পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক
০৮ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০২ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বড় ঘটনা হলো সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার! টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে ‘সুপার ওভারে’ হারিয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচটি টাই হয়ে যায়। ফলে সুপার ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে জয় পেয়ে বড় চমক দেখায় স্বাগতিকরা। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পক্ষে বল হাতে তুলে পেসার মোহাম্মদ আমির। নিজের বোলিংয়ের প্রথম বলেই বাউন্ডারি হজম করেন বাঁহাতি এই পেসার। ওই ওভারে তিনটি ওয়াইড দেন আমির, ওই তিন ডেলিভারিতে আবার বাড়তি ৪ রান নেয় যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান তোলে আমেরিকানরা। জয়ের জন্য ১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন পাকিস্তানের দুই তারকা ব্যাটার ইফতিখার আহমেদ এবং ফখর জামান। আর যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে নেন সৌরভ নেত্রাভাকার। প্রথম বলেই তিনি দেন ডট। পরের বলে বাউন্ডরি হাঁকান ইফতিখার। তবে তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইফতিখার আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন শাদাব খান। চতুর্থ বলে হয় ওয়াইড। পরের বলে লেগ বাই থেকে চার। পঞ্চম বলে শাদাব নেন ২ রান। সুপার ওভারের শেষ বলে ছক্কা হলে ম্যাচ ফের টাই হয়ে যেতো। কিন্তু শাদাব নিতে পারেন মাত্র এক রান। ফলে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ১৩ রানে থামলে ঐতিহাসিক জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
এর আগে দু’দলের নির্ধারিত ২০ ওভারের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৪৩ বলে ৪৪ আর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৯ রান তুলে নির্ধারিত ওভার শেষ করে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নস্টুশ কেনজিগে ৩০ রানে ৩টি এবং সৌরভ নেত্রভালকর ১৮ রানে ২ উইকেট পান।
জবাবে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই জিইয়ে রাখে যুক্তরাষ্ট্র। হারিস রউফের শেষ ওভারে জয় পেতে যুক্তরাষ্ট্রের লাগতো ১৫ রান। ডানহাতি এই পেসার একটি চার ও একটি ছক্কাসহ ওই ওভারে দেন ১৪। শেষ বলে স্বাগিতকদের প্রয়োজন ছিল ৫ রান। হারিস রউফের বলে নিতিশ কুমার বাউন্ডারি হাঁকালে ম্যাচ হয়ে যায় টাই।
ডালাসের এই ম্যাচে বলতে গেলে যুক্তরাষ্ট্রের জয় ছিল নিশ্চিতই। ৪২ বলে তাদের যখন দরকার ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে দলকে লড়াইয়ে ফেরান পাকিস্তানি বোলাররা। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৫০, আন্দ্রিস গাউস ২৬ বলে ৩৫ ও অ্যারন জোন্স খেলেন ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। পাকিস্তানের মোহাম্মদ আমির ২৫, নাসিম শাহ ২৬ ও হারিস রউফ ৩৭ রানে পান ১টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে