রেফারিকে গালি দিলেন ক্ষুব্ধ হল্যান্ড, পেতে পারেন শাস্তি
০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
প্রিমিয়ার লিগে রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-৩ গোলের নাটকীয় ড্র ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। সেটা নতুন মাত্রা পেয়েছে ম্যাচের পর রেফারি সাইমন হুপারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্লিং হালান্ডের পোস্টের পর। এতে করে হালান্ড সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারেন। তবে পরিস্থিতি তখন ওরকমই ছিল বলে মত সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুপারের কিছু সিদ্ধান্ত সিটির বিরুদ্ধে গেছে, আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেন সিটি স্ট্রাইকার হালান্ড।ঘটনা গত রাতের সিটি–টটেনহাম ম্যাচের ৯৪তম মিনিটের। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ তখন ৩–৩ গোলে সমতায়। এসময় হালান্ডকে ফাউল করা হলেও দ্রুত তিনি উঠে জ্যাক গ্রিলিশের দিকে বল বাড়িয়ে দেন। তখন ফাউল ধরেননি রেফারি। বল নিয়ে গ্রিলিশ যখন টটেনহ্যামের রক্ষণ দেওয়াল ভেঙে কেবল গোলকিপারের সামনে পৌঁছে যান ঠিক সেই সময় ফাউলের বাঁশি বাজান রেফারি হুপার। রেফারির এমন সিদ্ধান্তে হালান্ডের সাথে তার সতীর্থরাও বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সবার প্রতিবাদ- ফাউল ধরলে সঙ্গে সঙ্গেই কেন নয়, কেন বল নিয়ে গোলের কাছাকাছি চলে যাওয়ার পর বাঁশি বাজল—এ নিয়ে রেফারি সাইমন হুপারকে ঘিরে ধরেন হলান্ডসহ অন্যরা। যদিও এতে কোনো কাজ হয়নি। উল্টো চেঁচামেচি করায় হলুদ কার্ড দেখেন হলান্ড।
ম্যাচের শেষেও হালান্ড তার প্রতিবাদ চালিয়ে গেছেন। এ সময় তিনি টুইটারে হুপার সম্পর্কে খারাপ ভাষা ব্যবহার করেছেন। ফাউলের ঘটনার একটি ভিডিও রিটুইট করেছেন হলান্ড। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন গালি হিসেবে ব্যবহার হয়, এমন একটি শব্দ।
ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিটি বস পেপ গুয়ার্দিওলা হালান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু মাঠে হালান্ডের প্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করে গার্দিওলা বলেন, ‘ঐ মুহূর্তে এটাই স্বাবাভিক ছিল। অন্য ১০জন খেলোয়াড়ও একইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। আইনে আছে কোন সিদ্ধান্ত নিয়ে রেফারি কিংবা চতুর্থ অফিসিয়ালের সাথে কোন ধরনের কথা বলা যাবে না। আজ আমাদের ১০ জন খেলোয়াড়ই লাল কার্ড পেতে পারতো। আমরা সবাই হতাশ। এমনকি রেফারি নিজে যদি আজ ম্যান সিটির পক্ষে খেলতেন তবে এই ধরনের সিদ্ধান্তে নিশ্চিতভাবে তিনিও হতাশ হতেন।’
কাতালোনিয়ান এই কোচ আরও বলেন, ‘সিদ্ধান্তটি আমাকে বিস্মিত করেছে। ঐ মুহূর্তে আর্লিং যখন পড়ে গিয়েছিল তখন বাঁশি বাজালে কোন সমস্যা ছিলনা। কিন্তু হালান্ড উঠে দাঁড়িয়ে পাস দেবার পর রেফারি খেলা চালিয়ে যাবার ভঙ্গি করেন। হঠাৎ করেই তিনি খেলা বন্ধ করে ফ্রি-কিকের নির্দেশ দেন। আমি তার কোন সমালোচনা করতে চাইনি। টাচলাইনে আমিও অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি। আমার ব্যবহারও অনেক সময় ঠিক থাকে না। কোচিং জীবনে দীর্ঘ সময়ে আমি রেফারিং সম্পর্কে মন্তব্য করতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে