ব্যাটারদের আত্মহুতিতে শেষ প্রথম দিন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

ছবি: বিসিবি

তকমাধারী ব্যাটারদের প্রত্যেকেই পেলেন ভালো শুরু, কিন্তু ইনিংস টেনে লম্বা করতে পারলেন কেবল মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের উইকেট ছুড়ে আসার মিছিলের পরও বাংলাদেশ কোনোমতে প্রথম দিন পার করতে পেরেছে শেষ উইকেটে ২০ রানের জুটি আর ৫ ওভার কম খেলা হওয়ার কল্যাণে।

দিনের শেষভাগটা পার করে দেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। দুজনের ১৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। একটা সময় স্কোর ছিল ২ উইকেটে ১৮০ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৯০ ওভারের পুরোটা খেলা সম্ভব হয়নি আলোক স্বল্পতায়। নির্ধারিত ৬ ঘণ্টার পর আরও ১৫ মিনিট খেলা হলেও বাকি থেকে যায় ৫ ওভার।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১০ জন দুই অঙ্ক স্পর্শ করলেও পঞ্চাশ করতে পেরেছেন শুধু মাহমুদুল হাসান জয়। তিনিও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৮৬ রানে।

এছাড়া নাজমুল হোসেন শান্ত (৩৭), মুমিনুল হকদের (৩৭) ত্রিশ ছোঁয়া ইনিংস শুধু বাড়িয়েছে আক্ষেপ। তাদের সাথে আর উইকেট ছুড়ে আসার মিছিলে তো মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজরা ছিলেনই।

থিতু হয়ে তাদের আউট হওয়ার আক্ষেপের দিনে পাঁচ বছর পর দুই অঙ্কে পৌঁছে বাংলাদেশের দশ ব্যাটসম্যান। কাইল জেমিসনের ওভারে তিন বাউন্ডারি মেরে ১২ রানে পৌঁছে যান শরিফুল ইসলাম। ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া দশম ব্যাটসম্যান তিনি।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ব্যাটসম্যানের সবাই খেলেন ১০ বা তার বেশি রানের ইনিংস। এবারও রয়েছে সেটি ছোঁয়ার সুযোগ। দিন শেষে ৮ রানে অপরাজিত তাইজুল ইসলাম।

এর বাইরে ইনিংসে ১৫ বার দুই অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের ৯ ব্যাটসম্যান।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্পিনাররাই। গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার। দুটি করে নেন পেসার কাইল জেমিসন ও স্পিনার এজাজ প্যাটেল।

প্রথম সেশনে জাকির হাসান ও শান্তর উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের ঠিক আগে ৫ বলের ব্যবধানে আউট হন মুমিনুল ও জয়। ফিলিপসের স্পিনে কট বিহাইন্ড হয়ে যান মুমিনুল। তার ব্যাট থেকে আসে ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৭ রান। মুমিনুলের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ১৭১ বলে ৮৮  রানের জুটি।

এরপর আর বড় কোনো জুটি পায়নি বাংলাদেশ। শুরু থেকে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন জয়। তিনি আউট হন ইশ সোদির বলে স্লিপে ড্যারেল মিচেলের দারুণ ক্যাচে পরিণত হয়ে। ১৬৬ বলে ১১টি চারে ৮৬ রান জয়ের।

৩৯ রানে জাকিরে আউটের পর উইকেটে এসেই নিউ জিল্যান্ডের স্পিনের বিপক্ষে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছিলেন শান্ত। ফিলিপসের ফুলটস স্পিনেই তেড়ে এসে খেলতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ফিলিপসও বিশ্বাস করতে পারছিলেন না এমন বলে তিনি উইকেট পাবেন। ৩৫ বলে ৩৭ রানের ইনিংসে ৩টি ছক্কা ও ২টি চার মারেন শান্ত। যেন টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন অধিনায়ক।

দলপতির পথ অনুসরন করেন বাকিরাও। অবাক করেছেন মুশফিকও। জাজ প্যাটেলকে সামনে এগিয়ে এসে মেরেছিলেন মুশফিক। কিন্তু শটে জোর ছিল না, যথেষ্ট উচ্চতাও নেয়নি যে ফিল্ডারের মাথা পেরিয়ে যাবে। মিড অফে বুকের ওপর আসা ও রকম সহজ ক্যাচ নিতে কোনো ভুলই করার কথা নয় কেইন উইলিয়ামসনের।

অভিষেক টেস্ট খেলতে নেমে ২৪ রান করেন শাহাদাত হোসেন। লেট মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসানরাও থেমে গেছেন ২০-এর ঘরে থেকে। অথচ প্রথম দিনে সিলেটের উইকেটের যে আচরণ দেখা গেছে, তাতে এই উইকেট অন্তত টেস্টের তৃতীয় দিন পর্যন্তও ব্যাটিং–সহায়ক থাকবে বলেই মনে হচ্ছে। রান হওয়ার কথা অন্তত সাড়ে চারশ। সেখানে তিনশ পেরিয়েই গুটিয়ে যাওয়ার মুখে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক