বাংলাদেশের কঠিন পরীক্ষা
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং তখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। তার আগেই ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে সেটি জানিয়ে প্রকাশও করেছে পত্রিকাটি। তাদের খবর অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। সবচেয়ে কঠিন ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে সাকিব আল হাসানদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে এবারের আসরে। প্রতি গ্রুপে ৫টি করে দল রেখে ২০ দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২ দল যাবে সুপার এইট পর্বে। গতকাল সন্ধ্যায় হুবহু সেটিই ‘আসল’ গ্রুপিং হিসেবে নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটে নিংন্ত্রক সংস্থাটি।
‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ঠাঁই পেয়েছে একসঙ্গেই। তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। খেলাধুলার ইতিহাসের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লড়াইয়ের একটির পুনরাবৃত্তিও তাতে দেখা যাবে আবার। ১৮৪৪ সালে নিউ ইয়র্কে এক তিন দিনের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার ২৩ রানের জয়ের সেই ম্যাচকে মনে করা হয় সব খেলা মিলিয়েই বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ক্রিকেটের অন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও গত দুই বারের দুই বিজয়ী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তাদের গ্রুপসঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ থাকছে গ্রুপ ‘সি’-তে নিউজিল্যান্ড , আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও উগান্ডার সঙ্গে। ‘এ’ গ্রুপের সব খেলা হবে যুক্তরাষ্ট্রে, ‘বি’ ও ‘সি’ গ্রুপের সব খেলা ওয়েস্ট ইন্ডিজে। কেবল বাংলাদেশের গ্রুপের খেলাই হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার এবং সেখানকার বিপুল সংখ্যক এশিয়ান প্রবাসীদের ভাবনায় রেখে এশিয়ান ৭ দলের ৫টিরই ম্যাচ থাকবে যুক্তরাষ্ট্রে। তবে সম্ভাব্য রাজনৈতিক ও ভিসা জটিলতা এড়াতে আফগানিস্তানের কোনো ম্যাচ যুক্তরাষ্ট্রে রাখা হবে না।
প্রাথমিক পর্বের গ্রুপিং প্রকাশের দিন সুপার এইট পর্বের দুটি গ্রুপের সম্ভাব্য চিত্রও প্রকাশ করা হয়। প্রাথমিক সিডিং অনুযায়ী ৮টি দল সুপার এইটে উঠতে পারলে তাদের গ্রুপ জানতে পারবে আগে থেকেই। ‘এ’ গ্রুপে যেমন ভারত থাকছে ‘এ ১’ হিসেবে, ‘বি’ গ্রুপে ‘এ-১’ থাকছে ইংল্যান্ড। তারা গ্রুপ রানার্স আপ হয়ে সুপার এইটে উঠলেও সিডিং একই থাকবে। সেই অনুযায়ী, সুপার এইটে এক নম্বর গ্রুপে থাকবে ‘এ ১’ ভারত, ‘বি ২’ অস্ট্রেলিয়া, ‘সি ১’ নিউজিল্যান্ড ও ‘ডি ২’ শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলি হবে যুক্তরাষ্ট্রে। দুই নম্বর গ্রুপে থাকবে ‘এ ২’ পাকিস্তান, ‘বি ১’ ইংল্যান্ড, ‘সি ২’ ওয়েস্ট ইন্ডিজ ও ‘ডি ১’ দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের খেলা হবে ক্যারিবিয়ায়।
আগে থেকেই সিডিং পাওয়া এই দলগুলির বদলে তাদের গ্রুপ থেকে অন্য কোনো দল কোয়ালিফাইল করলে, বাদ পড়া দলের সিডিং পাবেন সেই দলটি। যেমন, দক্ষিণ আফ্রিকার বদলে বাংলাদেশ গ্রুপ পর্ব উতরাতে পারলে তাদের সিডিং হবে ‘ডি ১’, শ্রীলঙ্কার জায়গায় উঠতে পারলে সিডিং হবে ‘ডি ২’। ওয়েস্ট ইন্ডিজ থাকছে ‘সি ২’-এ।
বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থক ও পর্যটকরা যাতে আগে থেকেই পরিকল্পনা সাজাতে পারেন, সেজন্যই মূলত সুপার এইট পর্বের একটা সম্ভাব্য চিত্র আগে থেকেই তুলে ধরার এই ব্যবস্থা রাখা হচ্ছে।
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি, গাজার যুদ্ধবিরতির নতুন অধ্যায়