রোমাঞ্চকর লড়াইয়ে বরিশালকে হারাল রংপুর
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ এএম
ভাগ্য সুপ্রসন্ন হলো না ফরচুর বরিশালের। শেষ ওভার আর শেষ উইকেটের লড়াইয়ে তামিম ইকবালের দলকে হারিয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে রংপুর রাইডার্স।
বিপিএলের দশম আসরের ৩৮তম ম্যাচে সোমবার বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। ১৫২ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখে পূরণ করে নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটি।
বিপিএল ইতিহাসে ১ উইকেটে জয়ের দ্বিতীয় ঘটনা এটি। প্রথমবার ঘটেছিল ২০১৩ সালে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরে। সেবার বরিশাল বার্নার্সকে হারিয়েছিল সিলেট রয়্যালস।
১৩৭ রানে জেমি নিশামকে হারানোর পর জয়ের পথেই ছিল রংপুর। কিন্তু ১৪৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে ডোয়াইন প্রিটোরিয়াসকে হারিয়ে বিপাকে পড়ে যায় দলটি। কোনো রান না করে আউট হন আবু হায়দারও। টানা ৫ বল ডট যাওয়ার পর এক রান নেন শামিম হোসেন। এরপর সাউফদ্দিনের বল হাসান মাহমুদের ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বাউন্ডারি হওয়ার পর রুদ্ধশ্বাস এক জয়ের আনন্দে মাতে রংপুর।
রংপুরের এটি টানা অষ্টম জয়। এই জয়ে পয়েন্ট তালিকার নূন্যতম দুইয়ে থাকা নিশ্চিত করল তারা। সব মিলিয়ে ১১ ম্যাচে তাদের নবম জয় এটি। পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা। অন্যদিকে ১১ ম্যাচে বরিশালের এটি সপ্তম পরাজয়। তারা আছে পয়েন্ট তালিকার তিনে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে বরিশালকে ২৫ বলে ৩৮ রানের ঝড়ো শুরু এনে দেন অধিনায়ক তামিম ইকবাল।
পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম বলেই তামিমকে বিদায় করেন রংপুরের সাকিব আল হাসান। ৩টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৩৩ রান করেন তামিম।
দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৭২ রান যোগ করে বরিশালকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংল্যান্ডের টম বান্টন ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ১১ ওভারে ১০৪ রান তুলে ফেলে তারা। ১২তম ওভারে ব্যক্তিগত ২৬ রানে বান্টনকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন নিউজিল্যান্ডের জেমস নিশাম।
দলীয় ১১০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বান্টনের আউটের পর বরিশালের ইনিংসে ব্যাটিং ধস নামান এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রনি। তার বিধ্বংসী বোলিংয়ে ১২৯ রানে অষ্টম উইকেট হারায় বরিশাল।
১৩তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই তিনটি উইকেট তুলে নেন রনি। মুশফিকুর রহিমকে ৫, সৌম্য সরকারকে শূণ্য এবং ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৬ রান করা মায়ার্স শিকার হন রনির। নিজের পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে ৯ রানে থামান তিনি। তৃতীয় ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩ রানে বিদায় করে টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন রনি।
বড় সংগ্রহের পথে থেকেও রনির তোপের পর শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় বরিশাল। ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট নেন রনি। এবারের বিপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের নজির গড়েছেন এই বাঁ-হাতি পেসার। আর বিপিএলের ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার মালিক এখন রনি। এতে ভেঙ্গে যায় সাকিবের রেকর্ড। ২০১৭ সালে মিরপুরে রংপুরের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভারে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নামা সাকিব।
জবাবে খেলতে নেমে তৃতীয় ওভারে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন রংপুরের মোমিনুল হক। দ্বিতীয় উইকেটে ২৩ বলে ৫৩ রান তুলে রংপুরকে লড়াইয়ে ফেরান ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিং ও সাকিব।
পাওয়ার প্লের শেষ বলে কিংকে থামিয়ে জুটি ভাঙ্গেন মিরাজ। ৩টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৫ রান করেন কিং। পরের ওভারে মিরাজের দ্বিতীয় শিকার হন ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৯ রান করা সাকিব।
এরপর অধিনায়ক নুরুল হাসানকে ২ রানে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এবং মাহেদি হাসানকে ৭ রানে বিদায় দেন মিরাজ। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের টম মুরাসকে নিয়ে ২৫ বলে ৩১ এবং দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের সাথে ১৯ রান যোগ করে রংপুরকে লড়াইয়ে ফেরান নিশাম। মুরস ১৭ এবং একবার জীবন পাওয়া নিশাম ১৭ বলে ২৮ রানে আউট হন।
শেষ ৩ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ৭ রান দরকার পড়ে রংপুরের। কিন্তু ১৮তম ওভারে প্রিটোরিয়াস ১৩ ও ১৯তম ওভারে রনি শূণ্যতে ফিরলে ম্যাচ টান-টান উত্তেজনা তৈরি হয়। কারন শেষ ওভারে ১ উইকেটে হাতে নিয়ে ২ রানের সমীকরণ পায় রংপুর।
সাইফুদ্দিনের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ১ রান নেন শামিম এবং তৃতীয় বলে হাসান চার মেরে রংপুরকে জয় এনে দেন। শামিম ৪ ও হাসান ১ রানে অপরাজিত থাকেন। বরিশালের মিরাজ ও ম্যাককয় ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রংপুরের রনি।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৫১/৯ (তামিম ৩৩, ব্যান্টন ২৬, মেয়ার্স ৪৬, মুশফিক ৫, সৌম্য ০, মাহমুদউল্লাহ ৯, মিরাজ ৩, সাইফউদ্দিন ১০, মহারাজ ১, ম্যাককয় ১২*, কামরুল ১*; প্রিটোরিয়াস ২-০-২৫-০, মেহেদি ৪-০-৩০-০, হাসান ৪-০-৩১-২, সাকিব ৪-০-২৫-১, নিশাম ২-০-২৭-১, আবু হায়দার ৪-০-১২-৫)
রংপুর রাইডার্স: ১৯.৩ ওভারে ১৫৫/৯ (কিং ৪৫, মুমিনুল ০, সাকিব ২৯, মেহেদি ৭, সোহান ২, মুরস ১৭, নিশাম ২৮, প্রিটোরিয়াস ১৩, শামীম ৪*, আবু হায়দার ০, হাসান ৪*; মেয়ার্স ৪-০-৩১-২, মহারাজ ৪-০-৩১-১, ম্যাককয় ৪-০-৩৪-৩, মিরাজ ৪-১-২৪-৩, সাইফ উদ্দিন ২.৩-০-২৩-০, কামরুল ১-০-১১-০)
ফল: রংপুর রাইডার্স ১ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আবু হায়দার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাঁচ দিনব্যাপী ইবি ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন ব্যবসায়ীর জরিমানা
কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল