ম্যাক্সওয়েলদের বিপক্ষে ম্যাক্সওয়েলই প্রেরণা
১০ নভেম্বর ২০২৩, ১২:৪৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১২:৪৩ এএম
একের পর এক পরাজয়ে দলের ভেতর যে দমবন্ধ করা পরিস্থিতির তৈরি হয়েছিল, সেই ফাঁস কিছুটা আলগা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে। অনেকটা ফুরফুরে মেজাজেই গতপরশু পুনে শহরে পৌঁছেছে বাংলাদেশ দল। গত মঙ্গলবার পুনেতে সাকিবহীন গোটা দল যখন বিশ্রাম নিচ্ছে, তখন মুম্বাইতে ঝড় তুলেছেন গ্লেন মাক্সওয়েল। অস্ট্রেলিয়ান ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংস হোটেলে বসে বাংলাদেশের ক্রিকেটাররা সবাই দেখেছেন। সেদিন কোনো অনুশীলন না থাকায় টিম হোটেল জেডব্লিউ ম্যারিয়টে ক্রিকটারদের নিস্তরঙ্গ সময়ে কিছুটা হলেও বাড়তি রোমাঞ্চ যোগ করেছে সেই ইনিংস। কেননা নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ যে এই ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়া। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন তাতে ভয় না পেয়ে, অতিমানবীয় এই ইনিংস থেকে প্রেরণা নিবেন নাজমুল হোসেন শান্তরা।
আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ায়। প্রায় নিশ্চিত বড় হারের সামনে ছিল অজিরা। ওই অবস্থা থেকে প্যাট কামিন্সকে নিয়ে অবিশ্বাস্য এক ইনিংস গড়েন ম্যাক্সওয়েল। ১৭০ বলে ২০২ রানের জুটিতে ১৭৯ রানই নেন তিনি। পেশির টান নিয়ে ১২৮ বলে ১০ ছক্কা, ২১ চারে করেন ২০১ রান। গতকাল সন্ধ্যায় দল যখন ম্যাচ ভেন্যুতে অনুশীলনে ব্যস্ত, ঠিক তখন টিম হোটেলের সামনে সুজন জানান, ম্যাক্সওয়েল ঝড় দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা, ‘দেখেছে অবশ্যই। কাল (পরশু) কারো কোন কাজ ছিল না। সন্ধ্যার পর সবাই দেখেছে। এটা সারা বিশ্বের ক্রিকেটারদের অনুপ্রেরণার বিষয়, শুধু বাংলাদেশ না। কত বছরে এরকম হবে আল্লাহই জানেন। দুইশো তো অনেকেই মারবে। কিন্তু এরকম বিপদ থেকে, নিজের এমন চোটের অবস্থা নিয়ে। শেষ দিকে জিততে লাগত ১০৫, এরমধ্যে ১০১ রানই করেছে সে।’
বাংলাদেশের টিম ডিরেক্টরের আশা ম্যাক্সওয়েলের মনের জোর, শারীরিক সক্ষমতা থেকে প্রেরণা নেবেন তাদের দলের ক্রিকেটাররা, ‘ক্রিকেটে সে সবই সম্ভব এটা বোঝা গেল। এখান থেকে প্রেরণা নিয়ে ছেলেদের আগামী ম্যাচে শুরু করা উচিত, যে ম্যাক্সওয়েল যে আমরাও করতে পারি। শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, ফুটওয়ার্ক ছাড়া হ্যান্ড আই কোর্ডিনেশনে এত বড় বড় ছয় মারা যায়, সেটা কাল (পরশু) বোঝা গেল।’
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা উজ্জ্বল হয়েছে কিছুটা। সম্ভাবনা জিইয়ে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা জরুরি। যদিও কাজটি কঠিন। বাজে শুরুর পর অস্ট্রেলিয়া যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ ম্যাচে ধ্বংসস্তুপ থেকে যেভাবে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ম্যাক্সওয়েল, এরপর তারা ¯্রফে উড়ছে। সেই দলকে মাটিতে নামাতে প্রয়োজন বিশেষ জোর। আপাতদৃষ্টিতে এই বাংলাদেশ দলের সেই জোর না থাকারই কথা। তবু আশা ছাড়ছেন না দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘আমরা যত ম্যাচ খেলেছি, সবগুলো ম্যাচেই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ বলতে কেউ নেই। শুধু অস্ট্রেলিয়া নয়, সব দলেরই কোনো না কোনো “গেম চেঞ্জার” ছিল। ওভাবে চিন্তা করলে কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ হারার কথা না। কিন্তু শুরুতে তারাও দুই ম্যাচ হেরেছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে। তাদের কিছু গেম চেঞ্জার আছে, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচ মার্শ- সবাই ভালো খেলোয়াড়। কিন্তু কোনো দলই অপরাজেয় নয়। নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলার।’
এই লড়াইয়ে বাংলাদেশ অবশ্য একটা জায়গায় পিছিয়ে থাকছে আগে থেকেই। আঙুলে চোট নিয়ে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার এই চোট নিয়ে কিছু বিভ্রান্তিও ছড়িয়েছে। যদিও ম্যাচ শেষে তার আঙুলে ব্যান্ডেজ দেখা গেছে, কিন্তু মাঠে তাকে সেভাবে আঘাত পেতে দেখা যায়নি। পুরোনো চোট মাথাচাড়া দিয়েছে কি না বা চোট নিয়েই তিনি খেলেছেন কি না, এমন প্রশ্নও উঠছে। তবে দলসূত্রে জানা গেছে, এটি একদমই নতুন চোট। সাকিব উইকেটে যাওয়ার কিছুক্ষণ পরই দুশমান্থা চামিরার বল ছোবল দেয় তার আঙুলে। তিনি তাৎক্ষণিক বুঝে যান, আঙুলে চিড় ধরেছে। মাঠেই টান দিয়ে স্থানচ্যুত হওয়া হাড় জায়গামতো আনার চেষ্টা করেন বাংলাদেশ অধিনায়ক। পরে ব্যথানাশক নিয়ে ব্যাটিং চালিয়ে যান। ৬৫ বলে ৮২ রানের ম্যাচ জেতানো দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচ শেষে স্ক্যান করিয়ে ধরা পড়ে চিড়।
এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়ছেন তার জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনাও আছে যথেষ্টই। তবে সাকিবের অভাব যে অপূরণীয়, তা বললেন হাবিবুলও, ‘সাকিবের অভাবটা নিশ্চিতভাবেই অনেক বেশি অনুভব হবে। সেটাই স্বাভাবিক। সে অধিনায়ক, সেরা অলরাউন্ডারও। ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই সেরা পারফর্ম করে দলের পক্ষে। ওকে নিশ্চয়ই দল মিস করবে। কিন্তু ইনজুরির ক্ষেত্রে তো কারো হাত নেই। সেটা মেনে নিয়ে আমাদের খেলতে হবে।’
অসুস্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। ‘ফ্লু’ থেকে তিনি সেরে ওঠার পথে আছে বলে জানালেন টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকালের পর আজও অনুশীলন করবে বাংলাদেশ দল। এই দুটি অনুশীলন সেশন ও একটি ম্যাচ, এরপরই শেষ বিশ্বকাপ অভিযান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার