‘দুর্নীতিগ্রস্ত’ ক্রিকেট কর্তাদের পদত্যাগের আহ্বান লঙ্কান সংসদের
১০ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
কোটি কোটি ডলারের নজীরবিহিন দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাস করেছে দেশটির সংসদ।
গত সপ্তাহে ভারতের কাছে বিশ্বকাপ ম্যাচে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর লঙ্কান বোর্ডে সৃষ্ট সংকটের পর সংসদে সর্বসম্মতভাবে পদত্যাগের আহবান জানানো হলো। সংসদের এই আহ্বান পালন করা বোর্ডের জন্য বাধ্যতামুলক না হলেও এর দ্বারা তাদের উপর চাপ বাড়বে। এর আগে বোর্ড সদস্যদের বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। কিন্তু আপীল আদালতের নির্দেশে পুনর্বহাল হয় বোর্ড সদস্যরা।
বিরোধী দলীয় নেতা সজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কান বোর্ডে থাকা সকল সদস্যকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে সংসদে একটি বিল উত্থাপন করলে এতে সরকারী দলের সদস্যরাও একমত পোষন করেন। ফলে প্রস্তাবটি সর্বস্মতভাবে পাস কারার মাধ্যমে বিরল এক দৃষ্টান্ত তৈরি করে দেশটির সংসদ।
ক্রিকেটপাগল দেশটির সংসদকে প্রেমাদাসা বলেন,‘এটি একটি ঐতিহাসিক রেজুলেশন। যা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে শ্রীলঙ্কার আইনপ্রণেতারা ক্রিকেটকে রক্ষা এবং খেলার গৌরব পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা চাই দুর্নীতিগ্রস্ত এই বোর্ড যেন বিদায় নেয়।’
এদিকে বোর্ড সুত্র জানিয়েছে, এই প্রস্তাবের বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া জানানোর আগে একটি আইনগত পরামর্শ চায় তারা।
এর আগে বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। এরই ধারাবাহিকতায় তিনি সোমবার নির্বাচিত বোর্ড সদস্যদের বরখাস্ত করেন এবং প্রাক্তন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একটি অন্তবর্তীকালিন কমিটি গঠন করেন।
তবে পুর্নাঙ্গ শুনানীর আগে মঙ্গলবার দুই সপ্তাহের জন্য আগের বোর্ডকে পুনর্বহালের নির্দেশ দেন আপীল আদালত।
এদিকে সংসদকে রানাসিংহে জানিয়েছেন যে, কোটি কোটি ডলারের জালিয়াতি করেছে লঙ্কান বোর্ড। তিনি বলেন, বোর্ডকে বরখাস্ত করার পুর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখতে হবে। নাহলে তিনি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বোর্ডটির এমন গভীর সংকটের বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রাজনৈতিক হস্তক্ষেপ হলে লঙ্কান বোর্ডকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিল আইসিসি।
১৯৯৬ সালের পর আর বিশ্বকাপ জয় করতে পারেনি শ্রীলঙ্কা। দলের খেলার মান নেমে যাওয়ায় বোর্ডকে দায়ী করেছেন রানাসিংহে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার