শাইনপুকুরে ধরাশায়ী মোহামেডান!
১৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুরের কাছে হেরে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়লো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের দশম রাউন্ডের ম্যাচে মোহামেডানকে বৃষ্টিআইনে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। অধিনায়ক ইমরুল কায়েসকে সঙ্গ দিতে পারেনি রনি তালুকদার। ইনিংসের শুরুতেই দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় মোহামেডান। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন রনি তালুকদার। এরপর মাইদুল ইসলাম অংকন শুন্য রানে আউট হলে চাপে পড়ে যায় ইমরুল কায়েসের দল। মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন ইমরুল কায়েস। তৃতীয় উইকেট জুটিতে দলের খাতায় এ দুজন যোগ করেন ৭০ রান। অর্ধশতক তুলে নিয়ে ইমরুল কায়েস যখন আউট হন তখন দলের রান ১০১। ৭৩ বল খেলে ৫৬ রান করে হাসান মুরাদের শিকার হন এই ওপেনার। বেশীদূর যেতে পারেননি মেহেদী মিরাজ। ২৯ করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এরপর নাহিদ রানার মারাত্নক বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মোহমেডান। শেষ দিকে আরিফুল হক ও আবু হায়দার রনির কল্যাণে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২২৭ রান তোলে তারা। আবু হায়দার রনি ৫১ এবং আরিফুল হক করেন ৩০ রান। শাইনপুকুরের নাহিদ রানা ৪৫ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। খারাপ আবহাওয়ার কারনে পরবর্তীতে শাইনপুকুরকে জয়ের জন্য ৩০ ওভারে ১৫৮ রানের টার্গেট বেঁধে দেয়া হয়। দুই ওপেনার তানজীদ হাসান ও জিসান আলমের শুরু থেকেই হিসেবে ব্যাটিংয়ে লক্ষ্যে পৌছতে খুব বেশী বেগ পেতে হয়নি শাইনপুকুরের। ২৭ ওভার চার বল খেলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আকবর আলীর দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন তানজীদ হাসান। এছাড়া মার্শাল আইউব ৩০, অধিনায়ক আকবর আলী ২৭ এবং জিসান আলম করেন ২৬ রান। এই হারের ফলে ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে চারে নেমে গেলো মোহামেডান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া শাইনপুকুর রান রেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে উঠে এলো।
এদিন সাভারে লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ১৩০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল স্কোর গড়ে গাজী গ্রুপ। দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারালেও টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোর করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন হাবিবুর রহমান সোহান। এছাড়া সাব্বির হোসেন ৭৪, আনিসুল ইসলাম ইমন ৬৫ এবং আল আমিনের ব্যাট থেকে আসে ৬৪ রান। খারাপ আবহাওয়ার কারনে জয়ের জন্য ব্রাদার্সকে ৪১ ওভারে ৩০৯ রানের টার্গেট দেয়া হয়। তিন বল বাকি থাকতেই ১৭৮ রানে অলআউট হয় তারা। ব্রাদার্সের আবদুল মজিদ ৫১ রান করেন। এছাড়া ওপেনার রহমত আলী ২৬ এবং মাহমুদুল হাসান করেন ২৪ রান। গাজী গ্রুপের আবদুল গাফফার ৩৪ রানে একাই ৪ উইকেট নিয়ে ব্রাদার্সের ব্যাটিং লাইনে ধস নামান। এছাড়া ১৩ রান দিয়ে দুই উইকেট নেন পারভেজ ইমন। এই জয়ে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ব্রাদার্স আছে আট নম্বরে।
কাল দিনের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অধিনায়ক শামসুর রহমানের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৯৭ রান করে রূপগঞ্জ টাইগার্স। ৯৩ বলে ১০৬ রান করেন শামসুর রহমান। এছাড়া আবদুল্লাহ আল মামুনের ব্যাট থেকে আসে ৮১ রান। সিটি ক্লাবের ইরফান হোসেন ও সোহেল রানা তিনটি করে উইকেট পান। জয়ের জন্য ৪১ ওভারে বেঁধে দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬০ রান করে সিটি ক্লাব। সাজেদুল হক অপরাজিত থাকেন ৬৯ রানে। এছাড়া অধিনায়ক শাহরিয়ার কোমল ৬৫ ও আশিকুল আলম করেন ৪৮ রান। রূপগঞ্জ টাইগার্সের আরাফাত সানি জুনিয়র ৩২ রানে পান চার উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন