স্বর্ণা দ্যুতিতে জ্যোতিদের দক্ষিণ আফ্রিকা জয়
০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
লক্ষটা দেড়শ রানের। নারীদের টি-টোয়েন্টিতে বেশ চ্যালেঞ্জিংই বলা চলে। তবে ৯ ওভারে সেটিকেও বিনা উইকেটে ৬৮ রান তুলে অনেকটাই নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তারের ঘূর্ণি জাদুতে পাল্টে গেল দৃশ্যপট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তার শিকার করা ৫ উইকেটের কল্যাণে ঐতিহাসিক জয় পেল টাইগ্রেসরা। গতপরশু রাতে বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দলের জয় ১৩ রানে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জ্যোতির দল। এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। ২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬। পরপর দুই দিনে দারুণ দুটি উপলক্ষ এলো বাংলাদেশের ক্রিকেটে। শনিবার সিলেটে ছেলেদের ক্রিকেটে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের হাত ধরে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শামিমা সুলতানা ও মুর্শিদা। শামিমা ২৪ বলে একটি করে ছক্কা ও চারে বিদায় নেন ২৪ রান করে। তিনে নেমে বেশিক্ষণ টেকেননি সোবহানা মোস্তারি (১৭ বলে ১৬)। এরপর তৃতীয় উইকেটে ৪২ বলে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে দলকে দেড়শর কাছে নিয়ে যান মুর্শিদা ও নিগার। মুর্শিদা চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন ৫১ বলে।
বোলিংয়ে শুরুটা ভালো করতে পারেননি মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। আনেকা বোশ ও টাজমিন ব্রিটসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে ব্রিটসকে (২৬ বলে ৩০) ফিরিয়ে ৬৯ রানের শুরুর জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান। পরের ওভারে আরেকটি সাফল্য আসে ফাহিমা খাতুনের হাত ধরে। ৮ উইকেট হাতে রেখে শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৪৯ রান। ৪১ বলে ফিফটি করে খেলছিলেন আনেকা।
ষোড়শ ওভারে সুনে লুসকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন স্বর্ণা। তার পরের ওভারে আরও দুই উইকেটের পতনে বদলে যায় ম্যাচের চিত্র। এই ওভারেই দক্ষিণ আফ্রিকার বড় ভরসা আনেকা বিদায় নেন ৪৯ বলে ৬৭ রান করে। তারা ম্যাচ থেকেও ছিটকে যায় সেখানেই। শেষ ওভারে ২৪ রানের সমীকরণে স্বর্ণার প্রথম বলে চার মারেন ডেলমি টাকার। তবে স্বর্ণা ঘুরে দাঁড়ান দারুণভাবে। তৃতীয় ও চতুর্থ বলে মিকি ডি রিডার ও মাসাবাতা ক্লাসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ১৬ বছর বয়সী স্পিনার।
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি অভিষেক হওয়া স্বর্ণা নেন ফাইফারের মধুর স্বাদ। ৪ ওভারের কোটা পূরণ করে ৫ উইকেট নিতে তিনি দেন ২৮ রান বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের স্বাদ পেলেন স্বর্ণা। এর আগে নাহিদা আক্তার দুবার এবং পান্না ঘোষ ও জাহানারা খাতুন একবার করে ফাইফার পেয়েছেন। তবে একটি জায়গায় তিনি ছাড়িয়ে গেছেন অগ্রজদের। এই সংস্করণে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলারও (১৬ বছর ৩৩৬ দিন) স্বর্ণা। ম্যাচ সেরা অবধারিতভাবে তিনিই। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামীকাল, কিম্বার্লিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে