ইংল্যান্ডের প্রথম, অস্ট্রেলিয়ার চোখ দ্বিতীয় জয়ে
০৮ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০৪ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দু’দলই ইতোমধ্যে একটি করে ম্যাচ শেষ করেছে। নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে অজিরা জিতলেও, স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংলিশদের। এ কারণেই বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে আজ মাঠে নামবে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়ার চোখ টানা দ্বিতীয় জয়ে। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
এই বার্বাডোজেই স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে ম্যাচে চ্যালেঞ্জের মুখে পড়েছিল ইংলিশরা। বৃষ্টির দাপটে ২০ ওভারের ম্যাচ ১০ ওভারে নির্ধারিত হলে টস জিতে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ৯০ রান তোলে স্কটিশরা। এরপর বৃষ্টি আইনে ১০ ওভারে ১০৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট পায় ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের ইনিংস শুরুর আগে ফের বৃষ্টি শুরু হলে, ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় জশ বাটলারের দলকে।
প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর কারণেই বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় চায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। শুক্রবার তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ ২ পয়েন্ট চাই। জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো। জানি অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজেই জয় আসবে না। এটা পেতে হলে ব্যাটার-বোলারদের সেরা পারফরম্যান্স করতে হবে। প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স ভালো হয়নি। আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলাররা ভালো করবে এবং দলের জয়ে বড় অবদান রাখবে।’
স্কটল্যান্ডের বিপক্ষে দুই পেসার মার্ক উড ও জোফরা আর্চার ভালো বল করলেও, বেশি রান দিয়েছেন মঈন আলি, ক্রিস জর্ডান ও আদিল রশিদ। ২ ওভার করে বল করে মঈন ১৫, জর্ডান ২৪ ও আদিল দেন ২৬ রান। অজিদের বিপক্ষে বোলাররা ভালো করলে, ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে করেন বেয়ারস্টো। তার কথায়,‘বোলাররা ভালো করলে, ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে। প্রথম ম্যাচে বোলাররা বেশি রান দিয়েছে। এজন্য তাদের আরও সচেতন হতে হবে এবং ইকোনমি রেটের দিকে নজর দিতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকে। তাই এ ম্যাচে বোলারদেরই বড় ভূমিকা রাখতেই হবে।’
এদিকে ওমানের বিপক্ষে সহজ জয় দিয়েই এবারের বিশ^কাপ শুরু করে অস্ট্রেলিয়া। ম্যাচে আগে ব্যাট করে মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৪ রান করে অজিরা। জবাবে ৯ উইকেটে ১২৫ রান তুলে ৩৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ওমান। প্রথম ম্যাচে দলের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টয়নিস। তিনি বলেন,‘ওমানের বিপক্ষে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা। ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে। ইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল। আশা করছি, দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সত্যি বলতে যে দল ভালো খেলবে, জয়ের হাসি তাদের মুখেই ফুটবে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এরমধ্যে অজিদের জয় ১০ ম্যাচে এবং ইংলিশরা জিতেছে ১১ ম্যাচ। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপে চারবারের দেখায় ইংল্যান্ড ২ ও অস্ট্রেলিয়া ১টিতে জয় পায়। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৭ সালে অস্ট্রেলিয়া এবং ২০১০ ও ২০২১ সালের বিশ^কাপে জয় পেয়েছিল ইংল্যান্ড। ২০২২ সালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে