লিটন ছুটিতে, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত
১৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
ওয়ানডের পর টেস্টেও অধিনায়কত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন এই টপঅর্ডার ব্যাটার।
চোটের কারণে এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের না খেলার বিষয়টি নিশ্চিত ছিল আগে থেকেই। পারিবারিক কারণ দেখিয়ে সহঅধিনায়ক লিটন কুমার দাস গেছেন ছুটিতে। তাদের অনুপস্থিতিতে বাঁহাতি ব্যাটসম্যানকে নেতৃত্বভার দিচ্ছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস শনিবার সংবাদমাধ্যমে এই খবর জানান৷ একইসঙ্গে লিটনকে এক মাসের ছুটি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। তিনি আরও জানিয়েছেন, শনিবারই ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল।
সিলেটে আগামী ২৮ নভেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটিতে এই সংস্করণে বাংলাদেশের ত্রয়োদশ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।
চলতি বিশ্বকাপে সাকিবের চোটে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন শান্ত। এই টুর্নামেন্টেই শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান সাকিব। যার ফলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশে ফেরার পর নিজের প্রথম সন্তান জন্মের সুখবর পান লিটন। বিশ্বকাপ চলাকালেও জরুরি পারিবারিক কারণে দুই দফা দেশে ফেরেন তিনি। মেয়ে ও স্ত্রীর পাশে থাকার জন্য এক মাসের ছুটি নিয়েছেন লিটন।
“লিটন এক মাসের ছুটি চেয়েছে। (নিউ জিল্যান্ডের সঙ্গে) টেস্ট দুটিতে খেলবে না। সে নিজের পরিবারকে সময় দিতে চাচ্ছে। এই একটা মাস সে নিবিড়ভাবে পরিবারকে সময় দিতে চায়। আমরা বলেছি, ঠিক আছে। কারণ আমরা যদি বলি, ‘তোমার খেলতে হবে’, কোনো ক্রিকেটারকে তো জোর করে খেলানো যাবে না।”
“তবু আমরা বলেছিলাম, ‘তুমি প্রথম টেস্টটা খেলো না। দ্বিতীয় ম্যাচটা খেলো।’ সে বলেছে, ‘আমি সদ্যজাত শিশুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে থাকার জন্য এক মাস সময় চাই।’ সে বারবার বলছিল। তাই আজকেই সিদ্ধান্ত হয়েছে, আমরা তাকে ছুটি দিয়ে দেব।”
টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফিরতি সফরে নিউ জিল্যান্ড যাবে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই সফরে লিটন থাকবেন কিনা, তা নিশ্চিত করে জানাননি জালাল ইউনুস।
“নিউ জিল্যান্ড সফর নিয়ে আলাপ করিনি। সেটা তার কাছ থেকে জানতে হবে৷ এখানে বিষয়টা হলো, কোনো ক্রিকেটার যদি নিজ থেকে বলে, ‘খেলব না বা খেলতে চাই না’, তাকে আপনি জোর করে জাতীয় দলে খেলাতে পারবেন না।”
“জাতীয় দলে খেলার জন্য এই পেশাদারিত্বটা তার হৃদয় থেকে আসতে হবে যে, ‘আমি দলের জন্য খেলব।’ যদি কেউ বলে যে, ‘আমি খেলব না’, তখন আপনি তাকে জোর করে খেলাতে পারবেন না। তো তার সঙ্গে কথা বলে জানতে হবে, নিউ জিল্যান্ড সফরে সে খেলতে পারবে কি না।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা