শান্ত-মুশফিকের ব্যাটে উড়ে গেল শ্রীলঙ্কা
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন তিন পেসার তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। লক্ষ্য তাড়ায় শুরুতেই টপঅর্ডারদের হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখালেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ব্যাট থেকে এলো অপরাজিত সেঞ্চুরি ইনিংস। সাথে দারুণ ব্যাটিং দৃঢ়তায় দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ৩২ বল হাতে রেখে ২৫৬ রানের লক্ষ্য পূরণ করে টাইগাররা।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ১৭৫ বলে ১৬৫ রান যোগ করে জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত ও মুশফিক। অধিনায়ক হিসেবে প্রথম ও সব মিলিয়ে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১২৯ বলে ১২২ রানে অপরাজিত থাকেন শান্ত। ১৩ চারের সঙ্গে তিনি মেরেছেন ২টি ছক্কা। বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ের বন্দরে নেন তিনি।
৮৪ বলে ৮ চারে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশের দুঃসময়ের কাণ্ডারি মুশফিক।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে এখন সর্বোচ্চ স্কোর নাজমুলের। আগের সর্বোচ্চ ছিল মুশফিকের ১১৭ রান, ২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে।
ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত। মাহমুউল্লাহ ফেরেন ৬২ বলে ৬৯ রানের জুটি উপহার দিয়ে ব্যক্তিগত ৩৭ বলে ৩৭ রানে। দলের রান তখন ৯৪।
এরপর লঙ্কান বোলারদের পরীক্ষা নেন শান্ত ও মুশফিক। নিজের মাস্টারক্লাস মেলে ধরেন দুজনই। নড়বড়ে শুরু থেকে দল পায় সহজ জয়ের পথ। দুজন গড়েন পঞ্চম উইকেটে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি, শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটেও যা দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে ৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তানজিম। ৩টি করে শিকার ধরেছেন দুই পেসার তাসকিন ও শরিফুলও। তাদের বোলিংয়েই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস। তাসকিন-শরিফুলকে হতাশ করে শুরু থেকে দারুণ খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। ৫৯ বলে ৭১ রানের দুর্দান্ত জুটিও পেয়ে যায় তারা। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করেই থামেননি তানচিম। নিজের টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে দলকে ফেরার লড়াইয়ে। বিনা উইকেটে ৭১ রান থেকে ৮৪ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা।
২৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৬ রান করা পাথুম নিশাঙ্কাকে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানানের পরের ওভারেই ৩৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করা আভিঙ্কা ফার্নান্ডোকে কট বিহাইন্ড করেন তানজিম। নিজের পরের ওভারে নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও (৫ বলে ৩) কট বিহাইন্ড করেন তিনি।
এরপর কুসল মেন্ডিসের সঙ্গে চারিথ আসালাঙ্কার ৪৪ রানের সতর্ক জুটি থামান মেহেদি হাসান মিরাজ। ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। রাউন্ড দ্য উইকেট থেকে করা মিরাজের বল মিস করে গেছে আউটসাইড-এজ হয়ে বোল্ড হয়ে যান আসালাঙ্কা।
কুসল মেন্ডিসের সাথে এরপর যোগ দেন জানিথ লিয়ানাগে। দুজনে গড়েন ৬৮ বলে ৬৯ রানের জুটি। তাসকিনকে টেনে মারতে গিয়ে শান্তকে মিড অনে ক্যাচ দেন ৭৫ বলে ৫৯ রান করা কুসল মেন্ডিস।
মারকুটে ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মিাহিশ থিকসানাকে দ্রুত ফেরান তাসকিন। তবে অন্য প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন লিয়ানাগে। ৭ ম্যাচের ক্যারিয়ারে ৫০ বলে তৃতীয় ফিফটি পূর্ণ করেন এই মিডলঅর্ডার। শেষ পর্যন্ত এই ব্যাটারকে কট বিহাইন্ড করেন শরিফুল। ৬৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন লিয়ানাগে।
দুই দলের মধ্যকার আগের ৯টি ওয়ানডে সিরিজের মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। সেটি ছিল দুই দলের মধ্যকার সবশেষ সিরিজ। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।
একই মাঠে ও সময়ে আগামী শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৫৫ (নিসাঙ্কা ৩৬, আভিশকা ৩৩, কুসাল ৫৯, সামারাউইক্রামা ৩, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৬৭, থিকশানা ১, মাদুশান ৮, কুমারা ৫*, মাদুশাঙ্কা ০; শরিফুল ৯.৫-১-৫১-৩, তাসকিন ১০-১-৬০-৩, তানজিম ৮.৪-০-৪৪-৩, তাইজুল ৮-০-৫৪-০, মিরাজ ১০-১-৩৩-১, সৌম্য ২.২-০-১১-০)
বাংলাদেশ: ৪৪.৪ ওভারে ২৫৭/৪ (লিটন ০, সৌম্য ৩, শান্ত ১২২*, হৃদয় ৩, মাহমুদউল্লাহ ৩৭, মুশফিক ৭৩*; মাদুশানকা ৮-১-৪৪-২, মাদুশান ৮-০-৫৩-১, কুমারা ৬-০-৩৫-১, থিকশানা ৯.৪-০-৪৭-০, হাসারাঙ্গা ৮-০-৫৪-০, লিয়ানাগে ৫-০-২২-০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান
হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার হিড়িক
৪ হাজার বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিলো গ্রিস
গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড