক্কা ও ৯ চারে ৫১ রান করে।
শ্রীলঙ্কার সেমির আশা আগেই শেষ। তাদের লক্ষ্য ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য লঙ্কানদের।
৮ ম্যাচে ৪টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের সাথে ৮ খেলায় ৮ করে পয়েন্ট নিয়ে সেমির দৌঁড়ে আছে পাকিস্তান ও আফগানিস্তানও। লিগ পর্বের শেষ ম্যাচে তিন দলই জিতলে পয়েন্ট হবে সমান ১০ করে। তখন নেট রান রেট বিবেচনায় এগিয়ে থাকা দল সেমিকে খেলার সুযোগ পাবে।
আট ম্যাচে শ্রীলঙ্কার জয় দুটিতে। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হারের ম্যাচে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে তারা। কিন্তু শেষ ম্যাচে হেরে গেলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারানোর শঙ্কায় পড়বে লংকানরা।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১০১বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-নিউজিল্যান্ড। এরমধ্যে শ্রীলংকার জয় ৪১টিতে, নিউজিল্যান্ডের জয় ৫১টিতে। ১টি ম্যাচ টাই ও ৮টি পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্বমঞ্চে জয়ের ক্ষেত্রে এগিয়ে শ্রীলংকা। ৬টিতে জিতেছে তারা। ৫টিতে জয় আছে কিউইদের।
গত মার্চে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।
শ্রীলংকা: ৪৬.৪ ওভারে ১৭১ (নিশানকা ২, পেরেরা ৫১, মেন্ডিস ৬, সাদিরা ১, আসালাঙ্কা ৮, ম্যাথিউস ১৬, ধনাঞ্জয়া ১৯, করুনারত্নে ৬, থিকশানা ৩৯*, চামিরা ১, মাদুশানকা ১৯; অতিরিক্ত ৩; বোল্ট ১০-৩-৩৭-৩, সাউদি ৮-০-৫২-১, ফার্গুসন ১০-২-৩৫-২, স্যান্টনার ১০-২-২২-২, রবীন্দ্র ৭.৪-০-২১-২)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে